নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাকি, ছাগু ও নাস্তিক এর প্রবেশ নিষিদ্ধ ।

টেক্সটাইল প্রকৌশলী হিসাবে কর্মরত ।

ফেরদৌস আহমেদ নবীন

নিজের সম্পর্কে গুণগান করার তেমন কিছু নাই ।। মিথ্যা কে ঘৃণা করি ও মিথ্যা কথা না বলার চেষ্টা করি ।। আমাকে ফেসবুকে সাবস্ক্রাইব করতে পারেন।। www.facebook.com/fanobin

ফেরদৌস আহমেদ নবীন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের জন্য আরেকটি সুসংবাদ

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:২০

বাংলাদেশের জন্য আরেকটি সুসংবাদ ।। বিশ্ববিখ্যাত ফুটবল জায়ান্ট ক্লাব বার্সেলোনা তাদের আগামী সিজনের জন্য জার্সি বাংলাদেশ থেকে সংগ্রহ করবে ।।



ফলে আগামী সিজনে মেসি , জাভি , ইনিয়েস্তাদের সাথে নু-কেম্প এর সকল দর্শকের পড়নে থাকবে "মেড ইন বাংলাদেশ" ট্যাগ এর পোশাক ।। — feeling proud.





ফেবু লিঙ্ক

Ferdaus Ahmed Nobin

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:২৩

একাকী বালক বলেছেন: এইডা এমন কি সুসংবাদ বুঝলাম না। দামে কম পায়, রানা প্লাজায় রক্ত ঢাইলা এইসব বানাই আমারা তাতে এত প্রাউডের কি হইল বুঝলাম না। এর চেয়ে যদি আমগো ভিতর কেউ মেসির মত প্লেয়ার হইত তাইলে বুঝতাম প্রাউড।

০৫ ই জুন, ২০১৩ রাত ২:২৫

ফেরদৌস আহমেদ নবীন বলেছেন: জেডা বুঝেন না ওইডা নিয়া হুদাই কথা কোন কেন ?

আজকে আদার কেজি কত জানেন??

২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:৩৪

নৈঋত বলেছেন: @একাকী বালক ভাই. চোট্টামি করতে করতে আর টাকার পাহাড় গড়তে গরতেই একেকজনের নেতার টাইম হয় না আবার মেসি খুজেন কেন? এ দেশে মেসি অনেক আছে খালি সুযোগেরই অভাব.

আন্তর্জাতিক পোশাক শিল্পের বাজারে বাংলাদেশ একটা ব্র্যান্ডের নাম ।এফ সি বার্সেলোনা বাংলাদেশ থেকে জার্সি নিয়ে কি আমাদের সম্ভাবনা আরো বাড়াচ্ছে না? সার্ভিস ভালো পেলে তারা আমাদের থেকে আরো সাপ্লাই নিবে আই হোপ।। তাদের দেখাদেখি অন্য ক্লাবগুলোও আগ্রহী হবে। আজকালকার ফুটবল দলগুলোর জার্সি ভ্যালু যেমন এটা নিঃসন্দেহে আমাদের জন্যে সুখবর।

আর রানা প্লাজার এক্সিডেন্টের জন্যে তো বায়াররা দায়ি না।। দায়ি আমাদের সিস্টেম. ওটা আগে ঠিক করতে হবে

পোস্টারকে ধন্যবাদ :)

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:৩১

ফেরদৌস আহমেদ নবীন বলেছেন: ঠিক বলছেন ভাই , একেবারে আমার মনের কথা ।

৩| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:৩৭

লিঙ্কনহুসাইন বলেছেন: বাংলাদেশের জন্য আরেকটি সুসংবাদ আছে

এমিলিকে পেতে রিয়াল মাদ্রিদের ১০০ মিলিয়ন পাউন্ডের অফার ফিরিয়ে দিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র ।

বাংলাদেশ জাতীয় দল এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির জন্য রিয়াল বছরে ৫০ মিলিয়ন স্যালারির অফার করেছিলো । কিন্তু এমিলি বছরে ৪৮ মিলিয়নের বেশী স্যালারি নিতে রাজি নন ।
এই বিষয়ে আমাদের রিপোর্টার চুন্নি সাহা এমিলির অনুভূতি জানতে চাইলে এমিলি জানিয়েছেন যে, তিনি শাইখ সিরাজের দল ম্যানসিটিতে রোনালদোর সাথে জুটি বাধতে আগ্রহী ।

সূত্রঃ চ্যানেল আই
collected

৪| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:৪৩

নৈঋত বলেছেন: আরো আছে... চেলসিকে বাদ দিয়ে শেখ জামালের কোচ হবার ঘোষণা দিলেন হোসে মোউরিনহো :P

৫| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:২৯

জেরিফ বিন্ আমির বলেছেন:
“মেইড ইন বাংলাদেশ” টেগটা জার্সির বাইরে লাগানোর দাবী জানাচ্ছি ;)

০৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

ফেরদৌস আহমেদ নবীন বলেছেন: hahahaha.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.