নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ferdous

ferdous

::: I am not what happened to me... I am what I choose to become...

ferdous › বিস্তারিত পোস্টঃ

বাংলা সাহিত্য চর্চায় ছদ্মনাম এবং উপাধি বরাবরই উল্লেখযোগ্য ভুমিকা রেখেছে। বাংলা সাহিত্যের কবি সাহিত্যিকগন বিভিন্ন সময়ে বিভিন্ন ছদ্মনাম নিয়ে লিখেছেন। তাদের কিছু ছদ্মনাম ও উপাধি আমি তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে ...............।।

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:১০

বিশ্বকবি, নাইট , ভানু সিংহ – রবীন্দ্রনাথ ঠাকুর

বিদ্রোহী কবি-কাজী নজরুল ইসলাম

টেঁকচাঁদ ঠাকুর – প্যারীচাঁদ মিত্র

হুতোম পেঁচা – কালিপ্রসন্ন সিংহ

বনফুল – বলাইচাঁদ মুখোপাধ্যায়

মৌমাছি – বিমল ঘোষ

গাজী মিয়া – মীর মশাররফ হোসেন

কায়কোবাদ – কাজেম আল কোরায়েশী

শওকত ওসমান – শেখ আজিজুর রহমান

জরাসন্দ – চারুচন্দ্র মুখোপাধ্যায়

বানভট্ট – নীহাররঞ্জন গুপ্ত

নীল লোহিত – সুনীল গঙ্গোপাধ্যায়

নীহারিকা দেবী – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

সত্যসুন্দর দাস – মোহিতলাল মজুমদার

কালকূট – সমরেশ বসু

পরশুরাম – রাজশেখর বসু

বীরবল – প্রমথ চৌধুরী

বড়ু চন্ডীদাস – অনন্ত বড়ু

সুনন্দ – নারায়ন গঙ্গোপাধ্যায়

দৃষ্টিহীন – মধুসূদন মজুমদার

অবধূত – কালীকানন্দ

হায়াৎ মামুদ – ড. মনিরুজ্জামান

যাযাবর – বিনয় কৃষ্ণ মজুমদার

ছান্দসিক কবি – আব্দুল কাদির

মহাকবি – আলাওল

সাহিত্য বিশারদ- আব্দুল করিম

যুগসন্ধিক্ষণের কবি- ঈশ্বর গুপ্ত

বিদ্যাসাগর – ঈশ্বরচন্দ্র

স্বভাব কবি- গোবিন্দ দাস

কাব্য সুধাকর – গোলাম মোস্তফা

পল্লী কবি – জসীম উদ্দিন

ভাষা বিজ্ঞানী- ডঃ মোহাম্মদ শহীদুল্লাহ

সাহিত্যরত্ন – নজিবর রহমান

সাহিত্য সম্রাট- বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়

মুসলিম রেনেসাঁর কবি – ফররুখ আহমদ

ভোরের পাখি – বিহারীলাল চক্রবর্তী

সাহিত্য স্বরসতী, বিদ্যাবিনোদিনী- নূরন্নেসা খাতুন

পদাবলীর কবি- বিদ্যাপতি

মার্কসবাদী কবি- বিষ্ণু দে

রায় গুনাকর – ভারতচন্দ্র

মাইকেল- মধুসূদন দত্ত

গুণরাজ খান – মালাধর বসু

মুকুন্দরাম – কবিকঙ্কন

চারণ কবি – মুকুন্দ দাস

দৃষ্টিহীন- মধুসূদন মজুমদার

সত্য সুন্দর দাস- মোহিত লাল মজুমদার

শান্তিপুরের কবি – মোজাম্মেল হক

দুঃখবাদের কবি – যতীন্দ্রনাথ বাগচী

তর্করত্ন – রামনারায়ণ

অপরাজেয় কথাশিল্পী- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

সাহিত্য বিশারদ, রত্নকর – শেখ ফজলুল করিম

শওকত ওসমান – শেখ আজিজুর রহমান

কবিন্দ্র পরমেশ্বর – শ্রীকর নন্দী

নাগরিক কবি – সমর সেন

ছন্দের যাদুকর -সত্যেন্দ্রনাথ দত্ত

ক্লাসিক কবি – সুধীন্দ্রনাথ দত্ত

কিশোর কবি – সুকান্ত ভট্টাচার্য

পদাতিকের কবি – সুভাষ মুখোপাধ্যায়

বাংলার মিল্টন – হেমচন্দ্র

রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, ধুসর পাণ্ডুলিপির কবি -জীবনানন্দ দাশ।



সংগ্রহীত...

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৩ রাত ১০:২৫

নিষ্‌কর্মা বলেছেন:
ছদ্মনাম আর উপাধির ভেতরে তফাৎ কোথায়? নীচে যা উল্লেখ করলাম, এইগুলো উপাধি, উনাদের ছদ্মনাম নয়। দয়া করে এমন বিভ্রান্তি উদ্রেক করা পোস্ট দিবেন না।

১। বিশ্বকবি, নাইট
২। বিদ্রোহী কবি
৩। মুসলিম রেনেসাঁর কবি
৪। ছান্দসিক কবি
৫। যুগসন্ধিক্ষণের কবি
৬। মহাকবি
৭। স্বভাব কবি
৮। সাহিত্য সম্রাট
৯। যুগসন্ধিক্ষণের কবি
১০। ভাষা বিজ্ঞানী
১১। পল্লী কবি
১২। মাইকেল
১৩। শান্তিপুরের কবি
১৪। ভোরের পাখি
১৫। সাহিত্য স্বরসতী, বিদ্যাবিনোদিনী
১৬। পদাবলীর কবি
১৭। মার্কসবাদী কবি
১৮। চারণ কবি
১৯। দুঃখবাদের কবি
২০। তর্করত্ন
২১। অপরাজেয় কথাশিল্পী
২২। সাহিত্য বিশারদ, রত্নকর
২৩। কবিন্দ্র পরমেশ্বর
২৪। নাগরিক কবি
২৫। ছন্দের যাদুকর
২৬। ক্লাসিক কবি
২৭। কিশোর কবি
২৮। পদাতিকের কবি
২৯। বাংলার মিল্টন
৩০। রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, ধুসর পাণ্ডুলিপির কবি

২| ১৪ ই জুন, ২০১৩ রাত ১০:২৬

নিষ্‌কর্মা বলেছেন: মাইকেল ছিল মধুসূদন দত্তের খৃস্টান নাম। এইটা উনার উপাধিও না, ছদ্মনাম তো নয়ই। উপরে ভুল করে মাইকেল-কে উপাধি হিসাবে বলেছি, সে জন্য দুঃখিত।

৩| ১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
+++

৪| ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:১৭

খেয়া ঘাট বলেছেন: ++++++++++

৫| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখাটা কপি করে রাখলাম

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭

বর্ণহীণ বলেছেন: ++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.