নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ferdous

ferdous

::: I am not what happened to me... I am what I choose to become...

ferdous › বিস্তারিত পোস্টঃ

একজন অতি সাধারন মানুষ ইরানের প্রেসিডেন্ট আহমাদি নেজাদ সম্পর্কে কিছু তথ্যঃ

২৬ শে জুন, ২০১৩ রাত ১১:১১

• প্রেসিডেন্ট থাকা অবস্থায় ছেলে মাহাদির বিয়েতে মাত্র ৪৫ জন অতিথিকে (২৫ জন নারী এবং ২০ জন পুরুষ) নিমন্ত্রণ করেন। (তাকে যখন NBC নিউজ চ্যানেলের সাংবাদিক এর কারণ জিজ্ঞাসা করেন তখন তিনি অত্যন্ত হাসি মুখে বিনয়ের সাথে বলেন, এর চাইতে বেশি মানুষকে দাওয়াত দেয়ার সামর্থ্য আমার নেই ।)



• তাও সেই বিয়েতে কোনো ভোজের ব্যবস্থা ছিল না। প্রত্যেক অতিথিকে একটি কমলা, একটি কলা, একটি আপেল আর ছোট্ট এক টুকরো কেক দিয়ে আপ্যায়ন করা হয়েছিল।



• অফিসের কার্পেটের ফ্লোরে বসে তৃপ্তির সাথে সবার সামনে তিনি তার খাবার খান।



• অন্যান্য দেশের মহিলা প্রধান মন্ত্রী কোন বৈঠকে যখন তার সাথে হাত মেলাতে এগিয়ে আসেন, তখন সে খুব বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করে প্রতিত্তরে সালাম জানান ।



• তিনি এত বেশি পরিশ্রম করেন যে, তিনি সারাদিন ৩ ঘণ্টার বেশি ঘুমানোর সময় পান না।



• কখনও নামাজ বাদ দেন না। নামাজের সময় হলে রাস্তায় ছোট্ট কাপড় বিছিয়ে নামাজ আদায় করেন।



• রাষ্ট্রীয় সব বড় বড় নামাজের জামাতে তিনি সব সময় পিছনের সারিতে সাধারণ মানুষের সাথে বসতে ভালোবাসেন।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৩ রাত ১১:১৩

লিঙ্কনহুসাইন বলেছেন: লোক দেখানো কাজ !

২| ২৬ শে জুন, ২০১৩ রাত ১১:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: মানুষের কর্মই তাকে মহত করে, ইতিহাসের অংশ, অনুসরণীয় উপমা করে রাখে।

আল্লাহ তাঁকে উত্তম প্রতিদান দিন।

৩| ২৬ শে জুন, ২০১৩ রাত ১১:৩২

টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: সব ভাল কথা, ইসলাম সম্পর্কে তাঁর বিশ্বাস গুলা তুইলা ধরেন। শিয়া দের আকিদা। তারা তো হজরত উমর আর আবু বকর (রাঃ) কে কাফের বলে। তাদের খিলাফত শিকার করে না। এগুলা বলেন তাইলে বুঝা যাইব কেমন ভালা।

৪| ২৬ শে জুন, ২০১৩ রাত ১১:৪৬

আতা2010 বলেছেন: শিয়ারা কাফের ।

৫| ২৭ শে জুন, ২০১৩ রাত ১২:১৬

কষ্টবিলাসী বলেছেন: শিয়া

৬| ২৭ শে জুন, ২০১৩ রাত ১২:৩৭

ডি মুন বলেছেন: লিঙ্কনহুসাইন বলেছেন: লোক দেখানো কাজ !


ভাই লোক দেখানো হিসেবেও যদি অন্যরা এই কাজগুলো করতো তাহলে অন্ত্যত নেতা নেতৃদের কেউ চোর-ডাকাত বদনাম দিতে পারতো না।

আর লোক দেখানো কি না তা আল্লাহ তাআলাই ভালো জানেন আমরা কেউই তো অন্তর্যামী না তাইনা !!!

৭| ২৭ শে জুন, ২০১৩ রাত ১২:৪২

সাহাদাত উদরাজী বলেছেন: তিনি একজন ভাল নেতা ছিলেন। নিঃসন্দেহে।

৮| ২৭ শে জুন, ২০১৩ সকাল ৮:৪৮

তারেক রহমান বলেছেন: লিঙ্কনহুসাইন বলেছেন: লোক দেখানো কাজ !লিঙ্কনহুসাইন বলেছেন: লোক দেখানো কাজ !"
- তুই তো চোখ থাকতেও অন্ধ রে, আমি বিধার্মিক হয়েও দেখতে পাই এখানে ভাল, আর তুই বলতাসস লোক দেখানো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.