নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ferdous

ferdous

::: I am not what happened to me... I am what I choose to become...

ferdous › বিস্তারিত পোস্টঃ

স্বর্গ ও নরকের মাঝামাঝি দাঁড়িয়ে আছে পৃথিবীতে সৃষ্ট সকল মানুষ।

২৮ শে মে, ২০১৪ দুপুর ২:০৭

ইহজগতের সব হিসাব নিকাশের পালা শেষ। স্বর্গ ও নরকের মাঝামাঝি দাঁড়িয়ে আছে পৃথিবীতে সৃষ্ট সকল মানুষ।



স্বর্গের দরজায় একে একে সকলের সাক্ষাৎকার নেয়া হচ্ছে। নাম ডাকার সাথে সাথে একজন একজন করে সামনে এগুচ্ছে। কেউ সাক্ষাৎকারে পাশ করে লাফাতে লাফাতে স্বর্গের দিকে চলে যাচ্ছে, কাউকে আবার পাঠিয়ে দেয়া হচ্ছে নরকে। ইহজগতের হিসাব নিকাশ ক্লিয়ার করে আবুলও অন্য অনেকের মতো স্বর্গে ঢুকে গেল।



একে একে এল মফিজের পালা। স্বর্গের দ্বাররক্ষী মফিজকে প্রশ্ন করার আগেই মফিজ রক্ষীকে প্রশ্ন করলো, ‘আবুলকে কেন স্বর্গে ঢুকতে দেয়া হলো ?’ রক্ষী হকচকিয়ে গেল, সে-ই সবাইকে প্রশ্ন করে তার ভাগ্য নির্ধারণ করছে, আর এই লোক এসে তাকেই কিনা প্রশ্ন করে। রক্ষী আমতা আমতা করে বললো, ‘তাতে আপনার কি ? আপনার হিসাব আপনি দিয়ে যান।’ মফিজ আরো এককাঠি সরেস, ‘অসম্ভব। আবুল একজন ব্রাজিলের সাপোর্টার। যেই স্বর্গে একজন ব্রাজিলের সাপোর্টার চলে যায় সেখানে আমি নাই। আমি গেলাম।



সঙ্গে সঙ্গে আবুল স্বর্গ থেকে বেরিয়ে এসে রক্ষীকে বললো, “দেখসেন, ব্যবহারটা দেখসেন ? আর্জেন্টিনার সাপোর্টার গুলা এমুনই হয়। সবগুলা বেয়াদব।” মফিজ এবার মারমুখী ভঙ্গীতে ছুটে আসে, “আর আপনারা খুব ভালো? আপনাদের সবাইরে চেনা আছে। দুই হাজার দুইয়ে আর্জেন্টিনা যখন আউট হইয়া গেল সেইদিন হাশেমের দোকানে কি করসিলেন মনে আছে?” আবুল আরো চেচিয়ে বললো, দুই হাজার ছয়ে ব্রাজিল যেদিন আউট হইল ওইদিন আপনারা কি করছেন কিছুই ভুলি নাই। আপনাদের মতো এত নিচে আমরা নামিনা!" মফিজ রেগে গিয়ে মারতে গেল, আবুল বললো, "হাত উঠাইবেন ? উঠান! আপনাদের তো আবার হাতটাই বেশি চলে!..."



শুরু হয়ে গেল শোরগোল আর আগের বিশ্বকাপের হিসাব নিকাশ। লাইনে দাঁড়ানো সব মানুষ ব্রাজিল আর্জেন্টিনা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। ঘন্টাখানেক এরকম বিশৃঙ্খলা চলার পরে বের হয়ে এলেন স্বর্গের সিনিয়র কেয়ারটেকার। তিনি ঘোষণা দিলেন, যারা যারা ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে ঝগড়া করবে তাদের কেউ স্বর্গে ঢুকতে পারবে না। স্বর্গে ঢুকতে হলে পরস্পরের সাথে বন্ধুত্ব করে এরপর ঢুকতে হবে।



তারপর দেখতে দেখতে মফিজ আর আবুলের পেছন পেছন সবাই ঝগড়া করতে করতে নরকের দিকে এগোতে থাকলো!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৪ দুপুর ২:৩০

মুদ্‌দাকির বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২| ২৮ শে মে, ২০১৪ দুপুর ২:৩৮

নীল জোসনা বলেছেন: :P :P :P :P

৩| ২৮ শে মে, ২০১৪ দুপুর ২:৪২

ঢাকাবাসী বলেছেন: মোটামুটি জমসে! =p~

৪| ২৮ শে মে, ২০১৪ বিকাল ৩:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:


=p~ =p~ =p~

৫| ২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৯

রাহাত লতিফ তৌসিফ বলেছেন: এত দেখি হাসিনা-খালেদা সম্পর্ক :D :D

৬| ২৮ শে মে, ২০১৪ বিকাল ৫:৩৯

মাঘের নীল আকাশ বলেছেন: =p~ =p~ =p~ =p~

৭| ২৯ শে মে, ২০১৪ রাত ২:১২

জাফরুল মবীন বলেছেন: =p~ =p~ =p~

৮| ২৯ শে মে, ২০১৪ দুপুর ২:০৩

এহসান সাবির বলেছেন: হাঃ হাঃ হাঃ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.