নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেরদাউসুর রহমান খান

ফেরদাউসুর রহমান

ফেরদাউসুর রহমান › বিস্তারিত পোস্টঃ

মাননীয় শিক্ষা মন্ত্রী ও তথাকথিত A+প্রত্যাশি বাবা-মাদের দৃষ্টি আকর্ষণ করছি

০৩ রা জুন, ২০১৫ দুপুর ১২:৩৩



ছেলেটির নাম আরাফাত শাওন।অন্য দশটা ছেলের মত সেও এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলো।কিন্তু সে A+পায়নি। এবার কমার্স থেকে পরীক্ষা দিয়ে ৪.৮৩পেয়েছিলো। কিন্তু সমাজের এই ফালতু শিক্ষা ব্যবস্থা ও আপনাদের দেয়াA+নামক তথাকথিত ভালো ছাত্র নির্ধারণী মেশিন না পাওয়ায় বাবা-মায়ের মানুষিক অত্যাচারে ছেলেটা আজ আত্নহত্যা করেছে।

আত্নহত্যার আগে এ সমাজের মানুষগুলোকে ও আপনাদের বানানো অপরাজনীতি সম্পর্কে বিষোদগার করে গিয়েছে।এমনকি আপনাদের বানানো নিকৃষ্ট শিক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে।
হয়তোবা বলতে পারেন কেন আমি নিকৃষ্ট বললাম???

মাননীয় শিক্ষা মন্ত্রী,,যে শিক্ষা একটা ছাত্রকে বাঁচার পথ না দেখিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয় তাকে আমি কি করে উৎকৃষ্ট শিক্ষা ব্যবস্থা বলবো আপনি কি তা বলতে পারেন????

প্রশ্ন ও উত্তর দুটোই আপনার কাছে রইলো।
মনে চাইলে দিয়েন।

দেখুন,আপনি যদি শিক্ষা ব্যবস্থা ঠিক করতে না পারেন তবে ঐ আসন থেকে নেমে যান।তবুও দু'দিন পর পর নতুন নতুন নিয়ম বানিয়ে ছাত্র/ছাত্রীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিবেননা।
আর,বাবা-মাদেরকে একটা কথাই বলবো তা হলো, সুপারম্যানের পোষাক পড়লে যেমন সুপারম্যান হওয়া যায়না তেমনি এ যুগে A+পেলেও ভালো ছাত্র হওয়া যায়না। আপনারা সন্তানদের সময় দিন ও সব থেকে কাছের বন্ধু হয়ে যান। তাদেরকে উৎসাহ দিন। অনুপ্রেরণা মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে কিন্তু খোটা নয়।তাই যথেষ্ট পরিমাণ উৎসাহ দিন।

তাহলেই দেখবেন আপনার সন্তান একদিন অনেক ভালো কিছু করবে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি।
নিচে শাওন এর ডায়েরী থেকে নেয়া তার লেখার Screen shot hot দেয়া হলো।




সূত্র- অভ্র নীল

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৫ দুপুর ১২:৫১

জুন বলেছেন: কি মর্মান্তিক । এই সব বাবা মা এরা পড়ালেখায় কি ফলাফল করেছে সেটা জানা দরকার

০৩ রা জুন, ২০১৫ বিকাল ৪:৫৬

ফেরদাউসুর রহমান বলেছেন: আমরা এ+ নামক এক পাগলা ঘোড়ার পিছন ছুটছি। যা ভালবাস পিতৃত্ববোধ বা মাতৃত্ববোধ আজ বিসর্জন দিয়েছি। তা আসলে দূঃখজনক।

২| ০৩ রা জুন, ২০১৫ দুপুর ১২:৫৩

নয়ন বিন বাহার বলেছেন: সত্যি বলতে কি এ যুগের মা-বাবা দেরও স্কুলে ভর্তি করা উচিত। কথায় আছে Charity begins at home.
এধরনের মা-বাবা কে ধিক.....................
আর আমাদের রাজনীতিবিদদের কথা কি বলব.......... এরা তো পশু

০৩ রা জুন, ২০১৫ বিকাল ৪:৫৭

ফেরদাউসুর রহমান বলেছেন: এদের পশু বললেও ভুল হবে। এরা পশু থেকেও খারাপ। ধন্যবাদ।

৩| ০৩ রা জুন, ২০১৫ দুপুর ১:০৬

মুদ্‌দাকির বলেছেন:

"জীবনের জন্য পড়ালেখা, পড়ালেখার জন্য জীবন নয়।"

এই সব বাপ মায়েরে কে বুঝাইব, এই কথা।

আরে বুয়েটে , ঢাকা মেডিক্যেলে আর ডি ইউ তে পড়াই কি জীবন? ক্যান যে বাপ মায়েরা বুঝেনা, যে এই প্রতিষ্ঠান গুলাতে পইড়াও অনেকেরই কর্ম জীবন হতাশা গ্রস্থ। আবার একেবারেই সাধারন কোন প্রতিষ্ঠানে পইড়া অনেকে কর্ম জীবনে সফল, ব্যাক্তি জীবনে সুখী। এমন কি পড়ালেখায় সফল হয় নাই এমন অনেকেই ব্যাবসা করে সফল। আসলে বাপ মায়েরা কি যে চায়????????????????????

০৩ রা জুন, ২০১৫ বিকাল ৪:৫৮

ফেরদাউসুর রহমান বলেছেন: আমাদের সচেতনা দরকার। ধন্যবাদ

৪| ০৩ রা জুন, ২০১৫ দুপুর ১:১৩

ভিটামিন সি বলেছেন: তবুও যদি কোন বিবেকবানের বিবেক খুলতো!!! খুলে না, খুলবে না। ওরা টিনের চশমা পরে আরাম কেদারায় বসে হুকুম করে বানাও, অধস্তনেরা বানিয়ে ফেলে মেশিন। তারপর বলে ছাঁকো, অধস্তনেরা ছেকে ফেলে মাথা মোটা দেখে দেখে।

ওদেরকে থ্রি ইডিয়টস ছবিটা দেখিয়ে ওদের জ্ঞানের জানালা খুলে দেয়া উচিত। সব শালা রাজনীতির টয়লেটে বন্দী হয়ে গেছে।

১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

ফেরদাউসুর রহমান বলেছেন: ইচ্ছা করেই বিবেক আটকে রাখা হয়েছে কিভাবে খুলবে বলুন?

৫| ০৩ রা জুন, ২০১৫ দুপুর ১:১৮

টুম্পা মনি বলেছেন: সত্যি মর্মান্তিক!

৬| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৫:৫৫

জুলহাস খান বলেছেন: হায় রে শিক্ষা ব্যবস্থা..................।

৭| ১০ ই জুন, ২০১৫ রাত ৯:০৩

ঢাকাবাসী বলেছেন: মন্ত্রী বাহাদুর এর দায় এড়াতে পারেননা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.