![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা জাতির মেরুদন্ড। আর শিক্ষক জাতি গড়ার কারিকর। আর সেই শিক্ষকরা যদি বিপথে চলে যায় তা হলে দেশের অবস্থা কি হতে পারে একবার ভেবে দেখুন। সেটাই আজ হয়েছে।
আজ (৭/১১/১৫) আমার জীবনে ঘটে যাওয়া এমন একটি ঘটনা ঘটল। যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না।
আজ শুরু হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা। তিতুমীর কলেজের ছাত্র হওয়ার আমাদের (অর্থনীতি, সমাজকর্ম, সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান) পরীক্ষার হলো মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ এ।
সঙ্গত কারণেই আজ পরীক্ষা দিতে গেলাম। অন্যান্য দিনের মতোই পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষা শুরু হবার পূর্ব মূহুর্তে সকলের কাছে থাকা মোবাইল ফোন শিক্ষকদের কাছে জমা দেয়া হলো। যা অন্যান্য যে কোন পরীক্ষায় জমা নেয়া হয়ে থাকে। এটা একটা পরীক্ষা দেবার অঘোষিত নিয়ম। পরে পরীক্ষা শেষ হলে যে যার মোবাইল নিয়ে যায়।
পরীক্ষা দেবার আগে এতুটুকুই যথেষ্ট। কিন্তু বিপত্তিটা বাজে যখন পরীক্ষা শেষ তখন।
আমরা যারা স্মার্ট ফোন ব্যবহার করি না। তাদের মোবাইল ফেরত দিলেও ৫৩টি স্মার্ট ফোন আটকে রাখে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত! শিক্ষকরা। নানা অজুহাতে মোবাইল ফোনগুলো আটকে রাখার চেষ্টায় ব্যস্ত। আটকে রাখা মোবাইল গুলো বিভিন্ন রুমে নিয়ে যায় কিছু শিক্ষক নামের সন্ত্রাসীরা।
অবশেষে যাদের মোবাইল তারা চাইতে গেলে কথা কাটাকাটি। অবশেষে শিক্ষকরা ছাত্রদের উপর অতর্কিত হামলা চালায়। সাথে যোগ দেয় মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র নামের কিছু দুর্বৃত্ত। তারা রট ও আগ্নেয়াস্ত্র দ্বারা নিরহ ছাত্রদের উপর হামলা করে।
এমন ঘটনা দেখে অবাক হয়ে গেলাম। এও কি শিক্ষকদের দ্বারা সম্ভব। এদের চোর বলব না ডাকাত নাকি সন্ত্রাসী? কিছুই বুঝতে পারছিনা।
যাদের দেখে আমরা শিখছি। যারা আমাদের পাঠ্য বইয়ের সাথে তাদের আচার আচরন দিয়েও আমাদের শিক্ষা দেয়। এটা কি শিখালেন তারা?
এই লেখা পর্যন্ত অনেকের মোবাইল ফেরত দেয়নি শিক্ষকরা। আমি যতটা জেনেছি ৫৩ টা মোবাইলের মধ্যে মাত্র ১৯ টা মোবাইল ফেরত দিয়েছে পুলিশের সহযোগিতায়। আর বাকী ৩৪ টা মোবাইলের কোন খোজ নেই।
কোন ছাত্র যদি কোন অপরাধ কিংবা অনৈতিক কর্মকান্ড করে থাকে তাহলে তার বিরুদ্ধে শিক্ষকরা আইনি ব্যবস্থা নিতেই পারেন। তা না করে কেন এই সন্ত্রাসী আচরণ? রট ও আগ্নেয়াস্ত্র নিয়ে কেন হামলা?
আমরা এই অনৈতিক কর্মকাণ্ডের জন্য আতঙ্কিত হয়ে পরেছি। আমরা এই শিক্ষক নামের পশুগুলোন বিচার দাবি করছি। সাথে আমরা নিরাপত্তা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৫
ফেরদাউসুর রহমান বলেছেন: ফোন আটকানো হয়েছে সেখানে ছাত্রদের তো কিছু উসকানি থাকতেই পারে সেখানে শিক্ষকদের আচরণ সন্ত্রাসীদের মতো হওয়া ঠিক নয়। ছাত্ররা ভূল করলে তাদের শায়েস্তা করার জন্য যথেষ্ট আইন রয়েছে সেটা প্রয়োগ করা কি যেত না? ধন্যবাদ
২| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫২
কালের সময় বলেছেন: বাংলাদেশের জন্য এটা কোন ব্যাপার না
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৯
ফেরদাউসুর রহমান বলেছেন: তা তো বটেই। ধন্যবাদ
৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১০
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: সাম্প্রতিক অধিকাংশ কলেজ-ভার্সিটিতে এখন এমন সন্ত্রাশি অচরণ অহরহ ঘটছে, ছাত্রদের ব্যপারেতো অনেকই শুনেছি, শিক্ষকদেরটাই বাকি ছিল, আজ সেটাও আর বাকি রইলনা ।
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৪
ফেরদাউসুর রহমান বলেছেন: আমি অবাক সেখানেই। শিক্ষকরা কেন সন্ত্রাসীদের মতো আচরণ করবে। ধন্যবাদ
৪| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৪
বিপরীত বাক বলেছেন: এই দেশের ৮০% শিক্ষক স্ট্রেইটলি মাদারচোদ।। আবার এদের সুযোগসুবিধা র জন্যে এরা যখন রাস্তায় ভিক্ষুকের মতো দাড়ায় তখন কিছু না(!)গরিক জনতা এদের জন্যে মায়াকান্না কাঁদা শুরু করে।। বলতে থাকে হেতের মাইনষ বানায় দিছে এই জানোয়ার শিক্ষক গুলো।।।
এজন্যেই দেশে জানোয়ারের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।।।
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩১
ফেরদাউসুর রহমান বলেছেন: সকল শিক্ষক কিন্তু এরকম না। ধন্যবাদ
৫| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৮
নিমগ্ন বলেছেন: বস্তির পোলাপানরাও আজকাল ব্লগ চালায়। যাইহোক শিক্ষকরা নিশ্চয়ই কারণ ছাড়া এই ঘটনা ঘটায় নাই। তালি বাজাতে ২ হাতই লাগে। যাইহোক। আপনারা এটা নিয়ে কমপ্লেইন করতে পারেন। সিস্টেমে এগুতে পারেন।
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩১
ফেরদাউসুর রহমান বলেছেন: নিজেকে ভালোভাবেই উপস্থাপন করলেন। বস্তির পোলাপানরাও মানুষ। তাই আপনাকে অনেক ধন্যবাদ। শিক্ষকরা আর যাইহোক না কেন মারামারি কিংবা ছিনতাইয়ের মতো ঘটনা ঘটাতে পারে না।
৬| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪৪
আব্দুল্যাহ বলেছেন: যাক শুনে খুশি হলাম আপনি তিতুমির কলেজের ছাত্র। তা ভ্যাট বাতিল নিয়ে ছাত্রদের আন্দোলনে আপনাদের কলেজ থেকে কিছু লোক হামলা করেছিল শুনেছিলাম, আপনি কি তাদের বিষয়টি জানেন?
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩৫
ফেরদাউসুর রহমান বলেছেন: আমিও শুনে ছিলাম তবে আমি ব্যক্তিগত ভাবে ভ্যাট বিরোধী ছিলাম। আমি ব্রাক ভার্সিটির আন্দোলনের সাথে দুই দিন অংশগ্রহনও করেছিলাম। ফেবুতে যাবার অনুরোধ......https://www.facebook.com/profile.php?id=100004108214267
৭| ০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
মা গো ভাত দাও বলেছেন: শিক্ষকরা সন্ত্রাসী কোর্স পাস করেই শিক্ষকতা শুরু করেছেন।
০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
ফেরদাউসুর রহমান বলেছেন: ধন্যবাদ
৮| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৪
প্রামানিক বলেছেন: সবখানে এরকম ঘটনা শুরু হলে তো সমস্যা।
০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০২
ফেরদাউসুর রহমান বলেছেন: একমত
৯| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪১
নিমগ্ন বলেছেন: ৪. ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৪ ০
বিপরীত বাক বলেছেন: এই দেশের ৮০% শিক্ষক স্ট্রেইটলি মাদারচোদ।। আবার এদের সুযোগসুবিধা র জন্যে এরা যখন রাস্তায় ভিক্ষুকের মতো দাড়ায় তখন কিছু না(!)গরিক জনতা এদের জন্যে মায়াকান্না কাঁদা শুরু করে।। বলতে থাকে হেতের মাইনষ বানায় দিছে এই জানোয়ার শিক্ষক গুলো।।।
এজন্যেই দেশে জানোয়ারের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।।।
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩১ ০
লেখক বলেছেন: সকল শিক্ষক কিন্তু এরকম না। ধন্যবাদ
৫. ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৮ ০
নিমগ্ন বলেছেন: বস্তির পোলাপানরাও আজকাল ব্লগ চালায়। যাইহোক শিক্ষকরা নিশ্চয়ই কারণ ছাড়া এই ঘটনা ঘটায় নাই। তালি বাজাতে ২ হাতই লাগে। যাইহোক। আপনারা এটা নিয়ে কমপ্লেইন করতে পারেন। সিস্টেমে এগুতে পারেন।
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩১ ০
লেখক বলেছেন: নিজেকে ভালোভাবেই উপস্থাপন করলেন। বস্তির পোলাপানরাও মানুষ। তাই আপনাকে অনেক ধন্যবাদ। শিক্ষকরা আর যাইহোক না কেন মারামারি কিংবা ছিনতাইয়ের মতো ঘটনা ঘটাতে পারে না।
বিপরীত বাঁকের অশালীন মন্তব্যকে ধন্যবাদ দিয়ে প্রথমে সমর্থন করলেন। পরে আমার প্রতিবাদকে আপনি কলংকিত করলেন। এখানেই বুঝা যায় আপনি কতটুকু সুশিক্ষিত ও বিবেকধারী।
এই কারণেই তো শিক্ষক ও শিক্ষার্থীদের অবক্ষয় হচ্ছে দিনে দিনে। আপনি টোটালি ফাউল একটা বিষয় তুলে ধরছেন। আমি যেটা আইডিয়া করছিলাম, তিতুমীর কলেজের ছাত্রদের ঐতিহ্যের কারণেই বোধহয় এইসব হচ্ছে এখন আপনি পরিস্কার বুঝিয়ে দিলেন যে আসলেই ঠিক আছে আমার ধারণা।
কোন ছুঁতো পেলেই আপনারা ইট পাটকেল নিয়ে সাধারণ পাবলিকের গাড়ি ভাঙচুর করেন আর নিজেদের বেয়াদবির জন্য হালকা পাতলা মাইরপিট খাইবেন না এইটা কি করে হয়??
(আমার গাড়ির কাঁচ ভাঙছে গত বছর। কিছুই বলি নাই। এখন বলতেই হলো)
০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১১
ফেরদাউসুর রহমান বলেছেন: আপনার বোধদয়ে ব্যাপক সমস্যা । বিপরীত বাককে দেয়া ধন্যবাদ আর আপনাকে দেয়া ধন্যবাদের মানে যদি বুঝতেন তাহলে ভালো মানুষ হতেন। অন্যকে খারাপ বলার আগে নিজকে ভালো বানানো কাজে লেগে যান। আপনার মন্তব্যে কতটা ভদ্রতা বা শালীন ছিলো সেটা আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন। এবং আপনি যে মন্তব্য করেছেন সেটা বিবেকের পাল্লায় উঠান তাহলেই নিজকে চিনতে পারবেন।
আপনি কোথায় লেখাপড়া করেছেন বা করছেন আমি জানি না তবে সেখানের ঐতিহ্যের কথা তুলে ধরলে বিষয়টা বুঝতে পারতাম।
আপনার গাড়ীর কাঁচ ভেঙ্গেছে বলে মানুষ থেকে অমানুষে বদলি হবেন কেন? যারা আপনার গাড়ীর কাঁচ ভেঙ্গেছে তাদের পরিচয় জানুন তারপর বলুন। ধন্যবাদ
১০| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৩
রক্তিম দিগন্ত বলেছেন: নিমগ্ন ভাই থাইমা যান। এদের কইয়া লাভ নাই।
আমার পুরো ফ্যামিলি শিক্ষকতার সাথে জড়িত। বিপরীত বাকের কথাটা বুকে শূল হয়ে গিঁথেছে। এরা যে এখন গালি গুলো বাংলায় লিখছে সবই তো ঐ শিক্ষকদের কল্যাণেই। স্ট্রেইটলী একটা গালি দিয়ে দিল।
আর পোষ্টদাতা তো এটাকে সমর্থনই করেছে। এটাও বেশ খারাপ লাগলো।
শিক্ষকদেরকে পুরোপুরিই সন্ত্রাসী বানিয়ে দিল।
আমি এইটাই বলতে চাই, শিক্ষার মর্মটা বুঝেন আগে। পরীক্ষার হলে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ। এইটা বহু আগেই বলে দেওয়া হয়েছে। তাহলে নিয়ে যান কেন আপনারা? না নিলেই তো ঝামেলা চুকে যায়।
শিক্ষাই যদি জাতির মেরুদন্ড হয়, তাহলে শিক্ষকরা সেই মেরুদন্ডের রূপকার। তাদেরকেও গালি দিচ্ছেন, দেশের অবস্থাও চাচ্ছেন ভাল - তাহলে ভাই আলাদা একটা দেশ বানায়া ফেলেন না ক্যান আপনারা?
০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯
ফেরদাউসুর রহমান বলেছেন: পরীক্ষা শুরু হওয়ার পূর্বে মোবাইল জমা দেয়া হয়েছিলো।
পরীক্ষার হলে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ। কথাটার সাথে একমত। তাই বলে তা ছিনতাই করবে। কারো কাছে পরীক্ষার হলে মোবাইল পাওয়া গেলে তাকে বহিষ্কার করা হোক তাই বলে ছিনতাই কেন?
বিপরীত বাকের মন্তব্যে আমি কিভাবে সমর্থন করলাম? সমর্থন করা আর সমর্থন না করা কাকে বলে ? আগে মন্তব্য পড়ুন বুঝুন তারপর বলুন।
১১| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৮
দরবেশমুসাফির বলেছেন: নিমগ্ন ভাই আপনি বেশকিছু জিনিস এড়িয়ে গিয়েছেন।
লেখক কিন্তু বিপরীত বাক ভাইয়ের সাথে একমত হন নাই পুরোপুরি
বিপরীত বাক বলেছেন: এই দেশের ৮০% শিক্ষক স্ট্রেইটলি মাদারচোদ।। আবার এদের সুযোগসুবিধা র জন্যে এরা যখন রাস্তায় ভিক্ষুকের মতো দাড়ায় তখন কিছু না(!)গরিক জনতা এদের জন্যে মায়াকান্না কাঁদা শুরু করে।।
লেখকঃ সকল শিক্ষক কিন্তু এরকম না
লেখক বিপরীত বাককে যেভাবে ধন্যবাদ দিয়েছেন আপনাকেও কিন্তু ধন্যবাদ দিয়েছেন। উনার মন্তব্য আবার পড়ে দেখুনঃ
লেখক বলেছেন: নিজেকে ভালোভাবেই উপস্থাপন করলেন। বস্তির পোলাপানরাও মানুষ। তাই আপনাকে অনেক ধন্যবাদ।
অথচ আপনি বলেছেনঃ লেখক নাকি বিপরীত বাককে সমর্থন করেছেন এবং আপনার প্রতিবাদকে কলংকিত করেছেন !!!
লেখকের হয়ে ওকালতি করার কোন প্রয়োজন আমার ছিল না কিন্তু আপনার একটা উক্তির কারনে কিছু বলা প্রয়োজন মনে করলামঃ
"বস্তির পোলাপানরাও আজকাল ব্লগ চালায়।"
এটা যে কত নিচু লেভেলের মানসিকতা তা বলে বোঝানো সম্ভব না।
আপনার গাড়ি যারা ভেঙ্গেছে তাদের মধ্যে যে লেখক ছিলেন সেটা শিওর হলেন কি করে?? একজনের দোষ আরেকজনের উপর চাপানর মানে কি??
বস্তির ছেলেদের গাড়ি নাই দেখে কি তাদের উপর এত রাগ???
ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ছাত্র ও শিক্ষকদের চিহ্নিত করা হোক।
০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩
ফেরদাউসুর রহমান বলেছেন: ঘুমান্ত মানুষকে জাগানো সম্ভব । কিন্তু জাগানো মানুষকে জাগানো সম্ভব না। ধন্যবাদ
১২| ০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৩
গেম চেঞ্জার বলেছেন: লেখকের আক্ষেলজ্ঞানের প্রশংসা করতে হয়। অশালীনতার বিরুদ্ধে কথা না বলে নিজেকে সমর্থক হিসেবে তুলে ধরেও পাশ কেটে যাচ্ছেন।
ভাল তো, ভাল না। রক্তিম ও নিমগ্ন উভয়ের প্রতি সমর্থন রাখলুম।
০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮
ফেরদাউসুর রহমান বলেছেন: আপনার আক্কেলজ্ঞানের প্রশংসা না করে পারছি কই। নিমগ্নের মন্তব্য শালীন হলো কিভাবে?
১৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১
সজিব হাওলাদার বলেছেন: ওরা শিক্ষক নয়,ওরা চোর,ডাকাত,গুন্ডা।
০৯ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১
ফেরদাউসুর রহমান বলেছেন: এর প্রমাণ ওরা আরো আগ থেকেই রেখেছে। ধন্যবাদ
১৪| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৪
নকীব কম্পিউটার বলেছেন: আপনার পোস্টটি ডবল হয়েছে।
০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৫
ফেরদাউসুর রহমান বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৮
নতুন বলেছেন: ঐ ফোন এরা কি করবে? নিজেরা ব্যবহার করবে?
শিক্ষক হয়ে ছাত্রদের উপরে আক্রমন করে কিভাবে?
অবশ্য ঐ ছাত্ররাও কিন্তু খুবই ভদ্রভাবে আচরন করেছে তাও মনে হয় ঠিক না। উসকানি টা ঐখানেও থাকতে পারে।