নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহু পথ পারি দেবার পর বুঝেছি, বহু জীবনের সাথে পথচলে বুঝেছি,\"হৃদয় থাকা একটা পাপ।\"

ফেরেশতা বলছি

সাধারন

ফেরেশতা বলছি › বিস্তারিত পোস্টঃ

যা আছে তাই -শান্তি চাই।

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৯

একটা ব্যাপার পরিষ্কার করা দরকার।মানে অামার অবস্থান জানিয়ে রাখি। জানি অামার অবস্থান পরিষ্কার করলে কারো লাভ বা ক্ষতি হবেনা।

কিন্তু নিজের বিবেকের কাছে অন্ততো অপরাধী থাকবোনা।

১। ধর্মে গলধ, ফাক ফোকর যাই থাকোকনা কেনো,অামি শুধু কালেমা পরেই মুসলিম। ধর্মের রীতিনীতি তেমন কিছুই মানিনা, তারপরেও অামি নিজেকে একটা ধর্মের অনুসারী বলে দাবী করবো।

এটা অামার সমস্যা। ধর্মে বিশ্বাস করে অামি ঠকবো, ঠকে ঠকে নিঃস্ব হলে অামি হবো ।

অামার পক্ষে হাজার বছরের প্রথায় লাত্থি মারা স্বম্ভবনা ।

২ । বৈজ্ঞানিক এবং প্রথাগতো নিয়মে অামি পুং লিঙ্গের অধিকারী, মানে পুরুষ মানুষ ।

অামার মাঝে অন্যসব মানবীয় গুণাবলী সত্যি হোক অার অভিনয় হোক, অামি নিজেকে শুধু মানুষ মনে করে হাজার বছরের প্রথায় লাত্থি মাড়তে পারিনা।

অামি অতটা উদার হতে পারবোনা । ক্ষমা করবেন । তেমনি নারী নামে একটা অস্তিত্ব আছে সেটাও ভুলতে পারবোনা ।

৩ ।অামি বানর থেকে হই বা এমিবার সংস্করন হই বা বিবর্তনের ফল হই, অামি বিশ্বাস করি কেউ একজন অামায় সৃষ্টি করেছে। অামি নিজেকে মানুষের দলভুক্ত ভাবতেই স্বাচ্ছন্দ বোধকরি । মা'র গাযের গন্ধ, ওমের জন্য অাপনাদের বির্বতনের ফর্মূলা বা সকল যুক্তিকে অগ্রায্য করি ।

নতুন করে কিছুতে জড়িয়ে অামি সমাজে,পরিবারে অশান্তি সৃষ্টি করতে অপারগ ।

বরং যেসব মতবাদ (অাপনাদের কথানুযায়ী, ভুলে ভরা, অবৈজঞানিক) বিদ্যমান অাছে সেসবের পিরিচর্যা, পরিমার্জন এবং উন্নয়নে অংশিদার হতে প্রস্তুত ।

৪ । অামি অাপনাকে অাপনার মতো থাকতে দিলাম(অাপনার মত প্রকাশে অামার কোনো দায় নেই, বাধা নেই, অাপত্তি নেই), দয়া করে অামাকে অামার মতো থাকতে দিন ।

৫ । অামি আপনি মত প্রকাশ করলে যদি কেউ একজন খুন হই ,একে অপরের পাশে দাড়াবো । রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে অধিকার আর হত্যার বিচার চাইবো।

তবে আমরা পরিমিতি বোধ ব্যাপারটা খেয়ল রাখবো । অামাদের অসংযতো ভাষায় যেনো কেউ আঘাত না পায় ।

সারাংশঃ অামি ধর্মভিরূ, স্রষ্টায় বিশ্বাসি, শুধু মানুষ না, সেই সাথে পুরূষ মানুষ-নারী মানুষ, এসবে বিশ্বাস করি



http://www.sonelablog.com/archives/30773

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.