নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যখন তুমি আমি কেউ নেই.....

মন মোর মেঘের সঙ্গী

এসো হে বন্ধু এসো হে....

মন মোর মেঘের সঙ্গী › বিস্তারিত পোস্টঃ

মোহ মুক্তি (কবিতা)

০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪১

বাসের জানালা দিয়ে ছুঁড়ে মারা

`তেজী হারবাল কমপ্লেক্স' এর বিজ্ঞাপন ফোল্ডারটি

সরাসরি আমার কোলে এসে পড়লো।

আমার অনভিজ্ঞ দু'টো চোখ অনিচ্ছায় গেল

তার কুশলাদী জিজ্ঞাসার আন্তরিকতায়।

আমার জীবনের প্রত্যাশাগুলো কখনো

ভুল করেও ভুলে এসে পড়েনি আমার কাছে।

তাই মাঝে মাঝে জড় বস্তুগুলোও আমাকে আপ্লুত করে

ইচ্ছে করে - `ভালোবেসে দু’টো কথা কই'।



হঠাৎ আমার সমস্ত অস্তিত্ব ঝংকার তুলে সচকিত হয়!

কুনইয়ের গুতো খাওয়া জনগন কলরব করে ক্ষেপে ওঠে,

ভদ্রবেশী উটকো ঝামেলা মনে করে কন্ডাক্টর আর হেলপার।

আমি লাফ দিয়ে নেমে পড়ি চলন্ত প্রায় বাস থেকে।



আমি থামি না। পতাকার মত ফোল্ডারটিকে

উঁচু করে ধরে দৌড়ে পেরুতে থাকি ভীষণ লম্বা রাস্তাগুলো।

মোহ; মোহ! মোহ থেকে সম্পূর্ণ মুক্তি!

আমি বেশ ক’বছর ধরে অনুভব করছি

আমার ভেতর শেকড় গাঁড়ছে রাজ রোগ ‌'মোহ'।

এমনিতে তেমন বোঝা যায় না। কিন্তু আমি যখন

মাঝে মধ্যে কবিতা বোধ করি তখন প্রায়ই আতংকিত হয়ে দেখি

কি দ্রুত বিস্তরণ ঘটছে এক অদৃশ্য জীবাণুর।



মোহ জাগিয়ে তুলছে।



পুরস্কার লোভী লেখক, লালসিত কবি, সুযোগ সন্ধানী নেতা -

সবার সাথে পরামর্শ করেও ঠেকিয়ে রাখতে পারিনি তার অশ্লীল কূটনীতি।

একবার জনৈক বন্ধু তার সমৃদ্ধ মানিব্যাগ থেকে বের করে দিয়েছিলেন

এক দুধর্ষ মানসিক ডাক্তারের ওজনদার ভিজিটিং কার্ড।

সেই ডাক্তার আমার মাঝে নিত্যনতুন মানসিক সমস্যা

ও জটিলতার আভাস পেলেও

'মোহ' সংক্রান্ত কোন সমাধান দিতে পারলেন না।

আমার রোগ দীর্ঘায়িত হতে থাকে।



আজ এতদিন পর যখন আমি একজন

উপযুক্ত হেকীমের সন্ধান পেলাম

হেলায় সুযোগ হারালাম না।



আন্দরকিল্লা শাখার অভিজ্ঞ হেকীম

আমার হতভম্ভ ভবিষ্যতের প্রতিকটিকে টেনে টুনে দেখে

'চিরঞ্জিবনী' লেখা একটি বোতল ধরিয়ে দিলেন হাতে।

- 'এই সালশা, দিনে তিনবেলা'।

আর অনেকটা ধমকের সুরেই বললেন

- 'দৃঢ় হবার স্বপ্নে আত্নবিশ্বাসী হও,

তাহলেই দেখবে জেগে উঠবে তোমার পৌরষ।

মেহ-প্রমেহ সহ কোন রোগই

জিন্দেগীতেও আর তোমার কাছে আসবে না ইনশাআল্লাহ'!



মাত্র কিছু টাকা ভিজিটের বিনিময়ে আমি

আমার দুরারোগ্য রোগের চিরস্থায়ী সমাধান পেয়ে গেলাম।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৩

তাজা কলম বলেছেন: আমি বেশ ক’বছর ধরে অনুভব করছি
আমার ভেতর শেকড় গাঁড়ছে রাজ রোগ ‌'মোহ'।
এমনিতে তেমন বোঝা যায় না। কিন্তু আমি যখন
মাঝে মধ্যে কবিতা বোধ করি তখন প্রায়ই আতংকিত হয়ে দেখি
কি দ্রুত বিস্তরণ ঘটছে এক অদৃশ্য জীবাণুর।

+++++ ভাল লাগল।

০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৫

মন মোর মেঘের সঙ্গী বলেছেন: ধণ্যবাদ

২| ০৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৯

রাজসোহান বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.