| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২য় শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষার আগেরদিন আমাদের শিক্ষক বাংলা পরীক্ষার প্রশ্নফাঁস করে দেন; তিনি বলেন, কবি নজরুল ইসলামের "ভোর" কবিতার ১২ লাইন ও রবীঠাকুরের " আমাদের ছোট নদী" কবিতার ১২ লাইন পরীক্ষার খাতায় মুখস্হ লিখতে হবে।
২টি কবিতা ১২ লাইন করে আমার মুখস্হ ছিলো; আমি খুশী; ২/৪ জন বলতে লাগলো, কালকে পরীক্ষা, ১ বিকলে ২ কবিতা কি করে মুখস্হ করবো? আমি স্যারকে প্রশ্ন করলাম, "স্যার, বইতে ৩০টি কবিতা কবিতা আছে, এই ২ জনের কবিতা কেন আপনি দি্চ্ছেন?" স্যার বললেন,
-তোমরা যখন বড় হবে, তখন জানতে পারবে, এই ২ জন কবি অনেক অনেক জ্ঞানী ও খুবই শ্রদ্ধেয় মানুষ।
সাহিত্যকদের শ্রদ্ধের হতে হয়, জ্ঞানী হতে হয়, আধুনিক হতে হয়, ফিলোসোফার হতে হয়, ব্যক্তিত্ব-সম্প্পন্ন ও সৎ হতে হয়। ২/৪ লাইন পদ্য লিখলে কিংবা ১টা প্লট লিখতে পারলে কেহ সাহিত্যিক হয়ে যায় না।
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০১
জেন একাত্তর বলেছেন:
আপনারা ব্লগটাকে বেদুইনদের তাঁবুতে পরিণত করেছেন।
২|
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০৯
আরোগ্য বলেছেন: আপনার মোট কতগুলো ইমেইল এড্রেস নাকি একটা দিয়েই এতগুলো ব্লগ আইডি খোলা যায়?
পোস্টের নিচের প্যারায় সহমত তবে প্রশ্ন হলো পাঁচটি বৈশিষ্ট্যের মাঝে আপনার মাঝে কোনটা আছে কি??? ![]()
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৫৯
জেন একাত্তর বলেছেন:
৫ টার মাঝে ৫টিই আমার আছে; তবে, আমি নিজকে সাহিত্যিক হিসেবে তুলে ধরিনি; আমার লেখা কিশোরের কিছু স্মৃতি লিখেছিলাম ব্লগে, পড়েছিলেন?
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:০৯
জেন একাত্তর বলেছেন:
আমি প্রতি আইডির জন্য নতুন ইমেইল ব্যবহার করেছি।
৩|
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৩৪
সৈয়দ কুতুব বলেছেন: মাত্র একদিনের মধ্যে সামু টিম আপনাকে ব্যান করে দিলো?
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৫৯
জেন একাত্তর বলেছেন:
সামু নয়, তাবলীগি সাহিত্যিক।
৪|
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: সামুতে এখন যারা লেখালেখি করে এটা নাকি অস্বাভাবিক?
আমি তো নিজের টাকায় স্মার্ট ফোন কিনে জুলাই আন্দোলনের পর কার কি মতামত ইহা খুজতে গিয়ে আপনার লেখা পড়ে এখানে আসিলাম। আগেও সামু সম্পর্কে জানতাম তবে এর ক্রেজ টাইমে আমার পক্ষে ব্লগ লেখা সম্ভব এটা জানতাম না।
বাংলা প্লাটফর্ম গুলো হারিয়ে যাচ্ছে ইহা দুঃখের বিষয়।
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:০১
জেন একাত্তর বলেছেন:
ইডিয়ট দিয়ে সোস্যাল মিডিয়া চলে না, সেজন্য সবগুলো ব্লগ অক্কা পেয়েছে।
৫|
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫৮
আদিত্য ০১ বলেছেন: কুতুব সাহেবেদের এখন ব্লগ, আমি আপনি এখানে কিছুই না। আপনার বিশ্লেষধর্মী লেখা ৯০% পাঠক বা ব্লগার পড়ে। কিন্তু সামুটীম থেকে শুরু করে বাংলাদেশের সব বটওয়ালা পেইজ এখন পাকি বীর্য শিবিরদের হাতে। আপনাকে বার বার ব্যান করবে। আপনি থার্ডক্লাসদের রিপ্লাই না দিয়ে লিখুন, আমরা পড়ি
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০৩
জেন একাত্তর বলেছেন:
ধন্যবাদ, গার্বেজদের পোষ্ট থেকে দুরে থাকবো।
৬|
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২০
সৈয়দ কুতুব বলেছেন: আদিত্য ০১@আমার লেখার সমালোচনা করে সোনাগাজি ব্যান খেয়েছে নাকি ? আমাকে না টেনে আনলে আপনার কি ঘি হজম হয় না ?
উনারা পুরাতন bloggerদের খোচাখুচি নতুনদের উপর চাপিয়ে দেয়ার কোনো মানে নেই ।
৭|
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২০
কলিমুদ্দি দফাদার বলেছেন:
এই ছবিটা দেখলে প্রচন্ড মন খারাপ হয় চোখে পানি চলে আসে। দারিদ্রতা, আর্থ-সামাজিক অবস্থা, যুদ্ধের সময় মানুষের কষ্ট- সংগ্রাম এই একটি ছবিতে প্রতিয়মান। বিজয়ের মাস!! ১৬ ডিসেম্বর ১৯৭১ সালের কাটানো দিনটির কথা বলুন?
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২৯
জেন একাত্তর বলেছেন:
এই ব্লগে ১৯৭১ সালের বিজ্য়ের কথা, জাতির কষ্টের কথা, দরিদ্র বাংগালীদের আত্মদানের কথা, ভীতির কথা, আশার কথা বলার মতো অবস্হা কখনো ছিলো না; শুরু থেকেই এখানে স্বাধীনতা-বিরোধীদের সংখ্যা বেশী ছিলো।
৮|
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১৬
আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ, গার্বেজদের পোষ্ট থেকে দুরে থাকবো।
- সাত মণ তেলও পুড়বে না রাধাও নাঁচবে না !
০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩১
জেন একাত্তর বলেছেন:
শিক্ষিতরা সঠিকভাবে ভাবতে না'পারায় আমাদের জাতি সব হারায়েছে।
যখন আইয়ুব ক্যু (১৯৫৮ ) করেছিলো ৮০ ভাগ বাংগালী ও ১০০ ভাগ ইডিয়ট পাকিরা উহাকে সর্থন করেছিলো; কোন ইডিয়ট বুঝতো না যে, আইয়ুবের কারণে পাকিস্তান ভেংগে যাবে।
৯|
০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৩২
কামাল১৮ বলেছেন: আশাকরি টিকে থাকবেন।
০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:৩৭
জেন একাত্তর বলেছেন:
ধন্যবাদ।
আমাদের সোস্যাল মিডিয়াটা অসৎ ও অদক্ষদের কবলে পড়ায়, ইহা ভালো করেনি।
১০|
০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৩:৫১
সৈয়দ কুতুব বলেছেন: আপনি কি পাকিসতানের পলিটিক্স বুঝেন ? অসিম মুনির কিভাবে সুপরিম পাওয়ার হয়ে গেলো চোখের সামনে আর কেনই বা হলো ? উহার কি মকসুদ ? জিয়াউল হক টাইপ শাসন ?
ইমরান খানের সফল হতে পারছে না কেন ? উহারা সাপোরটার কিনতু কম না । ইহা কি তার অতীতে মিলিটারির হাত ধরে পাওয়ারে আসার ফলাফল ? এর কাফফারা দিতেসে এখন ?
পৃথিবীর সবার শাসন বোঝা গেলেও পাকি কাজ-কারবার বোঝা যায় না । জনগন কি জিহাদিদের থেকে মুকতি চায় না ? সবাই কি মিলিটারি শাসন উপভোগ করে ? শয়ে শয়ে গুম , খুন এরপর ও তারা কিভাবে মেনে নেয় ?
০৬ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:৩৪
জেন একাত্তর বলেছেন:
আইয়ুব খানের পর থেকে আজ অবধি যেসব সিচিলিয়ান সাইনবোর্ড টাংগানো হয়েছিলো সবই পাক-মিলিটারীর কাজ। মুনির ক্ষমতা নিজের কাছে নিতে পারবে না; ট্রাম্প সেটা পছন্দ করবে না।
পাকিস্তানের প্রায় পরিবারের কেহ না কেহ কোনভাবে মিলিটারিরসাথে যুক্ত।
১১|
০৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:২৩
আলামিন১০৪ বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: মাত্র একদিনের মধ্যে সামু টিম আপনাকে ব্যান করে দিলো?
কোন নিক ব্যান করেছে? জেন একাত্তর তো এখনো বহাল তবিয়তে বেঁচে আছে
১২|
০৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:২৫
রাজীব নুর বলেছেন: একদিন সামু আপনার কাছে দুঃখপ্রকাশ করবে।
কারণ সামু আপনাকে শান্তিতে ব্লগিং করতে দেয়নি।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫
নতুন নকিব বলেছেন:
অন্যদের পেছনে লাগার বদ স্বভাব পাল্টাতে হবে।