নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীচু মানের পোষ্ট প্রমাণ করছে যে, বেশীরভাগ ব্লগার দরকারী পরিমাণ জ্ঞান অর্জন করেননি।

জেন একাত্তর

জেন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা বাংলাদেশকে "ভারতের তাঁবেদার জাতিতে পরিণত করেছিলো"?

০৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:১৬



আমার মতে, শেখ হাসিনা আমাদের দেশকে ভারতের তাঁবেদার দেশে পরিণত করেনি; তিনি বাকী বাংগালীদের মতো ১ জন বাংগালী; আজকের কোন বাংগালী ভারতকে সহ্য করে না; কারণ, ভারত আমাদের মতো জনগোষ্ঠী হয়েও, তারা আমাদের ও পাকিস্তানের চেয়ে শতগুণে উন্নত।

বিজয়ের দিনেও (১৬ই ডিসে, ১৯৭১ ) আমাদের মাঝে পাকিস্তানে বিশ্বাসী মানুষজন ছিলো শতকরা ৩০ ভাগ; তারা যেকোন পান্জাবীর মতো ভারতকে ঘৃণা করে; এরা শেখ, শেখ হাসিনা, মুক্তিযোদ্ধা, দল হিসেবে আওয়ামী লীগ ও স্বাধীনতাকামীদের ঘৃণা করে। এরা শেখ হাসিনাকে দোষারোপ করে যে, শেখ হাসিনা দেশকে ভারতের তাঁবাদার দেশে পরিণত করেছিলো।

শেখ হাসিনা শেখের সৃষ্টি নয়, উহা ইন্দিরার সৃষ্টি; ইন্দিরা স্বচ্চ রাজনীতি করতেন; তিনি মহাত্মার শিষ্য। ইন্দিরা বাংলাদেশের পাশে ছিলেন স্বাধীনতার সময়; ততকালীন সময়ে ইহা আমাদের দরকার ছিলো। ইন্দিরা বিশ্বাস করতেন যে, বাংগালীরা শান্তিপ্রিয় জাতি, ভারত তাদের পুর্বপাশে ১টি বন্ধুপ্রতিম জাতি পাচ্ছে।

আজকে যারা বলছে, শেখ হাসিনা আমাদের জাতিকে ভারতের তাঁবেদার বানায়েছে, তাদের ব্যাক-গ্রাউন্ড চেক করে দেখেন: হয় তারা ইডিয়ট, কিংবা ১৯৭১ সালে যারা আমাদের বিপক্ষে যুদ্ধ করেছে তাদের পক্ষের লোকজন।


মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: বামেরা কেমন মারা গিয়েছিলো ? পিকিং সাপোরটার রা ? চায়না কি ইহা নিয়ে হতাশ ছিলো ? বামেরা হয়তো কিছু সময় শেখ সাহেব কে নেতা মেনেছিলো তবে ওয়ার শেষে আবার আলাদা হয়ে গেছে । কি বলেন ?

০৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:২৪

জেন একাত্তর বলেছেন:



চীন পাকিস্তানের পক্ষে থাকায়, বেশীরভাগ বাম যুদ্ধ করেনি।

১ নং সেক্টরে "ওবায়েদ বলী" নামের ১ বামের ১টি ট্রেনিং সেন্টার ছিলো; ইন্দিরা গান্ধীর বিরোধীতা সত্বেও, ত্রিপুরার কম্যনুনিষ্টদের বিপুল সাপোর্টে এইখানে ৫০০ বেশী ভাসানীপন্হীদের ট্রেনিং দেয়া হয়েছিলো; তারা মিরসরাই থানায় কিছু রাজাকারকে নিধন করার পর, ২০০ শতের বেশী মাদ্রাসার গরীব ছেলেদের আটকায়ে ফেলে, দৈনিক ২/৪ জন করে হত্যা করছিলো।

এদের কামন্ডার ছিলো "কাশেম রাজা"; ১ নং সেক্টের থেকে তাকে বলা হয়েছিলো মাদ্রাসার ছাত্রদের মুক্তি দিতে; সে দেয়নি। তখন যেডফোর্সের ১ সেকশন মিরসরাই গিয়ে তার "হাইড-আউট" (লটকনি পুল, ইছাখালী ) আক্রমণ করে; কাশেম, তার বাবা ও বোন যুদ্ধ করে নিহত হয়।

আমার জানা মতে, ১ নং সেক্টরে ইহাই বামদের স্বাধীনতা যুদ্ধ।

০৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৩

জেন একাত্তর বলেছেন:



বাম বলতে সোস্যালিষ্ট মনের মানুষদের বুঝায়; মওলানা ছিলো প্রকৃতির সোস্যালিষ্ট; উনার বাইরে যারা ছিলো, ওরা ছিলো মুর্খ সোস্যালিষ্ট। মতিয়া জাতিকে ভালোবাসতো, সে কিছু আয়ত্ত করেছিলো।

২| ০৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:২৬

আলামিন১০৪ বলেছেন: আপনের শরম বলে কিছু কি নাই? মোট কয়টা নিক ব্যান খাইছে আপনার?

০৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৩০

জেন একাত্তর বলেছেন:



না শরম নাই। ১৮টি হবে।

আপনার ১০ বছরের পোষ্টগুলো চেক করলাম, নীচু মানের লেখা।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৫

কলিমুদ্দি দফাদার বলেছেন:

ভারতের গোলামি করে পোষ্ট আর ইন্দিরার গুণগান করবেন না, তা হবে না.....

এদেশের দিল্লি প্রেমীদের জন্যে ইন্দিরা "ভাতার" ব্যবস্থা করে যায় নাই?

০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৩২

জেন একাত্তর বলেছেন:



ইন্দিরা বড় ভাতা দিয়েছিলেন, ১ কোটীকে ১ বছর লালন পালন করেছিলেন; পাকীদের থেকে প্রাণ বাঁচানোর জন্য মানুষের বাঁচার যায়গা ছিলো ভারত। এর বাহিরে উনি দিয়েছিলেন অস্ত্র।

এগুলো বড় বড় ভাতা; পাকিস্তানের জন্য মন খারাপ হয়?

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: বাংগু বামেরা বাকশাল বুঝতো ? যদি তারাই না বুঝে তাহলে জনগণকে দোষ দিয়ে লাভ আছে ? জিয়াউর রহমান বাকশাল বুঝতেন ? তিনি কিনতু ৭ নং মেমবার ছিলেন ।

০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৩৪

জেন একাত্তর বলেছেন:



স্বয়ং শেখবুঝতেন কিনা, আমি সেটাই ভাবছি। তবে, তিনি বুঝেছিলেন যে, কি্উবা ও যুগোশ্লাভিয়া ভালো করছে, চীন ভালো করছে।

০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৩৫

জেন একাত্তর বলেছেন:



বামরা সোস্যালিষ্ট অর্থনীতি বুঝতো না; এটা বুঝতো যে, সোভি্যেত ও চীন ভালো করছে।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

মানুষের মনে প্রশ্ন আসা স্বাভাবিক।
যার মনে কোন প্রশ্ন আসে না সে শিখতে পারবে না।
প্রশ্ন করতে পারাটা একটা যোগ্যতাও বটে।
আপনার জন্য শুভ কামনা।

০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৩৬

জেন একাত্তর বলেছেন:





আপনি যেই বিষয়ের উপর ভিডিও দেন, সেটার উপর মুল পয়েন্টগুলো লিখে দিয়ে পোষ্টে।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৪৭

নতুন নকিব বলেছেন:



ওখানে উহা শান্তিতে আছেন। আপনারও উচিত ভারতের আশ্রয়ে চলে যাওয়া।

০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:১১

জেন একাত্তর বলেছেন:



জামাত-শিবির ও হেফাজতীরা বাংলাদেশ চাহেনি, আমি বাংলাদেশ চেয়েছি; এখন বুঝেন আমি কোথায় থাকার কথা, আর আপনার কোথায় থাকার কথা!

৭| ০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাংগালীরা শান্তিপ্রিয় জাতি
.........................................................
এক সময়ে বিশ্বাস করতাম,
তবে এখন দেখছি বেঈমান , ঝগড়াটে প্রজাতি !

০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:১৬

জেন একাত্তর বলেছেন:



শেখ হত্যার পর, দেশের মানুষের "মরাল" দ্রুত খারাপের দিকে চলে গেছে; এরপর, এরশাদের আমলে ও বেগম জিয়ার সময় মানুষ চোর ডাকাতে পরিণত হয়েছে; শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২৮

কলিমুদ্দি দফাদার বলেছেন:


ইন্দিরা বড় ভাতা দিয়েছিলেন, ১ কোটীকে ১ বছর লালন পালন করেছিলেন; বিনিময়ে আপনারা বাংলার সার্বভৌমত্ব এবং ৭ কোটি বাঙালির ভাগ্য দিল্লির কাছে বন্ধক রেখেছেন। তিস্তার পানি জন্যে উওরবংগ আজ মরুভূমি, সিলেট সহ অনন্যা সীমান্তবর্তী এলাকায় নিকট ভারতীয় বিএসএফ নজরদারি।

বাঙালীরা শান্তিপ্রিয়ের পাশাপাশি ইন্দিরা এটা ও জানতো রুপির বিনিময়ে আপনার মতো ভারতীয় সেবাদাসের অভাব হবে না....

০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:৩৮

জেন একাত্তর বলেছেন:



নদীর পানি বন্টনের জন্য আন্তর্জাতিক নিয়ম কানুন আছে; সেটা অনুসারের আমাদের ডিপ্লোমেটরা সব করে আসছে। আপনি তো নদীর পানির ব্যাপারে আদা বেপারী।

আপনার জ্ঞান বাংলাদেশ ও থাইল্যান্ডের জন্য প্রয়োজ্য; বিশ্বে ভারতের অবস্হান সম্পর্কে আপনি অজ্ঞ।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ২:০০

বাজ ৩ বলেছেন: ভারতের সাথে শেখ হাসিনা সরকারের সম্পর্ক ছিলো বন্ধুত্ব নয়—বরং একধরনের অতিনির্ভরতা। আল্লাহ তাঁর ভালো কাজগুলোর প্রতিদান দিন, আর ভুলগুলো ক্ষমা করুন। কিন্তু ভারতের প্রতি এই অস্বাভাবিক ঝুঁকে থাকা ছিলো তাঁর শাসনের সবচেয়ে বড় কৌশলগত ভুল।

বাংলাদেশ-ভারত বাণিজ্যে প্রতিবছর প্রায় ৯–১০ বিলিয়ন ডলার ঘাটতি থাকে—
যেখানে ভারত আমাদের বিক্রি করে ১১ বিলিয়ন ডলারের পণ্য, আর আমরা রপ্তানি করতে পারি মাত্র ১.৮–২ বিলিয়ন।
এ ধরনের একতরফা বাণিজ্য কখনোই স্বাধীন সম্পর্ক নয়; এটি নির্ভরতা সৃষ্টি করে এবং সিদ্ধান্ত গ্রহণেও চাপ ফেলে।

হিন্দুত্ববাদী বিজেপি সরকারের সাথে অস্বাভাবিক ঘনিষ্ঠতাও দেশের সার্বভৌম অবস্থান দুর্বল করেছে—
তিস্তা চুক্তি ঝুলে থাকা, সীমান্ত হত্যা থামাতে না পারা, বাজারে সমান প্রবেশাধিকার না পাওয়া—এসব জায়গায় বাংলাদেশের নরম অবস্থান ছিলো স্পষ্ট।

বন্ধুত্ব থাকা ভালো, কিন্তু মাথা নত করে নয়।
কূটনীতি মানে সমমর্যাদা—একদিকে ঝুঁকে থাকা নয়।

ভারতের সাথে সম্পর্ক রাখতে হবেই, কিন্তু জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে,
এটাই ছিলো সেই জায়গা—যেখানে শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা প্রকাশ পেয়েছে।

০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ২:৪৯

জেন একাত্তর বলেছেন:



সীমান্ত হত্যা কি কি কারণে ঘটেছে?

ভারত থেকে গরু পাচারের সময় ও চোরাকারবারী করার সময় বিএসএফ'কে "ফি" (ঘুষ ) না দেয়ার কারণে ও ভিসা না'করে দালালের সাহায্যে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময়। এটা বন্ধ করার উপায় আপনি বলুন।

০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ২:৫৪

জেন একাত্তর বলেছেন:



ভারত থেকে মুল আমদানী অটো, ট্রাক, অটোপার্টস, যন্ত্রপাতি, সুতা, মসলা, ঔষধের কাঁচামাল, কেমিক্যাল ও জ্বালানী; ১২ বিলিয়ন ডলার।
১২ বিলিয়ন ডলারের রপ্তানী যোগ্য কি প্রোডাক্ট আছে বাংলাদেশের? আপনি বলয়ন।

০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৩:০৪

জেন একাত্তর বলেছেন:



উজানের পানি সঠিভাবে পেতে দরকার সুসম্পর্ক ও ভালো ডিপ্লোম্যাসী; এই ধরণের উচ্চ দক্ষতাসম্পন্ন ব্যুরোকরেট আছে দেশে?

০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৩:০৭

জেন একাত্তর বলেছেন:



শেখ হাসিনার বাবাকে হত্যা ও উনাকে ক্রমাগতভাবে হত্যার চেষ্টা ও মিলিটারীর ক্যু উনাকে ভারতের উপর কিছুটা নির্ভরশীল করে তুলে ছিলো।

০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৩:১০

জেন একাত্তর বলেছেন:



ভারতের কুটনীতিবিদের মতো কোন ব্যুরোক্রেট বাংলাদেশের নেই।

১০| ০৭ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:৫৪

ডঃ এম এ আলী বলেছেন:



অর্জিত জ্ঞান সময়োপযোগীভাবে প্রয়োগ করাই উত্তম ।


০৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:১৭

জেন একাত্তর বলেছেন:



সঠিক। ধন্যবাদ।

আপনার কাছে প্রশ্ন: আজকের বিশ্ব যতটুকু জ্ঞান অর্জন করেছে ও প্রয়োগ করেছে, এর কতভাগ ২০০০ বছর আগের বিশ্বের লোকজনের ছিলো?

১১| ০৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৪৪

নতুন নকিব বলেছেন:



আপনার কথা বুঝিতে পারি নাই, ইতিমধ্যেই আপনি উহার কাছে চলিয়া গিয়াছেন?

০৭ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪০

জেন একাত্তর বলেছেন:



আপনার থাকার কথা করাচীতে।

১২| ০৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: ভারতকে শত্রু ভাবার কি আছে?
ভারত তো আমাদের কোনো ক্ষতি করে নাই। ভারত আমাদের বন্ধু। সবচেয়ে বড় কথা আমাদের নিয়ে ভাবার ভারতের টাইম নাই।

০৭ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪২

জেন একাত্তর বলেছেন:



ভারত এখন অন্য লেভেলে; ওরা জানে যে, বাংলাদেশ ও পাকিস্তান নিজেদের মিলিটারী ও আমেরিকান ডিপ্লোমেটদের খেলনা, ফেইলড দেশ।

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৯

এ পথের পথিক বলেছেন: লেখক বলেছেন:জামাত-শিবির ও হেফাজতীরা বাংলাদেশ চাহেনি, আমি বাংলাদেশ চেয়েছি; এখন বুঝেন আমি কোথায় থাকার কথা, আর আপনার কোথায় থাকার কথা!
এজন্য আপনি আম্রিকি ( আপনার দাবি অনুসারে ) আর দাসী খুনি হাসু ভড়তে ।
অথচ আপনারা উভয়ে দেশ প্রেমিক, দেশের জন্য কথায় কথায় জীবন দিতে চান । কিন্তু আপনারা বিদ্যাশ ক্যান ?
দাসী হাসু টেলিগ্রামে ভিডিও আর আপনি ব্লগে পোষ্ট রেমিটেন্স মারেন । বাহ ভালই এভাবেই আম্লিকরা আমাদের দেশকে চরম উন্নত শিখরে পৌছিয়ে দিচ্ছে ।

০৭ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪

জেন একাত্তর বলেছেন:



আমি বাংলাদেশে ও বিদেশে কাজ করেছি; এখন অসুস্হ, চিকিৎসার জন্য বিদেশে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.