![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার দেশ বাংলাদেশ।একটি স্বাধীন দেশ
আমাদের বাংলাদেশ।আমরা যুদ্ধ করতে জানি, যুদ্ধ
করেই স্বাধীন পতাকা পেয়েছি।আমার প্রশ্ন
জাতির কাছে, কবে স্কুলে যাবে এই অসহায় ইতিম
দরিদ্র টোকাই শিশু গুলো ? আমাদের দেশ স্বাধীন
করার চাইতে কী কঠিন এই কাজটাই ? শিশু শ্রম
বন্ধ করে, ওদের স্কুল গামি করা।
তাহলে আমরা কেন পিছিয়ে ? ত্রিশ লক্ষ মানুষ
প্রাণ দিয়ে দেশ এনে দিলো, বাংলার সবার জন্য।
তারা যদি থাকতেন হয়তো হতোনা এমন।
যারা প্রাণ দিলেন, তারা তো আমাদের দেশ
এবং আমাদের জন্যই প্রাণ দিয়েছেন। আজকের শিশু
গুলো আগামীতে সারা বিশ্বকে জানিয়ে দিবে আমরা স্বাধীন
দেশে বাস করি।কুলি কাজ থেকে শুরু করে প্রায়
কাজই করা হচ্ছে শিশুদের দিয়ে। আজ
আমরা বাংলাদেশে মানুষ বসবাস করছি প্রায়
পৌনেরও কোটিরও বেশি। আমরা কি পারিনা শিশু শ্রম
বন্ধ করতে, শিশু শ্রম মুক্ত একটা বাংলাদেশ গড়তে।
হাজার হাজার কোটি টাকা বিভিন্ন খাতে ব্যয় হয়
আয় হয় আমার বাংলাদেশে। আমরা মাত্র তের
লক্ষের মত শিশুদের খাদ্য জোটেনা আমাদের
বাংলাদেশে। আমাদের বাংলাদেশ দরিদ্র দেশ,
আমরা আরো দরিদ্র বানিয়ে ফেলছি। কারণ
যারা এই দেশটা দরিদ্র মুক্ত বাংলাদেশ
গড়বে তারা এখন কুলির কাজ কেউ বা টোকাইয়ের
কাজ করছে। শিশুদের নিয়ে আমাদের
বাংলাদেশে আইন আছে, তার বিচার
দেখা যায়না।
তবে বন্ধ নাই মিডিয়া পত্র পত্রিকা প্রতিদিনই খবর
দেখা যায় বা পত্রিকায় পড়া হয় এই নিষপাপ
শিশুদের কথা।
উন্নতির চেয়ে ক্ষতির দিকটাই বেশি আজ আমাদের
মায়ের মতো সোনার বাংলাদেশের। অনুরোধ
করি আসুন সবাই মিলে আমরা শিশু শ্রম মুক্ত করি,
মায়ের মত দেশটাকে রক্ষা করি, সোনার বাংলাদেশ
গড়ি।
©somewhere in net ltd.