নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদ আহম্মদ

ফরহাদ আহম্মদ › বিস্তারিত পোস্টঃ

সঠিক সময় ভালবাসার ,কারো জন্য অপেক্ষা করে না!!

২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৩

একদিন একজন বৃদ্ধাকে একটি মেয়ে প্রশ্ন

করলো ,

"ভালোবাসার সত্যতা কী ?"

তখন বৃদ্ধা তাকে বলল, "তুমি পাশের

বাগানে যেয়ে সবচেয়ে সুন্দর

ফুলটি নিয়ে আসো"

মেয়েটি সারাদিন বাগানে সুন্দর ফুল খুঁজে দিন

শেষে বৃদ্ধার কাছে খালি হাতে আসলো ।

বৃদ্ধা প্রশ্ন করলো, "ফুল আনো নি ?"

মেয়েটি বলল , "সারাদিন ফুল খুঁজলাম।

একটি ফুল সবচেয়ে ভালো লেগেছিল । কিন্তু

আমি আরো সুন্দর ফুলের আশায় সামনে গেলাম।

সামনে আর ভালো ফুল পেলাম না । যখন আগের

ফুলটি নেওয়ার জন্য পিছে আসলাম তখন

দেখলাম তা আরেক জন নিয়ে গেছে ।"

বৃদ্ধা তখন বলল , "এই

হলো ভালোবাসা সত্যতা ।

যখন মানুষের সামনে তার জন্য উপযুক্ত

ভালোবাসার মানুষ থাকে তখন মানুষ তার মর্ম

বুঝে না ।

যখন মর্ম বুঝে তখন অনেক দেরি হয়ে যায় !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.