![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লাস টেনে পড়ি আমাদের এলাকায় একটি ভালো স্কুলে। তো সারাদিন মজা করি স্কুল টাইমে পড়ালিখা আর বিকাল বেলা ক্রিকেট খেলা নিয়েই ব্যাস্ত থাকতাম। অল্প বয়স হলেও খুব রাত করেই বাড়ী পিরতাম। বাসায় আসার পর বাবার বকাখাওয়া মায়ের মাইর মিস হত না। ৪ ফেব্রুয়ারি ২০০৯ সেদিন বুধবার ছিল, রাত ১১টার দিকে আম্মুর ঔষধের জন্য দোকানে গেলাম ঔষধ নিয়ে ফিরছিলাম হটাত কে যেন গাড়ী থেকে নামছে, আরে দেখি একটি মহিলা ও একটা ছেলে আমার দিকে আসছে।
-আচ্ছা বাবা বলতে পারবা রফিকদের বাড়ী কোন দিকে?
- ও রফিক চাচা! এইতো আমাদের পাশের বাড়ী, আপনি?
- আমি ওনার খালাতো বোন, এইটা আমার ছেলে, আর আমার মেয়ে।
(মেয়ে!! আমি অবাক হলাম মহিলার পিছনে একটি মেয়ে দাড়িয়ে রয়েছে আমি দেখি নাই। মেয়েটা দেখতে খুব সুন্দর)
-ও আচ্ছা আসুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি।
এই কথা বলে আমি তাদেরকে পথ দেখিয়ে দিলাম। আর মনে মনে ভাবছি এত সুন্দর মেয়ে জীবনে আর দেখি নাই। কাল সকালে ভাব নিতে হইবো।
পর দিন সকালে খুম থেলে উঠে পাশের বাড়ীর দিকে গেলাম। বাড়ীতে ঢুকেই একটু ভাব নিয়া রফিক চাচার ঘরে গেলাম। গিয়ে দেখি ঐ মহিলা ও মেয়েটি। আমি আর বেশি ভাব নিতে লাগলাম! মহিলা আমাকে দেখিয়ে চাচাকে বলছে কাল রাত ঐ ছেলেটা আমাদের পথথ দেখাইছে। চাচা আমাকে ডেকে বলছে
- আরে ফরহাদ তুই নাকি কাল এদেরকে পথ দেখাইছস।
-জ্বি চাচা
-আরে আফসানা ফরহাদ হল পাশের বাড়ীর নূরুর রহমান ভাইয়ের ছেলে।
এরপর আমি চাচাকে জিজ্ঞাস করলাম ওনারা কৈই থাকে। চাচা বলল ঢাকায় থাকে। আসতে আসতে আমি তাদের সাথে কথা বলতে শুরু করলাম, আমার প্রধান লক্ষ ওনার মেয়ের দিকে। অনেক ক্ষন কথা বলার পর জানতে পারলাম ওর নাম "রিয়া"। একটু পর আমি নিজ থেকেই রিয়াকে বললাম
-তুমি কি কর? কিসে পড়?
-আমি ক্লাস নাইনে পড়ি। আচ্ছা আপনি কি করেন?
-আমি ক্লাস টেনে পড়ি। ইয়ে মানে রিয়া তোমার নামটা খুব সুন্দর।
-তাই নাকি ধন্যবাদ ভাইয়া।
-কয়দিন থাকবা গ্রামে?
-এইতো এক সাপ্তাহ। আপনাদের বাসা কোথায়?
-আমাদের বাসা এইতো সামনেই। আচ্ছা আমারতো স্কুল আছে আমি স্কুল থেকে এসে তোমাকে আমাদের বাড়ী নিবো।
-আচ্ছা আমাকে কিন্তু আপনি পরো গ্রাম দেখাতে হবে।
-আচ্ছা দেখাবো।
(চলবে,,,,,,,,,,,,)
©somewhere in net ltd.