![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যথারীতি আমি স্কুলে চলে গেলাম। আমার স্কুল ঠিক বিকাল ৪:০০টায় ছুটি দেয়। কিন্তু আজ বন্ধুদের সাথে স্কুল মাঠে ছুটির পর মজা করছি অনেক ক্ষন। আচ্ছা এখন বাড়ী যাই। আরে সামনে এইডা কে!!! ও মাই গড রিয়া! আমিতো ভুলেই গেছি আজ ওকে নিয়ে গ্রামে ঘুরার কথা।
রিয়া আজ খুব সুন্দর ভাবে সেজেছে,ঠিক যেন পরী। ও আমার দিকে খুব রাগ ছোখে তাকিয়ে আছে।
= আচ্ছা ফরহাদ ভাইয়া এই আপনার আসার সময় হল? (খুব রাগনিয়ে)
- ইয়ে মানে স্কুলে খুব ইম্পপটেন্ট ক্লাস ছিল। তাই দেরি হইছে।
=আমি সেই কখন থেকে রেডি হয়ে আছি।
-সরি! আচ্ছা তুমি একটু দাড়াও আমি বাড়ীতে বই গুলা রাইখা আসি।
= না!! আমি মানি না,আপনি এখনি আসুন। বই থাকুক।
(রিয়া আমার সাথে এমন ভাবে কথা বলছে যেন সে আমাকে অনেক দিনের চিনে)
-আচ্ছা রাগ করোনা আস আমি তোমাকে গ্রাম ঘুরিয়ে দেখাই।
= হা, চলুন। যাই (একটু খুশি হয়ে)
এর পর আমরা দুজন আঁকা বাঁকা পথদিয়ে হাঠা শুরু করলাম। আমি ওকে জিজ্ঞাস করলাম পড়ালিখা কেমন চলছে,আরো অনেক কিছু।
আমরা দুইজন হাটছিলাম, হটাত ও আমাকে বলে উঠল
=আচ্ছা ভাইয়া আপনি বড় হয়ে কি হবেন?
- আমি! ঐ ভাবে কখনো ভাবিনাই বড় হয়ে কি হব।
= দুর কিযে বলেন? আপনি বড় হয়ে কি হবেন তাই জানেন না। প্লিজ বলেন।
- আমি! আমি বড় হয়ে তোমার মত সুন্দর মেয়ে দেখি বিয়ে করবো।হাঃ হাঃ হাঃ
= হাঃ হাঃ হাঃ, কিযে বলেন আমি বুঝি সুন্দর? মাথা খারাপ।
-হা তুমি অনেক সুন্দর।
= পাম্প মারছেন (খুব লজ্জাবোধ করে)
আরে না আমি সত্য বলছি তুমি অনেক সুন্দর। ঠিক যেন পরীর মত।
=হইছে এইবার থামেন।
আমরা হাটতে হাটতে দুই জন খুব মজা কতেছিলাম। আমাদের গ্রামের মাঝে অনেক বড় একটি সাকো আছে। রিয়া আবার সাকোদিয়ে হাটতে পারেনা। তো আমি ওর হাত ধরে সাঁকোতে উঠাইতে সাহায্য করলাম। যেই আমি ওর হাত ধরলাম আমার পুর শরীর শিউরে উঠলো। অন্য ধরনের অনুবুতি হলো।
আমি অনেক সাবধানে রিয়াকে সাঁকো পার করলাম। তখন সন্ধ্যা ৬ টার কাছাকাছি , আমাদের গ্রামে একটি বিশাল বড় মাঠ আছে, আমি আর রিয়া ঐ মাঠের এককোণে বসলাম।
-আচ্ছা রিয়া তোমার আমাদের গ্রাম কেমন লাগলো?
= হা অনেক সুন্দর।
-আচ্ছা তোমারা কখন ঢাকা যাবে?
= এক সাপ্তাহ থাকবো।
- হটাত করে রিয়া আমার মাথার সাথে হেলান দিয়ে বসলো।
(আমিতো পুরাই হাওয়াই বাসছি)
=আচ্ছা ভাইয়া আপনি কাউকে love করেন?
-আরে না , কাউকে পাইনাই তোমার মত ।
=কি??? কি বললেন?
-আরে আমিতো মজা করলাম,রাগ করছো কেন।
=আচ্ছা ভাইয়া চলেব অনেক সন্ধ্যা হয়ে গেছে।
-আচ্ছা তাহলে চলো, ,,,,,
আমরা দুইজন আবার বাড়ীর উদ্দ্যেশে হাঠা শুরু করলাম। রফিক চাচার বাড়ীর কাছে এসে আমি রিয়াকে বললাম,,,
-আজকের দিন আমি সব সময় মনে রাখবো। অনেক মজা হইছে।
=কছু মজা হইছে । কাল সকালে আসবেন প্লিজ--
-আচ্ছা আসবো।
=তাইলে যাই খোদা হাফেজ। কাল দেখা হবে।
-আচ্ছা বায়,,,,
এই কথা বলে রিয়া বাড়ী চলে গেলো। বাড়ীতে গিয়ে কিছুই ভালো লাগছেনা। শুধু রিয়ার কথাই মনে পড়ছে। প্রত্যেক দিন রাতে বাহিরে চলে যাই, কিন্তু আজ বাহিরে যেতে মন চায় না,,,শুধু রিয়ার কথা,আজকের ঘুরার কথা মনে পড়ছে,,,,,,,,,,,,,,,
(চলবে...............)
©somewhere in net ltd.