নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদ আহম্মদ

ফরহাদ আহম্মদ › বিস্তারিত পোস্টঃ

আমার ভালোবাসার গল্প। খন্ড -৩

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯

আরে রিয়া!! হটাত ঘুম ভেংগে গেলো। উঠে ঘড়ির

দিকে তাকালাম রাত ৩:০০ টা বাজে।

আমি কি স্বপ্নে দেখলাম?? এই মেয়েটা আমার

রাতের ঘুম নষ্ঠ করে দিল। অনেকক্ষন রিয়ার

কথা ভাবলাম। আবার ঘুমানোর

চেষ্টা করলাম। ঘড়ির এলান চালু

করে রাখলাম, সকালে রিয়ার

সাথে দেখা করতে হবে তাই।

পর দিন ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ঐ দিন

শুক্রবার ছিল। ঘুম থেকে উঠে দেখি "রিয়া"

আমার সামনে দাড়িয়ে আছে।

আমি হামাগোড়ী দিয়ে উঠে গেলাম,

ভাবছি মেয়েটা আবার স্বপ্নে আসছে।

কিন্তু না সাথে দেখি রফিক

চাচা মেয়ে মুন্নীও আছে সাথে। আমি পুরাই

অবাক হলাম।

=এই আপনার উঠার সময় হল? (খুব রাগ ছোখে)

- ইয়ে তুমি আমার ঘরে? কিভাবে চিনলে?

আমি কি স্বপ্নে দেখছিনাতো?

= আমি মুন্নীর সাথে আসছি, দেখেন

তো কয়টা বাজে?

- কয়টা আর বাজবে সকাল ৭টা( একটু

হাসি দিয়ে বললাম)

= ৭টা বাজে না! ভাল করে দেখেন (ছোখ লাল

করে)

- ওরে বাবারে সকাল ১০টা বাজে।

ইয়ে মানে খুব রাত করে ঘুমাইছিতো তাই

উঠতে দেরি হইছে।

=আচ্ছা দেরিতে উঠার জন্য

আপনাকে সাস্তি পেতে হবে।

- কি সাস্তি?

=আজ সারা দিন আমি যা বলবো তা করতে হবে।

-আচ্ছা ঠিক আছে আমি রাজি।তো

=তো মানে?

-মানে কি করতে হবে তা বল।

= আমি বইতে পড়ছি কুমিল্লা বাড,

কোটবাড়ী অনেক সুন্দর

আমাকে নিয়ে ঘুরাবেন ?

- আচ্ছা এইটা কোন বেপার হইলো,

আচ্ছা আমি রেডি হচ্ছি তুমি দাড়াও।

আরে আজতো শুক্রবার আমি ভুলেই গেছি।

বাবা আবার কখন দোকানে ডাকে। আমার

পকেটে পুর ফঁাকা :P । কিযে করি লজ্জায়

রিয়াকে কি বলবো ভাবছি। তবুও বাবার

থেকে অনেক অনুমিত নিলাম,কিন্তু টাকা!!

আমার এক বন্ধু আছে #আলাউদ্দিন তার

কাছে থেকে ১০০০ টাকা দ্বার নিলাম। আমিও

রেডি হয়ে রফিক চাচাদের বাড়ীর সামনে গিয়ে যেই

রিয়াকে ঢাকলাম ও আইসা হাজির।

রিয়া কালো রং এর

জামা গায়ে দিছে তাকে দেখতে খুব সুন্দর

লাগছে।

-রিয়া তোমাকে খুব সুন্দর লাগছে,

=তাই ধন্যবাদ, কালো আমার প্রিয় কালার।

আর বেশি কথা না বলে আমরা কুমিল্লা

কোটবাড়ীর উদ্দ্যেশে রওনা হলাম।

আমি চিন্তা করলাম বাসে যাবো কিনা।

কিন্তু রিয়া নিজেই বললো বাসে যাবে। কিছু

ক্ষন অপেক্ষা করার পর বাসে উঠলাম।

বাসে দুজন পাশাপাশি সিটে বসলাম। বাসের

ঝাঁকুনিতে ওর শরীর আমার শরীর স্পর্শ

করতে লাগলো। আমার যে কি অনুবুতি হল

বলে বুঝাতে পারবো না।

আমরা ঠিক দুপুর ১২:০০ টার

দিকে কোটবাড়ী পোঁচালাম। কুমিল্লা বাডের

সামনে গিয়ে ফোন দিলাম আমার বন্ধু

#সাইফুল_ইসলাম_মজুমদারকে। কারন

বাডে ঢুকতে অনুমিত লাগে, #সাইফুল এর

পরিচিত লোক আছে তাই ও এসে আমাদের বাডের

ভিতরে নিয়ে গেছে। #সাইফুল এর

সাথে রিয়াকে পরিচয় করিয়ে দিলাম। কিছুক্ষন

ঘুরার পর ঠিক ১:৩০ এর দিকে বাডের

ক্যাপেটেরিয়ায় খাওয়া শেষ করলাম।

খাওয়া শেষে আমি রিয়া আর সাইফুল বাডের

সবচাইতে সুন্দর "নীলাচল পাহাড়ে" ঘুরছি।

অনেকক্ষন বাডের

মধ্যে ঘুরে আমরা কুমিল্লা ময়নামতি

রাজা শালবণের বিহারে ঘুরতে আসছি।

শালবণের বিহারে প্রাচীন

সুন্দরযে রিয়াকে ঘুরালাম। বিকাল তখন

প্রায় ৫টা বাজে আমি আর রিয়া বিহারের এক

কোণে বসে গল্প করছি।আর বাদাম খাচ্ছি।

সাইফুলের জোড়ূড়ী ফোন আসচছে তাই

সে চলে গেছে

-রিয়া আজ কেমন লাগলো?

=সত্যি অনেক ভালো লাগছে, কুমিল্লা অনেক

সুন্দর।

- তোমাকে কিছু বলার ছিলো।

=কি বলুন?

-না থাক পরে বলবো

=আরে বলেন কি?

-কাল বলবো।

অনেক্ষন মজা করার পর আবার বাড়ীর

উদ্দ্যেশে রওনা হলাম। সুন্দর ভাবে দুজন

বাড়ী আইসা পৌচাইলাম। আমি ওকে রফিক

চাচার বাড়ী দিয়ে আইসা। আমাদের

বাড়ী চলে আসলাম, ,,,,,,,,,

খুব ট্রায়োড লাগছে ঘুমাবো ,কাল

সকালে আবার স্কুল আছে, বিকালে রিয়ার

সাথে দেখা করতে হবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,

(চলবে............>

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.