![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল দুপুরে একটু বাবার
দোকানে বসছিলাম হঠাৎ
একটি একটা ছোট
মেয়ে ,একটা প্রত্যায়ন পএ
নিয়ে ভিক্ষার জন্য আমার
কাছে আসছিল। তো আমি খুব
ভালো ভাবে কাগজটা দেখালাম,
সে খানে লিখা আছে আবুল বাসার
নামে একজন লোক অসুস্থ,
তাকে সাহায্য করার জন্য
চেয়ারম্যান সাহেবের লিখিত
আবেদন। তো আমি তাকে জিজ্ঞাস
করলাম তোমার বাবার কি হইছে?
মেয়েটি বলল তার বাবার
কিডনিজনিত সমস্যা। আমি একটু
চালাকি করলাম, ঐ মেয়েকে বললাম
তুমি মিথ্যা বলছো কেন
আমি যানি তোমার বাবা অসুস্থ না।
মেয়েটা প্রায়
কেঁদে কেঁদে বলছে আমি সত্যি বলছি
আমার বাবা অসুস্থ ওনার
কিডনিজনিত সমস্যা, আমার "মা" ও
নাই। কথাটা শুনে খুব খারাপ
লাগলো। আমি আবার
তাকে জিজ্ঞাস করলান
তুমি মিথ্যা কেন
বলছো আমি তোমার ভাইয়ের মত
আমাকে সত্য কথা বল। মেয়েটা তার
কথায় অটট থাকলো। আমি কেন জেন
তার কথা বিশ্বাস করতে পারছি না।
আবার মেয়েটার
কান্না দেখে ভালো লাগছেনা।
আমি আবার মেয়েটাকে ভয়
দেখালাম, বললামতোমাদের
এলাকায় আমার লোক
আছে আমি তাকে জিজ্ঞাস
করবো তুমি সত্য বলছো নাকি মিথ্যা।
আমার কথা শুনে মেয়েটা কেমন যেন
ভয় পেলো, আমি বুঝতে পাইলাম
মেয়েটা মিথ্যা বলছে।
আমি একটা চুরি হাতে নিয়ে
মেয়েকে ভয় দেখিয়ে বললাম সত্য
কথা বল না হয় মেরে পেলবো।
পরে মেয়েটা আমাকে বলতে
লাগলো সত্য কথা ,,,,,,মেয়েটার
বাবার কোন সমস্যা নাই ওর
মা বেচে আছে। ওর বাবা কোন কাজ
করেনা, অলস টাইপের সারা দিন
বাড়ীতে বসে থাকে। ওর
মা মানুষের বাড়ীতে কাজ করে। ও
বাবা ওদের ভাই বোন
সবাইকে ভিক্ষা করতে বলছে,
না করলে ওদের খুব মারধর করে। ওর
বাবা কিছুই করেনা শুধু
বসে বসে বিড়ি খায়।
মেয়েটা এইগুলা বলে খুব কান্না শুরু
করে দিয়েছিল।
পরে আমি তাকে সান্তনা দিয়ে ২০
টাকা দিয়ে ছিলাম। খুবই অবাক হলাম
টাকার জন্য মানুষ কি ভাবে নিজের
সন্তান কে ভিক্ষা করতে পাঠায়।
কবে আমাদের সমাজ থেকে এই
গুলা দুর হবে?? আমরা কি পারিনা এই
সমাজ থেকে দুর করতে এই
নোংড়া ব্যাবহার।
আসুন আমরা সবাই মিলে এই সমাজ
কে সুন্দর করে গড়ে তুলি।
২| ১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৩
সামাদ হোসেন বলেছেন: যথাযথ শিক্ষা ব্যাতিত এসব নোংরামি দূর করা সম্ভব নয়।
৩| ১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৯
ফরহাদ আহম্মদ বলেছেন: আমরা এর জন্য কি কিছুই করতে পারিনা??
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪২
সামাদ হোসেন বলেছেন: যথাযথ শিক্ষা ব্যাতিত এসব নোংরামি দূর করা সম্ভব নয়।