নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা সুন্দর মন অন্ধকারে আলোর মতো, যার মাধ্যমে কলুষতার মাঝেও নিজের অস্থিত্বকে মর্যাদাসম্পন্ন রাখা যায়।- দানিয়েল

ফারদীন খান

জীবনটাকে জানতে চাই -চাই ভালো বাসতে ।

ফারদীন খান › বিস্তারিত পোস্টঃ

স্বরচিত প্রথম জীবনের প্রথম প্রেমের কবিত-”আত্ম দহন’’

১৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৩

”আত্ম দহন’’

মধ্যাহ্নর শেষ ভাগ-
পশ্চিমের কোনে,
সূর্য হেলে পরেছে বেশ খানিকটা ।
বাতাসের তারে
বার বার মাটির বুক হতে,
গন্ধ শুকে যাচ্ছে কচি পেয়ারার শাখা গুলো।
রৌদ্র দগ্ধ সবুজ ঘাস গুলোও
গায়ে মেখেছে হলুদের বরণ।
গাছের শাখায় শাখায়,
উড়ছে পাখির নীল কালো আর খয়েড়ী পালক-

কিন্তু,
ডাক শোনা যাচ্ছে না তাদের কোন-
মনে হয় ক্লান্ত।
বোধ হয়, আমিও আজ বেশ ক্লান্ত,
এলোমেলো ভাবনা গুলো,ক্লান্ত হয়ে-
ফিরে যাচেছ জিরো পয়েন্টে-
এখন কিছুটা সময় মানুষজন শুন্য,
পথের এক পাশে কাঠাল তলে
একাকিত্তে বসে আছি আমি
কিছু দুরেই আর একটি গাছের নিচে,
তুমি দাড়িয়ে আছ একা।


মনে নে্‌ই-
তবে বোধ হয় তিন বার,
এপর্যন্ত আমি চোখে চোখ রেখেছি তোমার।
এই নির্জনতায় শুধু তুমি আর অমি,
তবুও মনে হয় মাঝ খানে অনেক বাধা,
এখনো জানিনা-তুমি আমাকে ভাল বাস কিনা্।
হয়তো বাসনা-তবুও আমি তোমাকে বাসি।
হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত-
ভালবাসবো তোমাকে
মাঝে মাঝে মনে হয়-
এখনি বেধে ফেলি তোমাকে-
হিদয়ের কঠিন আলিঙ্গনে
সারা মুখ ভরিয়ে দেই গভীর চুমুতে।

জানি,
কিছুই পারবনা এসব কোনদিন-
শুধুই গুমরে মরবে ,
হিদয়ের ভালবাসা নামিক পাখিটি
হয়তো একদিন তার নিষ্প্রান দেহটি,
মুখ লুকাবে-
স্মৃতীর কঠিন মৃত্তিকার গভীরে।
শুধু হিদয় পুরে পুরে জ্বলবে-
ব্যর্থ প্রেমের চিতা।
হয়তো সেও অণির্বান হয়ে যাবে-
পৃথিবীর বুকে।
শুধু আমি চলে যাব
দুরে,অনেক ...............দুরে
মর্তেরও সীমানা পেরিয়ে-
বহু দুরে-।মধ্যান্হের শেষ ভাগ-
পশ্চিমের কোনে,
সুর্য হেলে পরেছে বেশ খানিকটা ।
বাতাসের তারে
বার বার মাটির বুক হতে,
গন্ধ শুকে যাচ্ছে কচি পেয়ারার শাখা গুলো।
রৌদ্র দগ্ধ সবুজ ঘাশ গুলোও
গায়ে মেখেছে হলুদের বরণ।
গাছের শাখায় শাখায়,
উড়ছে পাখির নীল কালো আর খয়েড়ী পালক-

কিন্তু,
ডাক শোনা যাচেছ না তাদের কোন-
মনে হয় ক্লান্ত।
বোধ হয়, আমিও আজ বেশ ক্লান্ত,
এলোমেলো ভাবনা গুলো,ক্লান্ত হয়ে-
ফিরে যাচেছ জিরো পয়েন্টে-
এখন কিছুটা সময় মানুষজন শুন্য,
পথের এক পাশে কাঠাল তলে
একাকিত্তে বসে আছি আমি
কিছু দুরেই আর একটি গাছের নিচে,
তুমি দাড়িয়ে আছ একা।


মনে নে্‌ই-
তবে বোধ হয় তিন বার,
এপর্যন্ত আমি চোখে চোখ রেখেছি তোমার।
এই নির্জনতায় শুধু তুমি আর অমি,
তবুও মনে হয় মাঝ খানে অনেক বাধা,
এখনো জানিনা-তুমি আমাকে ভাল বাস কিনা্।
হয়তো বাসনা-তবুও আমি তোমাকে বাসি।
হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত-
ভালবাসবো তোমাকে
মাঝে মাঝে মনে হয়-
এখনি বেধে ফেলি তোমাকে-
হিদয়ের কঠিন আলিঙ্গনে
সারা মুখ ভরিয়ে দেই গভীর চুমুতে।

জানি,
কিছুই পারবনা এসব কোনদিন-
শুধুই গুমরে মরবে ,
হিদয়ের ভালবাসা নামিক পাখিটি
হয়তো একদিন তার নিষ্প্রান দেহটি,
মুখ লুকাবে-
স্মৃতীর কঠিন মৃত্তিকার গভীরে।
শুধু হিদয় পুরে পুরে জ্বলবে-
ব্যর্থ প্রেমের চিতা।
হয়তো সেও অণির্বান হয়ে যাবে-
পৃথিবীর বুকে।
শুধু আমি চলে যাব
দুরে,অনেক ...............দুরে
মর্তেরও সীমানা পেরিয়ে-
বহু দুরে-।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:০২

সামু পাগলা০০৭ বলেছেন: প্রচুর টাইপিং মিসটেক ও বানান ভুল দেখলাম। যেমন;
মধ্যান্হ - মধ্যাহ্ন
সুর্য - সূর্য
ঘাশ - ঘাস
যাচেছ - যাচ্ছে

আপনি নিজের অনেক আগের লেখা হুবুহু তুলে দিয়ে গিয়ে ইচ্ছে করে এমনটা রেখেছেন নাকি আসলেই ভুল হয়েছে সেটা অবশ্য জানিনা। ভুল হয়ে থাকলে বলব, লেখার পরে অনেকবার পড়ুন এবং যে বানানগুলো নিয়ে সন্দেহ আছে সেগুলো চেক করুন।

সেসব বাদ দিলে কবিতা খারাপ হয়নি। আরো অনেক লিখতে থাকুন। আশা করি সামু ব্লগে থেকে অনেককিছু শিখতে পারবেন এবং শেখাবেনও।

ওয়েলকাম টু আওয়ার সামু ফ্যামিলি! হ্যাপি ব্লগিং! :)

১৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৬

ফারদীন খান বলেছেন: আপনাকে ধন্যবাদ।ভবিষ্যতেও আশা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.