নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা সুন্দর মন অন্ধকারে আলোর মতো, যার মাধ্যমে কলুষতার মাঝেও নিজের অস্থিত্বকে মর্যাদাসম্পন্ন রাখা যায়।- দানিয়েল

ফারদীন খান

জীবনটাকে জানতে চাই -চাই ভালো বাসতে ।

ফারদীন খান › বিস্তারিত পোস্টঃ

জীবন সম্পর্কে মনিষীদের কিছু কথা যা আপনার ভালো লাগবে ।

১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১০:২৩

:-B জীবন সর্ম্পকে মনিষীদের কিছু মূল্যবান কথা যা আপনার জীবনকে পালটে দিতে পারে।

জীবন সর্ম্পকে মনিষীদের কিছু মূল্যবান কথা যা আপনার জীবনকে পালটে দিতে পারে।

“ যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই॥ ”
—উইলিয়াম ল্যাংলয়েড।

“ সত্য একবার বলতে হয়; সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়; মিথ্যা বারবার বললে সত্য ৰলে মনে হয়॥
—হুমায়ূন আজাদ।


"আপনি যখন অর্থ উপার্জন শুরু করবেন তখন আপনার জীবন মধুর হতে শুরু করবে"
-বালথ্যাজার গ্যাট্টি।

"সবাই কে ভালবাস,বিশ্বাস করো অল্প,কারো প্রতি ভূল করোনা"-
-উইলিয়াম শেক্সপীয়ার-।

"মাঝে মাঝে প্রশ্ন গুলো জটিল হলেও উত্তর গুলো হয় অতি সাধারন"
-ড:সীউস।

"আপনি দ্রুত যেতে চান, একা যান। আপনি দূরে যেতে চান, একসঙ্গে যান।"
-আফ্রিকান প্রবাদ-।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.