নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এই নিকটি অবশ্যই (১৮+) দের জন্য এবং দুর্বল ও সংবেদনশীলদের বিশেষ ভাবে অনুরোধ রইলো এই নিকের পোস্ট সমূহ এড়িয়ে যাওয়ার। এর পরও যাদের ভিতরে খুব বেশি কুড়কুড়ি আছে তারা অবশ্যই নিজ দায়িত্বে ঢুকবেন। আর পোলাপাইন!!! এই গুলান বহুত শয়তান ।

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এই নিকটি অবশ্যই (১৮+) দের জন্য এবং দুর্বল ও সংবেদনশীলদের বিশেষ ভাবে অনুরোধ রইলো এই নিকের পোস্ট সমূহ এড়িয়ে যাওয়ার। এর পরও যাদের ভিতরে খুব বেশি কুড়কুড়ি আছে তারা অবশ্যই নিজ দায়িত্বে ঢুকবেন। আর পোলাপাইন!!! এই গুলান বহুত শয়তান ।

িফল্ড মার্শাল

অবসর সময় টুকু এখানেই কাটাই । ব্লগে এসে প্রচুর আনন্দ পাই । খারাপ লাগে যখন আমাকে ব্যান করে দেয় বা ব্লক করে দেয় । অনেকবার ব্যান খেয়েছি । জানাপার হাতে পায়ে ধরে আবার ব্লগে আসি । ব্লগের সবাইকে আমার অভিন্ন্দন । [email protected]

িফল্ড মার্শাল › বিস্তারিত পোস্টঃ

এক কাপড় দুবার পরেন না তিনি!

১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৮



















কঙ্গোর মতো একটি গরিব দেশের, যেখানে মানুষের তিন বেলা ঠিকমতো খাবারই জোটে না, প্রেসিডেন্ট তাঁর কাপড়-চোপড়ের পেছনে ব্যয় করেন লাখ লাখ ইউরো। শুধু প্রেসিডেন্ট ডেনিস সাসাউ এনগুয়েসোই একাই নন, খরচের দিক থেকে তাঁর পুরো পরিবারই হাত খোলা স্বভাবের। সাসাউ এনগুয়েসো পরিবারের বিদেশে নামে-বেনামে রয়েছে অনেক সম্পত্তি। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ কঙ্গোর প্রেসিডেন্টের ভোগ-বিলাসের ব্যয়ের এ চিত্র বেরিয়ে এসেছে ফ্রান্স পুলিশের তদন্তে। ফ্রান্সের আদালত এ বিষয়ে আরো বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন।



আফ্রিকার দেশগুলোর নেতাদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ পুরনো। এরই অংশ হিসেবে ফ্রান্সের তদন্তদল প্রজাতান্ত্রিক কঙ্গোর প্রেসিডেন্ট সাসাই এনগুয়েসোর বিরুদ্ধে তদন্তে নামে। তদন্তে বেরিয়ে এসেছে তাঁর দুর্নীতির নানান তথ্য। তদন্তে দেখা গেছে, ২০০৫ থেকে ২০১১ সালের মধ্যে সাসাউ এনগুয়েসো স্যুট ও শার্টের পেছনে ১১ লাখ ৮০ হাজার ইউরো খরচ করেছেন। এগুলো সবই প্যারিসের বিখ্যাত পাপে বুটিকের। সুইস ব্যাংকে থাকা তাঁর অ্যাকাউন্টের মাধ্যমেই তিনি এসবের মূল্য পরিশোধ করতেন। স্থানীয় লিবারেশন পত্রিকাকে নাম প্রকাশে অনিচ্ছুক কঙ্গোর প্রেসিডেন্টের সাবেক সহযোগী বলেছেন, 'তিনি দিনে তিন থেকে চারবার শার্ট পাল্টাতেন। এক কাপড় দ্বিতীয়বার পরেন না তিনি।' প্যারিসের বিভিন্ন এলাকায় সাসাউ এনগুয়েসোর পরিবারের ২০টির বেশি বিলাসবহুল বাড়ি রয়েছে। দুর্নীতির মাধ্যমে সরকারি তহবিলের অর্থ আত্মসাৎ করে তিনি সম্পদের পাহাড় গড়েছেন। প্রেসিডেন্ট এনগুয়েসোর ছেলে ডেনিস ক্রিসতেল সাসাই এনগুয়েসো পোশাকের পেছনে ব্যয় করেছেন চার লাখ ৭৪ হাজার ইউরো। নামিদামি ব্র্যান্ডের সাতটি গাড়ি রয়েছে তাঁর।



তবে ফ্রান্সের তদন্তদলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্টের আইনজীবী। তিনি জানান, ফ্রান্সের আদালতের একটি সার্বভৌম দেশের প্রধানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়ার কোনো অধিকার নেই। সূত্র : টেলিগ্রাফ।







- See more at: Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৫

দেশপ্রেমিক পোলা বলেছেন: মানুষ তো এরাই, যারা ৩ বেলা খেতে পায় না তারা তো কাউয়া। এদের মাথায় চিন্তা শক্তি নেই - যা দিয়ে এরা চিন্তা করবে যে আমারো ঐ রাস্তার গরীব মানুষের মত দশা হতে পারতো।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৭

খেয়া ঘাট বলেছেন: দেশপ্রেমিক পোলা বলেছেন: মানুষ তো এরাই, যারা ৩ বেলা খেতে পায় না তারা তো কাউয়া। এদের মাথায় চিন্তা শক্তি নেই - যা দিয়ে এরা চিন্তা করবে যে আমারো ঐ রাস্তার গরীব মানুষের মত দশা হতে পারতো।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০২

রাজনৈতিক মামা বলেছেন: আমাদের দেশেও এসবের নজীর আছে । আমরা কম যাই না !!!

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০১

সুমন কর বলেছেন: ধিক্কার জানাই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.