নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এই নিকটি অবশ্যই (১৮+) দের জন্য এবং দুর্বল ও সংবেদনশীলদের বিশেষ ভাবে অনুরোধ রইলো এই নিকের পোস্ট সমূহ এড়িয়ে যাওয়ার। এর পরও যাদের ভিতরে খুব বেশি কুড়কুড়ি আছে তারা অবশ্যই নিজ দায়িত্বে ঢুকবেন। আর পোলাপাইন!!! এই গুলান বহুত শয়তান ।

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: এই নিকটি অবশ্যই (১৮+) দের জন্য এবং দুর্বল ও সংবেদনশীলদের বিশেষ ভাবে অনুরোধ রইলো এই নিকের পোস্ট সমূহ এড়িয়ে যাওয়ার। এর পরও যাদের ভিতরে খুব বেশি কুড়কুড়ি আছে তারা অবশ্যই নিজ দায়িত্বে ঢুকবেন। আর পোলাপাইন!!! এই গুলান বহুত শয়তান ।

িফল্ড মার্শাল

অবসর সময় টুকু এখানেই কাটাই । ব্লগে এসে প্রচুর আনন্দ পাই । খারাপ লাগে যখন আমাকে ব্যান করে দেয় বা ব্লক করে দেয় । অনেকবার ব্যান খেয়েছি । জানাপার হাতে পায়ে ধরে আবার ব্লগে আসি । ব্লগের সবাইকে আমার অভিন্ন্দন । [email protected]

িফল্ড মার্শাল › বিস্তারিত পোস্টঃ

৩৭ বছর যাবত এক আফগানীর মসজিদে নববীতে ইমামের পিছনে একই স্থানে নামাজ আদায় ।

২২ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৩

মদীনা মসজিদে নববীতে এক আফগান একাধারে ৩৭ বছর যাবত ইমামের পিছনে প্রতি ওয়াক্তে নামাজ পড়ে ধর্ম্ অনুরাগী হিসাবে এক অনন্য নজীর স্থাপন করেছেন ।



হাজী মুহাম্মদ নামে এই আফগান মদীনাতে সবার কাছে সুপরিচিত ।সউদী টিভিতে হাজী মুহাম্মদকে বিগত ৩৭ বছর যাবত মদীনার ইমাম সাহেবের পিছনে প্রথম কাতারে ইমামের ডানদিকে – একই স্থানে নামাজ পড়তে দেখা গেছে ।



১৯ বছর বয়সে হাজী মুহাম্মদ মদীনাতে আসেন ।



মদীনাতে হাজী মুহাম্মদ ৩৭ বছর যাবত প্লাম্বিং এর কাজ করে আসছেন আর মাতৃভূমি আফগানিস্থানে মাত্র একবারই গিয়েছিলেন । হাজী মুহাম্মদের ভাষায় , আমি যখন তরুন তখনই আমি নিয়ত করেছি যে মদীনা মসজিদে নববীর ইমামের পিছনে প্রতি ওয়াক্ত নামাজ আদায় করবো । মসজিদে নববীতে আসা মুসল্লীদের পড়া কিতাব বা কোরআন শরীফ কেবিনেটে গুছিয়ে রাখতে আমি খুব পছন্দ করি । প্রতি বছর মসজিদে নববীতে আসা প্রচুর মুসল্লী হাজী মুহাম্মদের ব্যক্তিগত বন্ধু হয়েছেন এবং সবাই অভিভূত হয়েছেন তার ধর্মের প্রতি অনুরাগ দেখে । সবাই তাকে একই স্থানে কালো কোর্তা পরিহিত অবস্থায় নামাজ পড়তে দেখে আসছেন ।



তিনি চাকুরীস্থলে তার নিয়োগ কর্তাকে প্রথমেই বলে দিয়ে দিয়েছিলেন যে, উনি প্রতি ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে ইমামের পিছনে নামাজ আদায় করবেন আর রমজান মাসে কোন কাজ করবেন না । সারা রমজান মাস মসজিদে নববীতেই কাজ করবেন ।



হাজী মুহাম্মাদের ২ স্ত্রী আর ১২ সন্তান নিয়ে সংসার ।



বর্তমানে হাজী মুহাম্মাদ তৃতীয় বিয়ে করার জন্য পাত্রী খুজছেন ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪

িফল্ড মার্শাল বলেছেন: পাঠক ভাই-বোনেরা, টেকনিকাল সমস্যার কারনে ছবিটা আপলোড করতে পারি নাই । তবে সংবাদটির লিংক দিয়ে দিলাম ।

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.