![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসর সময় টুকু এখানেই কাটাই । ব্লগে এসে প্রচুর আনন্দ পাই । খারাপ লাগে যখন আমাকে ব্যান করে দেয় বা ব্লক করে দেয় । অনেকবার ব্যান খেয়েছি । জানাপার হাতে পায়ে ধরে আবার ব্লগে আসি । ব্লগের সবাইকে আমার অভিন্ন্দন । [email protected]
১।মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয় প্রিয় মানুষ দ্বারা,ছেলেরা মানসিক ভাবে আর মেয়েরা শারীরিক ভাবে।তবুও সবাই চায় প্রিয় মানুষটি কাছেই থাকুক।বিচিত্র এই মানব মন!
২।চাঁদ যত হাতের কাছে আসে তার প্রতি টান তত কমতে থাকে। স্বপ্ন আর বাস্তবতার বিলাসি ফাঁরাক যোজন যোজন দূর। হায়রে মানুষের ভাগ্য! তবুও মানুষগুলো সুখে থাকুক আপন আশ্রয়ে।
৩।মানুষকে খুশি রাখা আর খালি হাতে বাঘের সাথে একা যুদ্ধ করে জীবন নিয়ে ফিরে আসা প্রায় একই।এরজন্য সংসার খুব একটা তৃপ্তিদায়ক বিষয় নয়।তাই সাধু সাবধান!
৪।কান্না একটি নির্ভেজাল ব্যায়াম,চোখ ঠিক রাখতে আর মনের জঞ্জাট দূর করতে এর বিকল্প আর কিছু নেই।তাই কাঁদো নদী কাঁদো।
৫।পাওয়া দিয়ে শুরু হয় জীবন, আর শেষ হয় সব হারিয়ে। এই সত্য পরিণতির জন্য সবসময় প্রস্তুত থাকলে কষ্ট কিছু হলেও কমবে জীবনে।
৬।মনের ঘর হাট করে খোলা,ঢুকতে পার যখন তখন,তবে বিশ্বাস আর শ্রদ্ধাটুকু সাথে নিতে ভুলোনা।
৭।আত্মবিশ্বাস হারানো মানে কর্মক্ষম দুনিয়া থেকে অকাল মৃত্য।
৮।যন্ত্র মানুষকে যান্ত্রিক করে,আবেগকে করে মৃত।
৯।আবেগ বিহীন জীবন মৃত গাছের ন্যায়,আবার অতি আবেগ ভুলের মূল।
১০।শ্রদ্ধাবিহীন সম্পর্ক পদ্মার ঢেউ এর মত শুধু ভাঙতে জানে, গড়তে জানে না।
১১।উপদেশ দেওয়া সহজ,মানা কঠিন তবুও সুন্দর উপদেশ কখনও কখনও জীবনকে শংকামুক্ত করে।
১২।কারও উপকারের কথা ভুলতে নেই কারন আত্মবিস্মৃত মানুষ কখনও সুখি হয় না।
১৩।ফেলে রাখা কাজ বাচ্চা অজগরের মত,দিন দিন বড় হয়,একসময় কাজকরার ইচ্ছাশক্তিকে গিলে ফেলে।
১৪।মন নিয়ে খেলা আর আগুন নিয়ে খেলা একই কথা।
১৫।কাওকে শুরু থেকে ভাল না লাগলে তাকে ত্যাগ করাই ভাল,নইলে সে তাকে হেলা করার উপযুক্ত বদলা নিবে।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২০
সুমন কর বলেছেন: ভালো বলেছেন।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৬
উদাস কিশোর বলেছেন: চমত্কার পোষ্ট ।
+++ এবং প্রিয়তে
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩
বাবলু বাবলু বলেছেন: প্রিয়তে নিলাম। ধন্যবাদ।
৫| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৬
বিষের বাঁশী বলেছেন: চমৎকার!
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১২
সাাজ্জাাদ বলেছেন: ভাই, চমৎকার লাগলো। প্রিয়তে নিলাম। ধন্যবাদ।