![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার তো অক্ষম হবার কথা ছিলো,
তবুও সেই আমি অনন্তপথ হাঁটি
নিশ্চুপ কোলাহলে তার সাথে স্বপ্ন দেখি।
শিকড়গুলো আঁকড়ে ধরতে চেয়েছিলো;
কৃষ্ণ আগুনে সবাইকে আমি ছাই করেছি...
আমার তো বিচূর্ণ হবার কথা ছিলো,
তবুও তো আমি সৃষ্টি করি
ধ্বংসস্তুপে তার জন্য রাজপ্রাসাদ তৈরী করি,
একটা একটা ইঁটের গাঁথুনিতে মজবুত করি দেওয়াল।
ভূকম্প ধ্বসাতে চেয়েছিলো সব,
আমি তাকে দিয়েছি নরকবাস সওয়াল...
আমার যে শীর্ণ বালু হয়ে বাতাসে ভাসার কথা ছিলো,
কথা ছিলো রাস্তায় তুচ্ছ কারো জুতার তলায় লেগে থাকার।
তবুও সেই আমি কোন অজান্তে এক টুকরো পাথর হলাম,
পাহাড় হয়ে মহাকাশ ছাড়িয়ে গেলাম দূরে, বহুদূরে,
তার ঢাল হয়ে আগলে নিলাম সব বৃষ্টি, উল্কা,তারাদের রশ্মি...
আমি তো সাধারণ মানুষ ছিলাম,
তবুও তার স্পর্শে বাঁশি হাতে কৃষ্ণ হলাম,
অভিসার শেষে কোন এক নির্ঘুম রাতে,
তার এলোমেলো কেশ গুলো গুচিয়ে দেবো আমার হাতে।
তার অবাক ভালবাসার চোখে তাকিয়ে বলবো,
প্রিয়, শুধু তোর জন্য আমি হাজারবারও বিচূর্ণ হবো..
(শেষ দিকের দুইটা পঙক্তি একটা কবিতা থেকে নেওয়া। কবিতার নাম ঠিক মনে পড়ছে না। খুব সম্ভব অভিসার। লেখকের নাম মনে নেই। লেখককে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি... )
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৭
পঞ্চম প্রতিবিম্ব বলেছেন: অনুভূতি যোগান দেওয়া সেই লেখকের নামটা মনে পড়ছে না। সকল ধন্যবাদ তারই প্রাপ্য। আমি শুধু একই অনুভূতিটা আমার কবিতায় আনার জন্য ব্যবহার করেছি।
ভালো থাকুক সেই লেখক, ভালো থাকুন আপনি... মন্তব্য আর প্রশংসা করার জন্য ধন্যবাদ। আমি অনুপ্রাণিত হয়েছি...
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৩
আলপনা তালুকদার বলেছেন: ভাল লেগেছে।
হাঁটি, আঁকড়ে, বিচূর্ণ, ইঁটের, ধ্বসাতে, গুছিয়ে - এই বানানগুলো ঠিক করুন।
ভাল থাকবেন।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৩
পঞ্চম প্রতিবিম্ব বলেছেন: ভুলে গুলো ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। বানান ঠিক করা হয়েছে...
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪২
খায়রুল আহসান বলেছেন: অভিসার শেষে কোন এক নির্ঘুম রাতে,
তার এলোমেলো কেশ গুলো গুঁছিয়ে দেবো আমার হাতে - এ দুটো পংক্তি থেকে খুব সুন্দর একটা অনুভূতি নিয়ে গেলাম।
কবিতার জন্য অভিনন্দন এবং নীচের ব্রাকেটবন্দী কথাগুলোর জন্য ধন্যবাদ!
কবিতায় + +