![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবার শুরু আসল বিশ্বকাপ৷ এর আগে পর্যম্ত দলগুলো প্রথম এগারোয় নানা অদল-বদল করেছে৷ কেউ ব্যাটিং অর্ডার বদলেছে, কেউ বোলার পরিবর্তন করেছে৷ কারণ একটাই, দলগুলো জানত, এরপরেও একটা সুযোগ থাকবে৷ কিন্তু এখন হারলেই সব শেষ৷ হার মানেই পরের দিনের প্রথম বিমান ধরে সোজা দেশে ফিরে আসা৷ ফলে একেবারে শুরু থেকে সব কিছু ঠিক রাখতে হবে৷ প্রথম একাদশ কী হবে, কে কোথায় ব্যাট করবে, বিপক্ষের কোন ব্যাটসম্যানকে কোন বলটা করতে হবে, সব কিছু বুঝেশুনে চলতে হবে৷ এখন আর খুব বেশি বিশ্রামেরও সুযোগ পাওয়া যাবে না৷ গ্রুপ লিগের ম্যাচে এই সুবিধেটাও ছিল৷ ফলে গুরুত্বপূর্ণ কারও চোট লাগলে যুদ্ধকালীন তৎপরতায় তাকে ফিট করে তুলতে হবে৷ তা না হলে কিন্তু কিচ্ছু হবে না৷ আরে বাবা, এটা যে বিশ্বকাপ৷ চার বছরে একবার আসে৷
কোয়ার্টার ফাইনালে ভারতকে খেলতে হবে প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে৷ বাংলাদেশ এবারের বিশ্বকাপে অসাধারণ ব্যাট করেছে৷ ভারতের মতো বাংলাদেশেরও ভাল স্পিনার আছে৷ উইকেট যদি একটু ভাঙে, পরে ব্যাট করা দলের পক্ষে কিন্তু কাজটা সহজ হবে না৷
ভারতের আসল চিম্তা ব্যাটিং৷ শুধু ধাওয়ান, কোহলি, রায়না আর ধোনি ধারাবাহিকভাবে রানের মধ্যে আছে৷ বাংলাদেশের ব্যাটসম্যানরা স্পিনটা খুব ভাল খেলছে৷ তাই সামি আর যাদব নতুন বলে কতটা কী করতে পারে, তার ওপর অনেক কিছুই নির্ভর করছে৷ ফার্স্ট চে? বোলার হিসেবে মোহিত শর্মা অনেকটাই এগিয়ে৷ ওর বলে গতির দারুণ হেরফের দেখতে পাচ্ছি৷ ভারত গ্রুপে সব ম্যাচ জিতে শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে৷ ফলে ওরা এগিয়ে থাকবে৷ জয়ের ছন্দ ধরে রাখতে চাইবে৷
সিডনিতে প্রথম কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকা খেলবে শ্রীলঙ্কার সঙ্গে৷ দক্ষিণ আফ্রিকার অনেক ক্রিকেটারের কাছেই এটা তাদের শেষ বিশ্বকাপ৷ আগের ব্যর্থতাগুলো মুছে ফেলতে চাইবে৷ চাইবে যেন ‘চোকার্স’ তকমাটা ওদের গা থেকে এবার অম্তত সরে যায়৷ কেউই এই তকমাটা চাইবে না৷ এটা এবার বিশ্বচ্যাম্পিয়ন হলেই একমাত্র সম্ভব৷ তা না হলে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে যখনই আলোচনা হবে, ক্রিকেটের পরিধানে এই শব্দটা থেকে যাবে৷
ওরা চারটে ম্যাচ সহজে জিতেছে৷ কিন্তু গ্রুপ লিগে ভারত আর পাকিস্তানের মতো দুটো বড় দলের কাছে হেরেছে৷ ওই দুটো ম্যাচেই ওরা পরে ব্যাট করেছে৷ ইতিহাসও ঠিক এটাই বলছে৷ আম্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর থেকে ধরলে দক্ষিণ আফ্রিকা কিন্তু বারবার রান তাড়া করতে গিয়েই উত্তেজনায় কেঁপেছে৷ শুরুটা ভাল করতে না পারলে আরও বেশি করে সমস্যায় পড়েছে৷ বিশেষ করে বিশ্বকাপে তো কথাই নেই৷ ছোট রান তাড়া করতে গিয়েও একই জিনিস হয়েছে ওদের৷ গত বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওদের এটাই হয়েছিল৷ শ্রীলঙ্কা তাই আগে ব্যাট করে নিতে চাইবে৷ ডেল স্টেন, মরনি মর্কেলরা বিপক্ষ দলে থাকা সত্ত্বেও দিলশান, সাঙ্গাকারা যে ফর্মে রয়েছে, ওরা চাইবে বড় রানের বোঝা চাপিয়ে দিতে৷
ভারত অবশ্যই এগিয়ে থেকে শুরু করবে
ব্র্যাডম্যান কী করে বলেছিলেন সচিন তাঁর মতো খেলেভারত যতই ভাল খেলুক ফাইনালে ওদের দেখছি না মাহমুদুল্লা সম্পর্কে যা শুনলাম
©somewhere in net ltd.