![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেরা এখন আস্তে আস্তে মেনে নিচ্ছে যে আমরা খারাপ ক্রিকেট খেলেছি
বাংলাদেশের ক্রিকেটাররা শনিবার অ্যাডিলেড ছুঁয়ে রওনা হয়ে যাচ্ছেন ঢাকা। শুক্রবার স্বদেশীয়দের ডাকা এক ডিনারে গোটা দল গেছিল। সেখানেই দলের মধ্যে ম্যাচ ঘিরে ধূমায়িত অসন্তোষ। বহির্বিশ্ব যতই বলুক যে, যে পর্যায়ে বলা হচ্ছে তেমন কিছুই ঘটেনি, ক্রিকেটারদের একটা অংশ প্রচুর ক্ষুব্ধ। তাদের বদ্ধমূল বিশ্বাস আইসিসি ভারতকে এত টানে যে টিম বাস স্টেডিয়ামে এসে দাঁড়ানো থেকে এলবিডব্লিউর অ্যাপিল সব ব্যাপারে দিনে ডাকাতি চলে। এই দলেরই মধ্যে অনেকের বক্তব্য আবার নিশ্চিত ভাবেই তা নয়। এই উদারপন্থী অংশ বুঝছে, হারের জন্য প্রধান দায়ী বাংলাদেশের নিজস্ব ব্যর্থতা। আর কেউ নয়। তাদেরই এক জন সম্ভবত টিম ম্যানেজার এবং প্রাক্তন অধিনায়ক খালেদ মামুদ সুজন। মহাবিতর্কিত ম্যাচ হারার পরের সকালে তিনি এবিপি-কে বললেন...
গৌতম ভট্টাচার্য
অ্যাডিলেড, ২১ মার্চ , ২০১৫, ০৩:৫৫:৩৭
১. ইন্ডিয়ান ব্যাটিংটা সত্যি খুব শক্তিশালী। আমরা যদি দক্ষিণ আফ্রিকার এগেনস্টে পড়তাম তা হলে কি একই জিনিস হত? জানি না। সাউথ আফ্রিকাও ভেরি স্ট্রং টিম। হয়তো একই রেজাল্ট হতে পারত।
২. হ্যাঁ কিছু সিদ্ধান্ত নিয়ে আমরা আশ্চর্য হয়েছি, ক্ষুব্ধ হয়েছি খুব সত্যি কথা। কিন্তু সেটা নিয়ে বসে থাকলে চলবে কেন? ভাল ডিসিশন-খারাপ ডিসিশন তো খেলারই অঙ্গ।
৩. আমাদের দেশে প্রতিক্রিয়া হয়েছে। ফেসবুক বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে বোধহয় আলোচনাটা বেশি হয়েছে। আলিম দারের ডিসিশন নিয়ে তো ক্ষোভ আছেই কিন্তু আর একটা জায়গা হল শিখর ধবনের রিপ্লেটা ওরা টিভিতে দেখায়ইনি। ঠিক যে জায়গাটা দিয়ে বোঝা সম্ভব ধবনের দড়িতে পা লেগেছিল কি না? এ বার আমার কথা হচ্ছে যখন ওটা ঘটছে, ঠিক তখনই যদি আমরা দু’তিন বার রিপ্লে চাইতাম তার না হয় একটা মানে ছিল। এখন রিপ্লে চেয়ে তো সিদ্ধান্তটা আর ফেরত আসবে না। তা হলে আর জলঘোলা করে লাভ কী! (দুপুরে সৌরভ বলছিলেন, ধবনের পা তিনি খুব মন দিয়ে দেখেছেন। মোটেও ওটা দড়িতে ছোঁয়নি।)
৪. টিম হিসেবে আমাদের বিশ্বকাপে যা টার্গেট ছিল সেটা মোটামুটি পূরণ হয়ে গিয়েছে। হয়তো অবস্থান আর একটু ভাল হতে পারত। হয়তো আরও দু’একটা ম্যাচ যদি আমরা জিততে পারতাম। কিন্তু যেটুকু হয়েছে মন্দ নয়।
৫. এটা স্বীকার করতেই হবে যে এমসিজি মাঠের সঙ্গে আমরা মানাতে পারিনি। শুধু তো ইন্ডিয়া ম্যাচ নয়। এমসিজিতে আগের ম্যাচটাও আমরা খারাপ খেলেছি। মাঠের অ্যাঙ্গলগুলোর সঙ্গে রপ্ত হতে পারলাম না বলে, বড় মাঠের সঙ্গে খাপ খাওয়ানো যায়নি— কী কারণ ঠিক বলতে পারব না। তবে এই ব্যর্থতা নিয়ে আমাদের ভাবতে হবে।
প্রতিবাদের এক ছবি। ঢাকায় শুক্রবার। ছবি: এএফপি।
৬. ছেলেরা এখন আস্তে আস্তে মেনে নিচ্ছে যে আমরা খারাপ ক্রিকেট খেলেছি। বিশেষ করে ব্যাটিংটা।
৭. কোয়ার্টার ফাইনাল অবধি পৌঁছনোয় এক দিক থেকে আনন্দ আছে। কেউ তো ভাবেইনি আমরা যে অস্ট্রেলিয়ান-নিউজিল্যান্ড কন্ডিশন এত ভাল ম্যানেজ করতে পারব। সবাই ভেবেছিল আমরা বাউন্স সামলাতে পারব না। বেশি দূর যেতে হবে না। ঢাকাতেও কত লোক বলেছিল। সেই একটা বড় গোষ্ঠীকে ছেলেরা ভুল প্রমাণ করতে পেরেছে। এটাই ওদের কৃতিত্ব।
৮. ইন্ডিয়া যা দেখলাম, অবশ্যই কাপ জেতার দাবিদার। ইন্ডিয়ান ফিল্ডিং আর রানিং বিটুইন দ্য উইকেট্স দুর্দান্ত। পেস বোলাররা ভাল বল করছে। ঠিক যে যে জায়গায় ওদের সমস্যা হত সেগুলোতেই ওরা দারুণ উন্নতি করেছে। এটাই ভারতকে দেখে শেখার!
http://www.anandabazar.com/khela/bangla-manager-admits-flaws-as-tempers-cool-1.126116
২| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১১:১৬
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ওকে রাম ধোলাই দেওয়া দরকার....
৩| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১১:১৮
সাবু ছেেল বলেছেন: সুজন,জুয়া খেলে কত কামিয়েছ?
১৮+ পোস্টঃ ইন্ডিয়ার মানুষেরা যেখানে সবাই মিলে খোলা জায়গায় গোসল করে,সেখানে ইন্ডিয়ানদের কিসের এত অহংকার??
৪| ২২ শে মার্চ, ২০১৫ সকাল ৭:০৯
আলুমিয়া বলেছেন: বাংলাদেশ যে ভাল ব্যাটিং করেনি এটা খুবই সত্যি। এরকম ভুল আগেও হয়েছে। তার মানে এই না ভুল মেনে নিতে হবে। আবার এ নিয়ে আমরা যা করছি - প্রধান মন্ত্রি থেকে রাজপথ - তারও কোন মানে হয় না। এরকম হলে এইবার বিশ্বকাপের পর ব্রাজিলের সবাই মিলে ফুটবল দলকে সাগরে ফেলে আসত। খেলাকে খেলার মতই নেয়া উচিত। বাংলাদেশ যা অর্জন করেছে - আমি অন্তত গর্বিত।
৫| ২২ শে মার্চ, ২০১৫ সকাল ৯:১০
মাসুদ০১৯১ বলেছেন: সুজইন্যারে ভারতের টিম ম্যানেজার করা হউক।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৩
ল্যাটিচুড বলেছেন: যে শালা মিথ্যা সান্তনার কথা বলবে তাকেই গদাম দেওয় হবে -
দেখ শালা - ইন্ডিয়া-বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালে এবং ম্যাচের পরে সাবেক আর বর্তমান অনেক খেলোয়ারের করা কিছু টুইট এর বাংলা অনুবাদ---
★"আমি মনে করি পৃথিবীর সবচেয়ে সহনীয় ক্যাপ্টেন হলেন মাশরাফি। সুরেশ রায়না আর রোহিত শর্মার ক্রিজে থাকার কোন অধিকার নাই।"
-ভিভিএসলক্ষন(সাবেক ভারতীয় ব্যাটসম্যান)
★"রিভিউ চাওয়ার পরও আউট দিল না কেনো?"
-হরভজন সিং(সাবেক ভারতীয় স্পিন বোলার)
★"বাংলাদেশ নিজেদের ক্ষমতার জানান দিয়েছে পুরো ভারতীয় ক্রিকেট টিমকে।"
-সনাথ জয়সুরিয়া(সাবেক শ্রীলঙ্কান প্লেয়ার)
★"এটা নাটকীয় ম্যাচ, এই জয়ের কোন মূল্যই নেই।"
-ম্যাথু হেইডেন(অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার)
★"ভারত ক্রিকেটে কলংঙ্কজনক অধ্যায়ের স্থাপন করেছে।"
-জন রাইট(সাবেক কিউই ক্যাপ্টেন)
★"কয়েকজন লিজেন্ড ক্রিকেটারের মন্তব্যের পর আমার মনে হয় আমাদের ম্যাচটা আবার খেলতে দেয়া উচিত।"
-শেন বন্ড(কিউই স্পিড স্টার)
★"আমার এই মূহর্তে মনে পড়ছে সেই ক্রিকেট পাগল জাতির কথা, তারা নিশ্চয় বড় কিছু আশা করেছিল আর এটাই স্বাভাবিক।"
-শন পোলক(সাবেক সাউথ আফ্রিকান স্পিড স্টার)
★"এটাকে জয় হিসেবে মানতে পারছি না বলে দুঃখিত।"
-রিকি পন্টিং(অস্ট্রেলিয়ার গ্রেট ক্যাপ্টেন)
★"ভারত জয় পেয়েছে ঠিক কিন্তু এরকম জয়ে আমি সন্তুষ্ট নই"
-এ বি ডি ভিলিয়ার্স (সাউথ আফ্রিকার বর্তমান লিজেন্ড)
★" আমায় যদি কেউ বলে বাংলাদেশ ম্যাচে লড়াই করেছে কি না ? আমি সরাসরি বলব বাংলাদেশ ভারত তথা সারাবিশ্বকে ক্রিকেট খেলাটা কি তা বুঝিয়ে দিয়ে গেল। আমার মনে হয় ম্যাচটিতে যেকোন তৃতীয় পক্ষের হাত রয়েছে
-ব্রায়ন চার্লস লারা(সাবেক
ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড)
★"৯০ রানে ব্যাটিং করা রোহিতকে আউট না দেওয়াটা ছিল আম্পায়ারের ভুল "
-মাইকেল হোল্ডিং(সাবেক উইন্ডিজ পেসার)
★"এটা নো বল ছিল না। খুবই বাজে সিদ্বান্ত এটি। বাংলাদেশ হেরেছে কিন্তু ভারত
জিতেনি"
-শেন ওয়ার্ন(সাবেক অস্ট্রেলীয় স্পিনার)
★"অপরাধী হয়ে লিখছি, বাংলাদেশের বিপদে রাখার সব আয়োজন সম্পূর্ণ ছিল চিরচেনা এম সি জি তে"
-মাইকেল ক্লার্ক(অস্ট্রেলীয় অধিনায়ক)
★"রোহিতের ৪৭ আর রায়নার ৬৫ ছিল আম্পায়ারের দান, এটা ভুলব না। বাংলাদেশ ইজ রিয়েল টাইগার।"
-ক্রিস গেইল(ওয়েস্ট ইন্ডিজ হার্ড হিটার)
★"এটা অস্বাভাবিক সিদ্বান্ত, যার কোন প্রয়োজন ছিল না"
-গ্রায়াম স্মিথ(সাবেক সাউথ আফ্রিকার অধিনায়ক)
★"ইয়ান গোল্ড, আলিম দার, স্টিভ ডেভিস গুড জব বয়েস, তোমরা শুধু একটি দল কে না একটি জাতিকেও মেরে ফেলেছ"
-নাসির হুসেন(সাবেক ইংলিশ ব্যাটসম্যান)
★"আমি বুঝলাম না সাকিব মাঠে কেন চুপ করে থাকল, সে বড় মাপের খেলোয়ার তারপরেও আবার সে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক, সে অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলছে তার অভিজ্ঞতা বেশি সে কেন চুপ করে থাকল"
-মনোজ তিওয়ারি(ইন্ডিয়ান ব্যাটসম্যান,সাকিবের
কলকাতা নাইট রাইডার্সের সঙ্গী)
★"ক্রিকেট হেরেছে, কিন্তু ইন্ডিয়া জিতেছে"
-কপিল দেব, ইন্ডিয়ার(৮৩ এর বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন)
"কষ্ট লাগছে, সব ফেয়ার থাকলে হয়ত ম্যাচের রেজাল্ট ভিন্ন কিছু হলেও হতে পারত, এই ম্যাচটা বাংলাদেশকে নয়, ভারতকে আগামী ম্যাচে ভোগাবে, কারন তারা ম্যাচটা আম্পায়ারের সাহায্যে জয় পেয়েছে, গুড লাক টাইগার্স"
-সৌরভ গাঙ্গুলি(সাবেক ইন্ডিয়ান অধিনায়ক)
★"নিশ্চয় বাংলাদেশ সেমি-ফাইনালিস্ট, তবে বাংলাদেশের বদলে ভারতকে দেখতে হবে ইডেনপার্কে , অকল্যান্ডে"
-স্টিফেন ফ্লেমিং(সাবেক নিউজিল্যান্ড ক্যাপ্টেন)
এরপর কি বলবি বল ...........