| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেরদৌস রহমান
বন্ধু আর সহিতে পারিনা ,বড় বিষজ্বালা এই বুকে , দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি তাই যা আসে বলি মুখে..........
টালত মোর ঘর নাহি পড়বেশী
হাড়ীত ভাত নাহি নিতি আবেশী।।
বেঙ্গ সংসার বডহিল জাঅ।
দুহিল দুধ কি বেন্টে ষামায়।।
অর্থ : টিলার উপর আমার ঘর কোন প্রতিবেশী নেই। হাড়িতে আমার ভাত নেই তাই প্রতিদিন উপোস করে থাকতে হয়। ব্যাঙ্গের মত আমার সংসার বাড়ছে। আর গাভির যে দুধ দোহন করা হচ্ছে তা আবার ফিরে যাচ্ছে গাভির বাটে।
চর্যাপদের যুগে জনৈক কবি নিজের সংসারে ছবি মর্মস্পর্শী একছেন তার এ পদে। কবির সে দুঃখ আজ নিজের অবস্থার সাথে তুলনা করে হাড়ে হাড়ে অনুভব করতে পারছি। আমি আজ থেকে প্রায় চার হাজার বছর আগের কবির এ দূঃখ এখনও নিজের মধ্যে টের পাচ্ছি। তবে আমি তো কবি নই তাবি কবির ভষায় নিজের দূঃখ আর আমার পাওয়া না পাওয়ার একটা দীর্ঘঃশ্বাস ছারলাম। কবি তবু কবিতায় নিজের কষ্টের কথা লিখে নিজেকে হালকা করেছন কিন্তু আমার এ ব্যথা আমি হালকা করব কিসে?
০৩ রা মার্চ, ২০১১ ভোর ৫:৩৬
ফেরদৌস রহমান বলেছেন: একদম ঠিক
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১১ ভোর ৫:০৫
স্বদেশ হাসনাইন বলেছেন: চর্যপদের বহু শতাব্দী পরও আমাদের পরিস্থিতি খুব একটা বদল হয়নি।
Click This Link