![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘ফল্গুধার’ শব্দটির অর্থ ‘যে প্রবাহ বা ধারা বাইরে প্রকাশিত নয়’।
ফল্গু একটি নদীর নাম। ভারতের বিহার রাজ্যের গয়ার মধ্য দিয়ে এটি প্রবাহিত। পবিত্রতার জন্য ফল্গু নদী হিসেবে বিখ্যাত। গ্রীষ্মকালে নদীটার বৃহদংশ একেবারেই শুকিয়ে যায়। কিন্তু বালি কিছুটা খুঁড়লেই জলের সন্ধান পাওয়া যায়। এ জন্য ফল্গুনদী অন্তঃসলিলা অর্থাৎ মাটির নিচ দিয়ে প্রবাহিত বলে খ্যাত।
ভারতীয় পুরাণমতে রামের পত্নী সীতার অভিশাপে ফল্গুনদী অন্তঃসলিলা হয়ে যায়।
ফল্গুনদীর এ অতুলনীয় বৈশিষ্ট্যের কারণে ফল্গুনদীর ধারা সংবেদনশীল বাঙালি মনের বাংলা ভাষায় স্থান করে নেয়। অনেকের স্নেহমমতা ফল্গুধারার মতো। বাইরে তার প্রকাশ নেই। আবার অনেকের মনে রাগ বা অসহনীয় বেদনা ফল্গুধারার মতো বহমান কিন্তু বাহিরে প্রকাশ নেই।
১১ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৮
ফিরোজ মিয়াজী বলেছেন: আপনাকে প্রকাশ্য শুভেচ্ছা.......।
২| ১১ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩৯
মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: জেনে ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ফল্গু উপাখ্যনে ফল্গু ধারার ভাললাগা