নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো থাকুন। ভালো রাখুন।

ফিরোজ মিয়াজী

সাংবাদিকতা ভালোবাসি।

ফিরোজ মিয়াজী › বিস্তারিত পোস্টঃ

আপনি ইন্টারনেট ব্যবহার করে কি কি করেন?

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৭



আপনি কি কি কাজে ইন্টারনেটকে ব্যবহার করেন?
আমরা ইন্টারনেটের সাহায্যে প্রধানত ইমেইল, কোন তথ্য সার্চ করা, ফেসবুক- ইউটিউব- টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে থাকি।

এছাড়া আর কি কি কাজে আমরা ইন্টারনেটকে ব্যবহার করতে পারি?
গ্রামের একটি ছেলে/মেয়ে ইন্টারনেটকে তার কি কি প্রয়োজনে ব্যবহার করতে পারে?
একজন ছাত্র/ছাত্রী ইন্টারনেটের মাধ্যমে কি কি উপকার পেতে পারে?

যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারের ২০১৫ সালের এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশের ১১ শতাংশ মানুষ একবার হলেও ইন্টারনেট ব্যবহার করেছেন। আর বাংলাদেশিদের মধ্যে যাঁরা ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের ৬২ শতাংশই চাকরি খোঁজেন বা চাকরির আবেদনপত্র পাঠান। আহহা!! শিক্ষিত বেকারগুলার জন্য সত্যি মায়া লাগে!!

যাকগে, এই পার্সেন্টিজ নিশ্চই এখন অনেক বেড়েছে। এবং ব্যবহারের দিকও বেড়েছে। সেই দিকগুলোই জানতে চাই আপনাদের কাছ থেকে।

আশাকরি পাঠকদের কাছ থেকে এক এক করে ইন্টারনেটের অনেকগুলো ব্যবহার আমরা পাবো। আর ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন দিকের এই তালিকা নিশ্চই অনেকেরই কাজে দিবে।

ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১২:১৩

জে আর সিকদার বলেছেন: সবকিছুই করি।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১২:২৩

ফিরোজ মিয়াজী বলেছেন: ইন্টারনেট দিয়ে সবকিছু করা যায় না। ভাত খাওয়া যায়না, গোসল করা যায় না, টয়লেট করা যায় না। অন্তত ১০টা কাজ লিখুন যেটা আপনি ইন্টারনেট দিয়ে করেন।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১২:১৩

জে আর সিকদার বলেছেন: সবকিছুই করি।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ২:১৭

রক্তিম দিগন্ত বলেছেন:
অনেক কিছুই করা হয়।
গুগোল, উইকিপিডিয়া, ইউটিউবেই বেশি খরচ হয়। এরপর ফেসবুক, ব্লগ। এইতো। এর বাইরে যা করা হয় সব গুগোল থেকেই যাওয়া হয়।

আর হ্যাঁ, গেমিং তো আছেই।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৪

ফিরোজ মিয়াজী বলেছেন: ধন্যবাদ ।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ৩:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিদেশে থাকার কারণে, একটু পর পর প্রথম আলো আর বিডিনিউজ দেখা হয়। বন্ধুদের কাছে রাখতে একটু পর পর ফেসবুক দেখতে হয়। হোয়াটসঅ্যাপ, ইমু ২৪/৭ খোলা রাখতে হয়। সময় কাটাতে ব্লগ লিখতে ও পড়তে হয়। বিনোদনের জন্য ইউটিউব দেখতে হয়...
পত্রিকা/খবর - ২ ঘন্টা
ফেসবুক - ২ ঘন্টা
ব্লগ - ২ ঘন্টা
ইউটিউব - ২ ঘন্টা
অন্যান্য - ১ ঘন্টা

০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৮

ফিরোজ মিয়াজী বলেছেন: অর্থাৎ দিনে ৯ ঘন্টা আপনার ইন্টারনেটে ব্যয় হয়।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ৭:০৬

অগ্নিবেশ বলেছেন: ঘর ফাকা পাইলে সবাই প্রথমে পর্ন দেখে,
ঠাণ্ডা হইলে তারপর ভারত পাকিস্থানের যুদ্ধের খবর দেখে,
তারপর ফেসবুক টেসবুক দেখা শেষ হইলে সামুতে এসে কমেন্ট করে,
এই আমি যেমন করলাম।

আসলে ঘটনা কি, ইন্টারনেট ইজ ফর পর্ন।
এইডা নিয়ে ভালো গান আছে, মামুর কাছে জিগান।

০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৯

ফিরোজ মিয়াজী বলেছেন: ভয়ংকর সত্য কথা বললেন।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২১

ফিরোজ মিয়াজী বলেছেন: একজন ছাত্র/ছাত্রী ইন্টারনেটের মাধ্যমে কি কি উপকার পেতে পারে? এ সম্পর্কে কেউ যদি বলতেন....

৭| ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৬

আস্তিক এলিয়েন বলেছেন: মেইল, ব্লগিং, ফেসবুকিং, টুইটার, তথ্যা খোঁজা, ইউটিউবে ভিডিও দেখা লাইভ খেলা দেখা ও টিউটোরিয়াল থেকে কিছু শেখা। আর ছাত্ররা তাদের একাডেমিক পড়াশুনা ইউটিউব থেকেও পড়তে ও বুঝতে পারে। এটা কিন্তু খুবই কার্যকরী। কারন ভিডিও আকারে কিছু দেখলে সেটা সহজেই মনে থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.