নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশ রায়

আমি রাজশাহী কলেজে পড়াশোনা করছি।

আকাশ রায় › বিস্তারিত পোস্টঃ

৭ এ মার্চ এর কিছু কথা।

০৭ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৪০

১৯৭১ সালে ৭ ই মার্চ বঙ্গবন্ধূ বাঙালি জাতির মুক্তির উদ্দেশ্যে রেচকোচ মায়দানে ভাষণ দেন এই নেতা আজ সেই দিন যেই দিন এই অবিসংবাদিত নেতা ভাষন দেন কিন্তু আজ তার ভাষণ আছে কিন্তু সেই নেতা নেই আমাদের মাঝে তার ভাষণ আছে। তিনি আসলেই মুক্তি দিয়েছে বাংলার মানুষকে পাক বাহিনীর হাত থেকে কিন্তু তাকে মুক্তি দিয়েছে বাংলার কিছু মানুষ । তাঁকে মুক্তি দিয়েছে চিরদিনের জন্য। তিনি আজ আর আমাদের মাঝে নেই কিত্ন আছে তার অক্ষয় ভাষণ আছে তার অমূল্য উক্তি যা বাংলার মানুষ আজীবন মনে রাখবে ধরে রাখবে হ্রদয়ে। তিনি আমাদের মাঝে নেই তবুর আছে তার কন্ঠস্বর আছে তার শ্রেষ্ঠ বলিদান । বাংলার মানুষ কে মুক্ত করার জন্য তিনি নিজেকে বলি দিনে কখনো পিছপা হণনি। কিস্তু বাংলা মানুষ এই শ্রেষ্ঠ মানুষ কে বেশি দিন বাংলা বুকে অথ্যাৎ স্বাধীন বাংলাতে থাকতে দেননি। কিছু অসৎ মানুষ তাঁকে স্বাধীন বাংলার বুক থেকে কেড়ে নিয়েছে কিন্তু বাংলার মানুষের বুক থেকে কেড়ে নিতে পারেনি আর কখনো পারবেও না। আমি আর বেশি কিছু বলেতে চাই না। আসুন আমরা সবাই এই শ্রেষ্ঠ মানুষটার জন্য আল্লাহতালার কাছে দোয়া প্রার্থণা করি যেন তিনি বেহস্তবাসি হন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.