নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরাশার মাঝে আশার নাবিক.।.।

মোঃ ফিরোজ সোহাগ

আমি চিন্তা করি তবে কোন কিছু নিয়ে চিন্তিত নই।

মোঃ ফিরোজ সোহাগ › বিস্তারিত পোস্টঃ

আগামী প্রজন্ম, কোটা ও ভাবুক মন..!!!

২৯ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৩

গতকাল বিকেলে আমার ছাত্র অন্তিম কে পড়াচ্ছি এমন সময় বন্ধু নাজির আসলো।
অন্তিমের cute গাল টেনে নাজির জিজ্ঞেস করলোঃ- তুমি কোথায় পড়?
অন্তিমের উত্তরঃ- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
নাজির একটু শুধরে দিয়ে বললঃ- বাবু বিশ্ববিদ্যালয় নয়,বল যে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজে পড়।
অন্তিকের আবেগি counter উত্তরঃ- নাহ! আমার তো কোটা আছে...।(উল্লেখ্য- অন্তিকের বাবা জাবির একজন কর্মকর্তা সে অনুসারে)
যাহোক class-4 এ পড়ুয়া ছাত্রের মুখ থেকে এমন পাখনা উত্তর শুনে নাজির মৃদু হেসে চলে গেলেও আমি একটু বিরক্তির সুরেই বললাম; অন্তিক পড়ায় মন দাও। ভাবলাম,কোটা system অন্তিককেও এর power বুঝিয়ে ফেলেছে।
.
.
কিছুক্ষণ পর; অন্তিককে নৈতিক শিক্ষা বিষয়টি পড়াতে গিয়ে সাম্য ও সৌহার্দ্য অধ্যায় বোঝাতে জিজ্ঞেস করলাম- বলতো পৃথিবীর কোন স্থানে মানুষ পরস্পরের ভেদাভেদ ভুলে যায়, এমনকি এক সাথে দাড়াতে বা বসতে কোন দ্বিধা করে না? আমি আশা করেছিলাম কোন ধর্মালয়ের(মসজিদ,মন্দির,গির্জা ইত্যাদির) নাম বলবে।কিন্তু না—
অন্তিকের উত্তরঃ- গুলিশ্তান- ধামরাই বাস (উল্লেখ্যঃ এটি সাভার- ঢাকা রোডের আপামর জনতার বাস)
তার উত্তর শুধু আমাকে অবাকই করলো না আমায় ভাবতে বাধ্য করলো।সত্যিই আমি নিজেও কখন এভাবে চিন্তা করিনি।আসলে ওর বয়সে আমি বোধয় এমন উত্তর করে কাউকে surprise করতে পারিনি।
-
-
যাহোক, বর্তমান উদ্ভাবনী বিশ্বে আমাদের নতুন প্রজন্মরাও যে সব কিছুর সাথে তাল মিলিয়ে এবং তাদের সৃজনশীলতার আলো ছড়িয়ে চলছে সেটি সত্য। তবে কোটা নামের ক্যানসার আর প্রশ্নপত্র ফাঁস করে প্রশ্ন নামের বিষ গলায় দিয়ে- A+ আর পাশের হার বাড়িয়ে অন্তিকদের মেধার বারোটা আর আমার দেশের ছাব্বিশটা যেন আমরা শিক্ষকরা বা সরকাররা না বাজাই সেটা আমাদের ভুলে গেলে চলবে না!
[বি দ্রঃ অন্তিকদের পাশ,ফেল কিংবা বখে যাওয়া বা কর্মহীন বেকার হওয়া আমাদের(জনগন=সরকার) কর্মের উপর নির্ভর করে।

উল্লেখ্য, লেখাটির প্রথম প্রকাশঃ ২৯ মার্চ ২০১৫

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৭

সিনবাদ জাহাজি বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.