![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়ে ফোন করেছে। বাবা ইতিমধ্যে বুঝে গেছে আর কিছুক্ষণের মধ্যে তার মৃত্যুঘন্টা বাজবে। অসহায় বাবা কান্না ছাড়া কিবা করতে পারে। কিছুক্ষণ পর ঘাটকের বুলেট একরামের বুক ঝাঁঝরা করে দিল। অপর প্রান্তে মেয়ে এবং স্ত্রী’র আর্তনাদ............। না! যতবার চেষ্টা করেছি বুকটা কেঁপে উঠেছে। আমি শুনতে পারিনি অডিওটা। আমার ভাবতে কষ্ট হয়। আমাদের ট্যাক্সের টাকায় একদল দয়ামায়াহীন জংলি বাহিনী তৈরি হচ্ছে।
আজ থেকে বহু বছর আগের কথা। ২০০৫ সালের শেষের দিকে। আমি চট্টগ্রামে ই পি জেডস্ত সুপার ফাইন স্পিনার্স এন্ড নিটার্স নামক একটি প্রতিষ্ঠানে এক্সিকিউটিব এডমিন পদে চাকুরী করছিলাম। এর মাঝে আমাকে কতৃপক্ষ মানব সম্পদ উন্নয়ন বিভাগে ম্যানেজার পদে প্রমোশন দিল। এই পদে আমার কোন পূর্ব অভিজ্ঞতাও ছিলনা। প্রমোশন পাবার কয়েকদিন পর আমার কাছে ম্যাসেজ আসলো, একটা ছেলেকে বের করে দিতে হবে। কারাখানা ছুটির পর আমি ছেলেটাকে ডাকলাম।
তার সমস্ত পাওনা বুঝিয়ে দিয়ে বললাম কতৃপক্ষ তোমাকে না রাখার সিদ্ধান্ত নিয়েছে। কিছক্ষণ পর তাকিয়ে দেখি ছেলেটার দু’চোখ দিয়ে পানি ঝরছে। তারপর সে বলল স্যার আমার একটা এক মাসের বাচ্চা আছে। এই চাকরিটা চলে গেলে আমার বাচ্চার দুধ কেনার টাকা থাকবেনা বলেই অঝোরে কান্না শুরু করে দিল। আমি সেদিন একজন শ্রমিকের কান্না দেখিনি। আমি দেখেছি একজন অসহায় বাবার কান্না। আমিও কান্না ধরে রাখতে পারিনি। কারন তখন আমিও মাত্র বাবা হয়েছি। আমার বড় মেয়ে সামিরার বয়সও তখন এক বছরের কাছাকাছি। একজন বাবার আবেগ বুঝার জন্য এর চেয়ে উত্তম সময় বোধহয় আর নাই।
আমি সাথে সাথে সিদ্ধান্ত পাল্টালাম। আমি উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বললাম। আমি তাদের সাফ জানিয়ে দিই এই ধরণের চাকরী আমার পছন্দ নয়। প্রয়োজনে আমি ম্যানেজার পদ ছেড়ে আগের পদে ফিরে যাতে চাই। আমার বস আমার দিকে তাকিয়ে দেখে আমিও কাঁদছি। আমি শধু আমার বসকে বললাম আমিও একজন বাবা।
মেয়ের ফোন পেয়ে একরাম হয়তো নিজের জন্য কাঁদেনি। আমি নিশ্চিত একরাম হয়তো কেঁদেছে তার মেয়ের কথা ভেবে কিংবা স্ত্রী’র কথা ভেবে। কারণ একরামতো একজন বাবা কিংবা স্বামী।
আমি জানিনা একরাম কি অপরাধী না নিরাপরাধী? একরাম কি মাদক ব্যবসার সাথে যুক্ত নাকি যুক্ত নয়। যদি একরাম অপরাধী হয়েও থাকে, কিংবা একরাম যদি মাদক ব্যবসার সাথে যুক্ত হয়েও থাকে তারপরও কি এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকান্ড সমর্থনযোগ্য?
জাতির বিবেকের কাছে এই প্রশ্ন কে করবে?
একরামের মেয়ের জিজ্ঞাসা, আব্বু তুমি কান্না করতেছ যে? আমরা কি একরামের নিথর দেহ থেকে উত্তরের আশায় বসে থাকবো?
আসুন আওয়াজ তুলি, "এমন অসভ্য, বর্বর বাংলাদেশ আমরা চাইনা"। ক্রস ফায়ারের নামে বিনা বিচারে মানূষ খুন বন্ধ কর।
©somewhere in net ltd.