![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মাথায় মাঝে মাঝে খুব উল্টা-পাল্টা লিরিক ঘুরে!!!একটা গান ইদানীং খুব গাই!!
গানটা হইলঃসংসার আমার ভাল্লাগেনা,সংসার ভালো লাগেনা,
সংসার হইল বিষের কলসি,আমি হব দিওয়ানা!
এই আজগুবি গান আমি কবে কোথায় শুনেছি তা এখনও উদ্ধার করতে পারলাম না!তবে যেখানেই শুনিনা কেনো গানটা আমার মগজে এমন ভাবে গেথে গেছে যে চাইলেও সরাতে পারছি না।যখন পড়া লেখার একটু চাপ থাকে তখনই গানটা সবাইকে গেয়ে শুনাতে ইচ্ছা হয়!
আবার আর একটা গানও খুব মাথায় ঘুরে!এইটা আবার একটু অন্য ধরনের গান!
যক্ষা রোগের নাম শুনিলে ভয়ে অন্তর কাইপ্পা যায়,
যক্ষা হইলে রক্ষা নাই আর,বাইচা থাকার কি উপায়!
আমি বুঝিনা,এই সমস্যা কি শুধুই আমার নাকি অনেকেরই হয়?
১২ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৩
শুঁটকি মাছ বলেছেন: আমার এক কাজিন ছোটোকালে সারাদিন এই গানটা গাইত!একদিন চাচী ওরে ধইরা দিছিল সেইরম ছ্যাচা!ছ্যাচা খাইয়া পোলা এই গান গাওয়া বন্ধ কইরা দিছিল!!!!!!!!
২| ১২ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৭
লিঙ্কনহুসাইন বলেছেন: খাইছে কামাই
এই তো দেখি আমার মতন অবস্থা
আমি একা থাকলে বলি ১২০-
১৩০- ১৬০ এই সংখ্যা গুলা বলি , কিন্তু কি জন্য বলি তায় জানিনা ! তবে ভালো লাগে মাঝে মাঝে চিল্লাইয়া চিল্লাইয়া কই ১২০- ১৩০- ১৬০
১২ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৪
শুঁটকি মাছ বলেছেন: উমা!!!!!!!!!!!
এইডা আবার কেমন অভ্যাস!!
বাপের জন্মেও দেখি নাই!!!!!!
৩| ১২ ই জুন, ২০১৩ দুপুর ১২:২১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
১২ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৬
শুঁটকি মাছ বলেছেন:
৪| ১২ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
১২ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৬
শুঁটকি মাছ বলেছেন: কি হইছে ভাই?চিন্তিত ক্যান?
৫| ১২ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৬
আবুল হাসান নূরী বলেছেন:
এই রোগের নাম হইলো Tortune (Torture + Tune)
A catchy yet awful song that you just cant't get outta ur head, even after hearing it played just once.
১২ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৭
শুঁটকি মাছ বলেছেন: ভাই,এই রোগের ঔষধ কি?
৬| ১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ব্যাপার্না আপু।
১২ ই জুন, ২০১৩ রাত ৯:০০
শুঁটকি মাছ বলেছেন:
৭| ১২ ই জুন, ২০১৩ রাত ৯:৪০
অদ্বিতীয়া আমি বলেছেন: আমারও হয় এমন
২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
শুঁটকি মাছ বলেছেন: ওমা তাই নাকি?????????????????????
৮| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৩
লুছিফার বলেছেন: হাউ লুল ।
২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
শুঁটকি মাছ বলেছেন: ঐ ভাই,আমি তো কোনো মেইল পাইলাম না!!!!!!!
৯| ১৭ ই জুন, ২০১৩ দুপুর ২:২৮
মুক্ত মানব আসিফ বলেছেন: সমস্যাটা তোর একটু বেশী!! এই যা!!!
২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
শুঁটকি মাছ বলেছেন: এম্নে কইস নারে!!!!!!!!!!!!!
১০| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৩
আদনান শাহ্িরয়ার বলেছেন: আমার তো কিছুদিন পর পর গান চেঞ্জ হয় । আরও অদ্ভুত ব্যাপার যে গান কোনোদিন শুনেছি বলে মনে হয়না অথবা যেটা গান আমার সুরুচিকে ধুলোয় মিশিয়ে দেয় সেই গানগুলাই দেখা যায় আপনাতেই গুনগুন করছি ! ভয়াবহ বিরক্তিকর ব্যাপার ।
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৫
শুঁটকি মাছ বলেছেন: কয়েকদিন আগেও বাসে যেতে যেতে একটা গান শুনেছিলাম। একটা গানের লিরিক যে কেবল মাত্র নিম্ন মানের হতে পারে এ ধারনা কে ভুল প্রমান করেছে গানটার সুর। কি অশ্লীল সুর! ইয়াক!!!!!!!
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৩ সকাল ১১:২৮
ইমরাজ কবির মুন বলেছেন:
হয়, প্রায় সবারই হয়।
আমার মাথায় গত ২-৩দিন ঘুরতেসে:
ভালবাস্সো কি না বাস্সো বন্ধু টেরাই করো আমারে ...
বিশাল ফ্রুবলেম ||