![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোবাইল কম্পানীগুলা যে একটু বেশি ফাজিল আর সুবিধাবাদী শয়তান এই কথা আগেই জানা ছিল।কিন্তু শালারা যে এত্ত বান্দর তা আগে মাথায় আসে নাই।
ঐ দিন একটা জরুরী কাজে এয়ারটেল সিমে দশ টাকা দিয়া P9 বান্ডেল কিনলাম।কাজ শেষ করলাম।তারপর ঘুমায়ে গেলাম।দশ এমবি শেষও করতে পারিনাই,তার আগেই ভ্যালডিটি শ্যাষ!যাই হোক,তাতে আমি মাইন্ড করিনাই।কিন্তু কাহিনি হইল,আজকে সকালে আমি তাদের কাছে বান্ডেল কিনার জন্য ম্যাসেজ পাঠাইনাই।তারপরও তারা ভালোবাসা দেখায়ে আমারে দশ এমবি দিয়া গেল।ভালবাসায় প্রতিদান স্বরূপ আবার ১২ টাকা কেটেও নিল।মোবাইলে ছিলই মোটে ১৪টাকা।তার মধ্যে ১২ টাকা কাইটে নিলে আর থাকেই বা কয় টাকা?আমি তাদের কাছে কি এই ভালবাসা চাইছিলাম?আবার শালারা ম্যাসেজ দিয়া কয় যে এই সার্ভিস অফ করতে চাইলে আমি যেনো তাদের কাছে অফ লিখে ম্যাসেজ করি!ক্যান করুম?দোষ কি আমার না মোবাইল কোম্পানীর?
কামের কাম তো একটাও করে না।দরকারের সময় নেটওয়ার্ক পাই না,নেট স্পীড স্লো ব্লা ব্লা ব্লা!কামের সময় ঠণ-ঠন আর আকামের বেলায় ষোল আনা।শালা,ফাজিলের ফাজিল।থাপ্পর দিয়া সোজা করা দরকার ঐ বান্দরের ছাও মোবাইল কম্পানীরে!!!!!!!!
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
শুঁটকি মাছ বলেছেন: সব আমিই দিমু?আপ্নেরা প্লিজ আমার সাথে থাইকেন!!!!!
২| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৮
অনিকেত প্রান্তর (পাগলা) বলেছেন: আহা পেয়ারটেল
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
শুঁটকি মাছ বলেছেন: :-< :-< :-< :-<
৩| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৯
রোহান খান বলেছেন: আমার পক্ষ থেকে অতিরিক্ত ১০ টা থাপ্পড় আর দুইটা বাশও দিয়া দিবেন।
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
শুঁটকি মাছ বলেছেন: আর কিছু দিমু না?এই ধরেন রড দিয়া মাথায় বাড়ি জাতীয় কিছু?
৪| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
হরে ভাই এদের মত প্যারা খুব কমই আছে।
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
শুঁটকি মাছ বলেছেন: ধইরা যেদিন কয়ডা দিমু ওই দিন বুজবো!!!!
৫| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:১৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
শুঁটকি মাছ বলেছেন: হাসো কেন?হাসির কথা কইছি?
৬| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:১৫
বটের ফল বলেছেন: কাইন্দা ফালাইলাম ভাই।
আপনার লগে আমি আরো ২০টা থাপ্পর পাঠাইয়া দিলাম।
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
শুঁটকি মাছ বলেছেন: চোখের পানি মুছে ফেল ভাই!এখন ওদের সাইজ করার সময় হয়েছে!চল,আমাদের বাসার দা-বটি নিয়ে আমরা ওদের উপর ঝাপিয়ে পরি
৭| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৯
দায়িত্ববান নাগরিক বলেছেন:
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
শুঁটকি মাছ বলেছেন: ও ভাই হাসেন ক্যান?
৮| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৮
আল্পেনকর্পস বলেছেন: আমিও বিপদে আপদে পেয়ারটেলের ১০ এমবি ইউস করি (আমার বাংলাবিলাই যখন ম্যাও ম্যাও করে) ! এই প্যাকেজের মেয়াদ তো দুই দিন ! আর মেয়াদ শেষ হওয়ার আগেই ওরা মেসেজ দিয়ে বলে যে প্যাকেজ বন্ধ না করলে অটো রিনিউ হবে।
এইগুলা সুক্ষ ধান্দাবাজী !! পেয়ারটেল বাদ দিয়ে টেলিঠগ নিমু কিনা ভাবতেছি !
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
শুঁটকি মাছ বলেছেন: হেহ!!!সব শালার এক!!!!!!কেউ ভাল না!খালি বিজ্ঞাপনে চাপার জোর না দেখাইতে পারলে ওগুলারে কেউ জিগাইতো না!!!!!!!!!
৯| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:১১
হেডস্যার বলেছেন:
ধইরা কাঁচা শুটকি মাছ খাওয়াইয়া দ্যান
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
শুঁটকি মাছ বলেছেন: :-< :-< :-< :-<
১০| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
চানাচুর বলেছেন:
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
শুঁটকি মাছ বলেছেন:
১১| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১:৪৫
মাক্স বলেছেন: ঠিকই আছে এয়ারটেল ইউজান ক্যারে
০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:০৪
শুঁটকি মাছ বলেছেন: ঐ যে এফ এন এফ নাম্বার আছে,এই জইন্য!!!!!!!!!!!!!!!!
১২| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১:৫৪
হাসান মাহবুব বলেছেন: বাংলালিংকও এরকম করে আমার সাথে। কেউ ভালা না।
০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:০৫
শুঁটকি মাছ বলেছেন: আসলেই সব্বাই এত্তগুলা পচা!!!!!!!!!!!
১৩| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৮:০৮
কস্কি বলেছেন: হুদাই গাইল পাড়লেন
নিজের ভুলের মাশুল দিছেন .......তারপর আবার চ্যাওচ্যাও করেন কেন ........ও বুঝছি রাগ ঝাঁড়ছেন ..............
আর থাবড়া মারেন না কেলা? মানা কর্ছে কেডা????
মিছা না কইয়া হাচা কইলেই পাড়েন.........ঐডা কথার কথা.........
০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:০৭
শুঁটকি মাছ বলেছেন: আপ্নে আমারে কই এক্টুস খানি সাপোট করবেন,তা না!খালি পেয়ারটেলের পক্ষে কথা কইলেন!পেয়ারটেল কি আপ্নের দুলাভাই লাগে?
১৪| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:২৬
ইমরাজ কবির মুন বলেছেন:
থাবড়ায়া কানপট্টি এক্কেরে লাল কৈরালান দরকার !!
০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:০৮
শুঁটকি মাছ বলেছেন: পিলিজ ভাই,দিয়া দেন দুইটা!!!!!!!!!!!!!!!!
১৫| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
চানাচুর বলেছেন: শুঁটকি কস্কি কিন্তু আমাগো কাক্কু হয়!!
০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:২৯
শুঁটকি মাছ বলেছেন: তাই নাকি?তাইলে তো কাক্কুর কাছ থেকে একদিন চা-পানি খাইতে হয়!!!!!!!!
১৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:১২
কস্কি বলেছেন: আফনেরে সাপোর্ট করমু কেলা??
লাগতে পারে.........খালি দুলাভাই না.......সব ভাইই লাগ্তারে
উপরের সবাইতো আপনের উপর সব দায়িত্ব চাপাইয়া ভাগলো!! আপনি কার উপরে দায়িত্ব চাপাইবেন ......??
০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
শুঁটকি মাছ বলেছেন: আমি আর কার উপর চাপাইমু?আমি সব দায়িত্ব কাক্কুর উপর চাপায়ে দিলাম।
১৭| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৪৮
কস্কি বলেছেন: এই যে জ্যাতাঁ!! শুঁমা!!
এইসব চাপাচাপিতে!!
আমি নাইকা, তাই বল এখন আপনের ঘাড়েই!!
বিড়ির গন্ধদিয়া ব্লগ ভইরা দিয়া যাই........
আপ্নেগো দৌড়ে এই পর্যন্তই........... তারপরেও কত্ত বড় বড় কথা!!
১৮| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৫১
কস্কি বলেছেন: এই যে জ্যাতাঁ!! শুঁমা!!
এইসব চাপাচাপিতে!!
আমি নাইকা, তাই বল এখন আপনের ঘাড়েই!!
বিড়ির গন্ধদিয়া ব্লগ ভইরা দিয়া যাই........
আপ্নেগো দৌড়ে এই পর্যন্তই........... তারপরেও কত্ত বড় বড় কথা!!
উপরেরটা মুইছা দিয়েন........
০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৯
শুঁটকি মাছ বলেছেন: ছিঃ কাক্কু,অম্নে বলে?আপ্নে আছেন কি করতে যদি আমিই সব কাম করি?তাছাড়া আপ্নে থাকতে আমার এই সব করাও তো বেয়াদ্দপি!
বাই দা ওয়ে,গোপন সূত্রে খবর পাইলাম,আপ্নে নাকি আমার ভারসিটির সিনিওর?
১৯| ০৯ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
শুভ্রনীল_প্রতীক বলেছেন: sottie fazlamir ekta shima thaka dorkar. Apni e bujhlen
১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৩
শুঁটকি মাছ বলেছেন: এই কমেন্টটার ফলশ্রুতি মনে করে এখন হাসি আসতেছে!!
২০| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৭
কস্কি বলেছেন: ছিঃ জ্যাঁডা!! . আপ্নে মুরুব্বী হইয়াও ছুডু পুলাপাইনরে কাম করবার কইতে পার্লেন!
আপ্নের নামেতো শিশু শ্রমের মামলা হইয়া যাইপো!! কয়দিন লুকায়া লুকায়া থাইকেন!!
আপ্নের অতি গুফন ছূত্র! মানে আমার চানা আংকেল, আপ্নের ভুল কথা কইয়াছে জ্যাঁডা!!
আপ্নেরে ফাউল করার লইগ্গা চানা আংকেলরে তো কিছু এক্টা দিতেই হয়.... হেইডা আপ্নেই ঠিক কইরা লইয়েন!
আর না পার্লে আম্রের কইয়েন!!
১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৫
শুঁটকি মাছ বলেছেন: মিছা কতা কইয়েন না জ্যাডা!!!একদিন আপ্নের ডিপাটমেন্ডে গিয়া আপ্নেরে খসায়ে কেক-কলা-কোক খাইয়া আসুম।তখন মজাডা ট্যার পাইবেন!!!!!!
২১| ২১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৪
কস্কি বলেছেন: মামলার ভয়ে কাক্কু থেইক্যা নগদে জ্যাডা!! , এরেই কয় বুদ্ধুমতী জ্যাঁডা!!
মাত্র একদিন খাইবেন কেন...? দুইদিন, তিনদিন খাইতে নিষেধ করছে কেডা? যান কাইলকাই আপনের বিক্কু.....কেক......কুক....খাওনের দাওত!!!
আমার্তে খাইয়্যা একটা ছবি পোস্ট কইরেন, ম্যালাদিন ধইরা নিজেরে দেহি না ........তাই জ্যাঁডার কল্যাণে নিজেরে দেহুম!!
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:১৭
শুঁটকি মাছ বলেছেন: জ্যাডা আমি কেমতে আপ্নে ফডু তুলুম ?আমার তো ডি-এস-এল-আর নাইক্কা!!!!!!!!!!!
২২| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৭
কস্কি বলেছেন: তা জ্যাঁডা খপোড় কি? (ম্যালাদিন পরে দেক্লাম)
আমার ছবি তুলবার লইগ্গা RLSD লাগবো না!
আর যাগের কিছু নাই, তাগোর লইগ্গাই তো ভাড়ায় চলিত জিনিস আছে!!
টেনছেইয়েন্না!!
আপনার বান্তুপী আইয়্যালোক, দুইজনরে একত্রে দৌড়ানি দিমু!!
১৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
শুঁটকি মাছ বলেছেন: তরে পাইলেনা.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।।।
২৩| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১০
আদনান শাহ্িরয়ার বলেছেন: সকল ব্যবসায়ীরা আপনাকে চুষে খাচ্ছে । সে আলুর ব্যবসায়ীই হোক আর মোবাইল কোম্পানির । থাপ্পর দিতে দিতে আপনার আরও দুইটা হাঁত গজিয়ে যাবে কিন্তু তাদের লজ্জা হবে না ।
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৯
শুঁটকি মাছ বলেছেন: হ আমগোরে পাইয়া লইছে! ঘাড়ের উপ্রে যদি দিবার পারতাম কয়ডা, তাইলে বুজতো!!!!
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৯
শুঁটকি মাছ বলেছেন: হ আমগোরে পাইয়া লইছে! ঘাড়ের উপ্রে যদি দিবার পারতাম কয়ডা, তাইলে বুজতো!!!!
২৪| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৯
সংগ্রামী বালক বলেছেন: শালারা তো টাকা কেটে নিতে পারলেই বাঁচে
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৭
শুঁটকি মাছ বলেছেন: হুম সব গুলা বান্দরের বান্দর!!
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫০
আন্ধার রাত বলেছেন:
আমার পক্ষ থেকে অতিরিক্ত আরো ৫ টা থাপ্পড় আর দুইটা লাথিও দিয়া দিবেন।