![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের পক্ষে আমি। সত্য-ই সুন্দর, সুন্দর-ই স্বপ্ন, স্বপ্ন-ই জীবন। ফেইসবুকে আমি http://www.facebook.com/fmjewel
কি হচ্ছে আমাদের এই সমাজে!!!!
♦ ভোলাল লালমোহনে সপ্তম শ্রেণীর
মাদরাসা ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে।
ধর্ষকদের
নানা হুমকিতে ধর্ষিতাকে নিয়ে তাঁর
পরিবার লুকোচুরি করার পর পুলিশ
ধর্ষিতাকে উদ্ধার করে লালমোহন থানায়
নিয়ে আসে। এ ঘটনায়১২ জানুয়ারী রাতেই
ধর্ষিতার বড় ভাই মোঃ ফরিদ
বাদী হয়ে লালমোহন থানায় মামলা দায়ের
করেছেন। মামলায় ৫ জনকে অভিযুক্ত
করা হয়েছে। পুলিশ এ মামলার ১
আসামীকে ইতোমধ্যে গ্রেফতার করেছে।
ধর্ষিতার ভাবী জানায়, ১০
জানুয়ারি বিকেলে প্রতিদিনের মত শিক্ষক
রাজীবের কাছে পড়তে যায় তার ননদ। ওই দিন
না ফিরে পরের দিন
সকালে বাড়িতে এসে সে জানায়, রাজীব,
নাজিম, মানিক ও বরকত তাকে রাতভর ধর্ষণ
করেছে।
♦রাজধানী নয়া দিল্লিতে বাসে এক
ছাত্রীকে গণধর্ষণ ও হত্যায়
দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ আর শোকের
ছায়া কাটতে না কাটতেই ভারতে আবার
একইরকম আরেক গণধর্ষনের ঘটনা ঘটেছে।
এবার উত্তরের প্রদেশ পাঞ্জাবে অমৃতসর
শহরের কাছে ২৯ বছর বয়সী এক
নারীকে ধর্ষণ করেছে সাত পুরুষ। এ ঘটনায়
ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছয়জনকে আটকের পর সন্দেহভাজন সপ্তম
ধর্ষককে আটকের চেষ্টা করছে পুলিশ।
♦ রাজবাড়ীতে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায়
জামিন পাওয়া তরুণ একই শিশুকে গতকাল
রোববার ধর্ষণ ও হত্যা করে!!
আর কতদিন আর কত কাল ধর্ষিত হবে আমার মা-বোন? ধর্ষণের পর আর কত যুবতীর প্রাণের স্পন্দন কেড়ে নেবে??।বন্ধুগণ
চলুন এবার আগুন জ্বালি।
আপনারা যুবশক্তি একত্রিত হয়ে যদি এখনই প্রতিবাদ করে এদের না রুখি তাহলে তারা আরও মাথাচাড়া দিয়ে উঠবে, ঐ ঘৃণ্য ধর্ষকদের এই সমাজ এবং রাষ্ট্র হতে সমূলে উৎপাটন করতে হবে তা না হলে ওরা আমাদের সুন্দর সমাজে অসুন্দরের বীজ আরও বপন করতে থাকবে। তাই প্রতি জেলার যুবশক্তি এক হয়ে এখনই প্রতিবাদ করতে হবে।শুধু ভার্চুয়াল
জগতে নয় আমরা বাস্তব জগতেও
কাঁপিয়ে দিতে পারি।শুধু একটি পোস্ট করেই
আমরা আমাদের দায়িত্ব এড়াতে পারিনা।
এইসব ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবিতে চলুন
আমরা আন্দোলন করি।নিশ্চুপ
থাকা মানে অন্যায় কে সমর্থন করা।
আমরা কি পারিনা এক হতে,অন্যায়ের
প্রতিবাদ করতে?
২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭
মনসুর-উল-হাকিম বলেছেন: বিশ্ব জুড়ে যৌন নির্যাতন এবং ধর্ষনের এই ঘটনা প্রবাহ প্রমান করে যে, কুশিক্ষা (সুশিক্ষার অভাব), অশ্লীলতার চর্চা (পর্দাহীনতা), অনৈতিক লোভ (সুদ/ ঘুষ/চুরি) আর ধর্মনিরোপেক্ষ গণতন্ত্র (নৈতিকতাহীন মূর্খের আধিক্ষ্য) মানুষকে পশুরও অধম এক অসভ্য প্রাণী বানিয়ে দেয়। সভ্য-সুন্দর মানব সভ্যতার বিনির্মানে এক আল্লাহর প্রতি বিশ্বাস, সুশিক্ষা, সৎ নৈতিকতা, সামাজিক মূল্যবোধের চর্চা বিষয়গুলি অপরিহার্য। সততার সাথে ইসলাম পালন ও চর্চা মানুষকে এই অসভ্য-অনাচার থেকে মুক্তি দিতে পারে বলে আমার বিশ্বাস।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০
মোঃ নজরুল ইসলাম বলেছেন: Side country side effect.
Publisher
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
আমরা ভারতের ফলোয়ার -- এ ছাড়া কোন যুক্তি খুইজা পাইতাছি না ---
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪
সাইফুল আলী বলেছেন: ভোলায় মাদরাসা ছাত্রীকে গণধর্ষণ করল সহযোগীসহ হিন্দু শিক্ষক :