![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের পক্ষে আমি। সত্য-ই সুন্দর, সুন্দর-ই স্বপ্ন, স্বপ্ন-ই জীবন। ফেইসবুকে আমি http://www.facebook.com/fmjewel
মাননীয় প্রধানমন্ত্রী,
আপনি বৎসরের
শুরুতে প্রথমিক পঞ্চম শ্রেণী পর্যন্ত
পাঠ্যপুস্তক প্রতিটি ছাত্রছাত্রীর
হাতে তুলে দিয়েছেন শুনে অত্যন্ত
খুশি হয়েছিলাম। কিন্তু অন্যদিকে আবার
ব্যথিত হয়েছি এই দৃশ্য দেখে যে,
যারা মাদ্রসায় পড়ে এবতেদায়ী হতে পঞ্চম
শ্রেণী পর্যন্ত তারা এখনো নতুন পাঠ্যপুস্তক
হাতে পায়নি আপনার এই বিমাতা সরূপ আচরণ
দেখে আমি সত্যিই ব্যথাক্রান্ত হয়েছি।
এর দ্বারা কি আপনার ইসলামী শিক্ষকার
প্রতি যে বিদ্বেষী মনোভাব তাঁরই
কি বর্হিঃপ্রকাশ ঘটাচ্ছে?
তাছাড়া আজকের একটি দৈনিক পত্রিকায়
দেখলাম যে, "পাঠ্য বই মুদ্রণেও
বিদেশপ্রীতি!"
দেশের কাগজশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট
ব্যক্তিরা জানান, সরকারি নীতিমালা,
সদিচ্ছার অভাব এবং শিক্ষা মন্ত্রণালয়সহ
এনসিটিবির কিছু কর্মকর্তার অনীহার
কারণে কর্ণফুলী পেপার মিলসহ ধ্বংস
হতে বসেছে দেশের উদীয়মান কাগজশিল্প।
তাঁদের অভিযোগ, দেশি কাগজের কাঁচামাল
আমদানিসহ নানা পর্যায়ে উচ্চমাত্রায় শুল্ক
চাপিয়ে শুল্কমুক্তভাবে বিদেশি কাগজ
আমদানি উৎসাহ করা হচ্ছে।
ফলে বিদেশি কাগজের সঙ্গে অসম
প্রতিযোগিতার মুখে পড়ছে দেশের
কাগজশিল্প। এ ক্ষেত্রে সরকারি পেপার
মিলগুলোর অবস্থাই বেশি খারাপ। এরই
মধ্যে সরকারি দুটি পেপার মিল বন্ধ
হয়ে গেছে, কর্ণফুলী কাগজ কলটিও
চলছে ধুঁকে ধুঁকে।
আমাদের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র,
বাসস্থানের মত প্রথমিক শ্রেণীর পাঠ্যপুস্তক
যেহেতু আমাদের দেশে প্রতি বৎসর প্রয়োজন
তাই এই প্রিন্টাং এর কাজটি এই দেশের
শ্রমজীবী মানুষের
হাতে তুলে দিয়ে এইদেশকে স্বনির্ভর করার
কাজে আপনার আরও
সহযোগিতা কামনা করছি।
আপনি আমাদের সকলের
প্রধানমন্ত্রী আশাকরি সকল জনগণের
প্রতি আপনি সমান দৃষ্টি দেবেন।
ইতি
আপনার রাষ্ট্রের হতদরিদ্র একজন
২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯
বাংলার েতীিহদ বলেছেন: ভােলা লাগলো
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৪
ফাহিম মুনতাসির বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
তানিয়া হাসান খান বলেছেন: আপনি আমাদের সকলের
:#>
প্রধানমন্ত্রী আশাকরি সকল জনগণের
প্রতি আপনি সমান দৃষ্টি দেবেন।