![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের পক্ষে আমি। সত্য-ই সুন্দর, সুন্দর-ই স্বপ্ন, স্বপ্ন-ই জীবন। ফেইসবুকে আমি http://www.facebook.com/fmjewel
*প্রসঙ্গ ধর্ষণ*
কর্মঃ-
টিভি ভর্তি যৌনতা?
উহা তো সিনেমা!
কাগজ ভর্তি যৌনতা?
উহা তো কবিতা!
ক্যাসেট ভর্তি যৌনতা?
উহা তো সঙ্গীত!
বিলবোর্ড ভর্তি যৌনতা?
উহা তো বিজ্ঞাপন!
ক্যানভাস ভর্তি যৌনতা?
উহা তো পেইন্টিং!
পাথর ভর্তি যৌনতা?
উহা তো ভাস্কর্য!
স্টেজ ভর্তি যৌনতা?
উহা তো বিনোদন!
সমগ্র পৃথিবীর
খাঁজে-ভাঁজে, মাংসে-অংশে, পাহাড়ে-নহরে,
উদ্যানে-বিদ্বান যৌনতা?
ফলঃ-
বাসে ধর্ষণ, বাসায় ধর্ষণ,
রেলে ধর্ষণ, রেল স্টেশনে ধর্ষণ,
খেলায় ধর্ষণ, মেলায় ধর্ষণ,
মাঠে ধর্ষণ, পাঠশালায় ধর্ষণ,
ক্ষেতে ধর্ষণ, খামারে ধর্ষণ,
গাঁয়ে ধর্ষণ, শহরে ধর্ষণ,
কিশোরী ধর্ষণ, তরুনী ধর্ষণ,
মধ্যা ধর্ষণ, বৃদ্ধা ধর্ষণ, কোচিংয়ের
নামে ধর্ষণ, পড়ানোর নামে ধর্ষণ,
রাজনীতির নামে ধর্ষণ,
নেত্রী বানানোর নামে ধর্ষণ,
মডেলিংয়ের মানে ধর্ষণ, অভিনয়ের
নামে ধর্ষণ….
পরিত্রাণঃ-
আল্লাহ বলেন-
মানুষের হাতের কর্মফলে,
জলে ও স্থলে ফাসাদ দেখা দিয়েছে।
আর এটা এজন্য, যেন তারা নিজ
কৃতকর্মের সামন্য ফল ভোগ করে।
আশা করা যায় যে তারা ফিরে আসবে।
(সঠিক পথে)
সুরা রোম-৪১
অন্যত্র ইরশাদ হয়েছে,
ত্বহা-যারা আমার স্মরণ বিমুখ
হয়ে গেছে, নিশ্চই তাদের জন্য
রয়েছে সংকীর্ণ ও কোণঠাসা জীবন। -
সুরা ত্বহা(১২৪-১২৭)
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২
বিষন্ন একা বলেছেন: +++