নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের প্রতিধ্বনি

সত্য ও সুন্দরের পক্ষে আমি।

ফাহিম মুনতাসির

সত্য ও সুন্দরের পক্ষে আমি। সত্য-ই সুন্দর, সুন্দর-ই স্বপ্ন, স্বপ্ন-ই জীবন। ফেইসবুকে আমি http://www.facebook.com/fmjewel

ফাহিম মুনতাসির › বিস্তারিত পোস্টঃ

বৈজ্ঞানিক দৃষ্টিতে পর্দা (পর্ব-১)

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২

আমি এই সম্পর্কে আপনাদের প্রকৃতিক বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, জীব বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, মনো বিজ্ঞান, যৌন বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান সহ বিভিন্ন ধর্মে যে পর্দার কথা যুক্তিক ভাবে তুলে ধরা হয়েছে তাই দেখানো চেষ্টা করবো।

আজ আমি প্রকৃতি বিজ্ঞানের দিক থেকে এই আলোচনা শুরু করব।



কী সুন্দর এই পৃথিবী! আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা এই পৃথিবীকে সাজিয়েছেন।

গাছ-গাছালি, পাখ-পাখালি, বন-বনানী, মানব-দানব, জন্তু-জানোয়ার আরো কত কি দিয়ে! এ সবের প্রত্যেকের মাঝে দিয়েছে বিপরীত আকর্ষণ।

এই যে পৃথিবীতে বৃষ্টি হচ্ছে, নদী বইছে, ফুল ঝরছে, ফল পড়ছে-এ সবই মাধ্যাকর্ষণের ফলে। জড় জগতে যেমন রয়েছে মাধ্যাকর্ষণ, মনোজগতও রয়েছে সেরূপ এক অদ্ভুত আকর্ষণ। এই আকর্ষণের ফলেই দেখা যায় মানুষের প্রতি মানুষের ভালবাসা। বিশেষ করে নারী পুরুষের যৌন-আকর্ষণ। আর এই আকর্ষণের কারণেই টিকে আছে মানব বংশ। এখন যদি এই আকর্ষণে সৃষ্ট যৌন চাহিদা নিয়ন্ত্রণ রাখা না হয়, তবেই মানব সমাজ কলুষিত হবে সমাজে জন্ম নিবে ধর্ষণ ও যৌন হয়রানির মত ঘৃণ্য কর্মকাণ্ড! তাইতো এই আকর্ষণকে নিয়ন্ত্রণ রাখার জন্যই পর্দার বিধান।

আল্লাহ তাঁর সমগ্র সৃষ্টি থেকে পর্দার আড়াল হয়ে আছেন। কবির ভাষায়ঃ "দৃশ্যে অদৃশ্যে তুমি, জেগে আছ অনুভবে "।

শুধু তাই নয়, তিনি তাঁর সুন্দর সৃষ্টিকেও পর্দার আড়ালে রেখেছেন। তাঁর কোন সৃষ্টিই বেপর্দা নয়। এই পৃথিবীর পর্দা হচ্ছে নীল আসমান। এই পৃথিবীর মাছগুলোকে তিনি রেখেছেন পানিরূপ পর্দার ভেতর। জীব জানোয়ারদের রেখেছেন বনের পর্দা দিয়ে। এমন কোন ফলমূল কিংবা খাদ্য নেই, যাকে আল্লাহ পর্দার ভেতর রাখেনি। ফুলের সুবাসকেও লুকিয়ে রেখেছেন ফুলের কলিতে। এমনকি ডিমের অতি মূল্যবান কুসুমকেও রেখেছেন খোসা নামক পর্দার ভেতর। আর মানুষ তাঁর সৃষ্টির শ্রেষ্ঠ হবার কারণে মানুষের ব্যপারেও আরোপ করেছেন পর্দার বিধান।

কবি বলেনঃ

"খাল বিলের পানি খেলে রোগ যায় বেড়ে,

খাইলে ডাবের পানি, দ্রুত যায় সেরে। "

এর কারণ কী? কারণ হচ্ছে ডাবের পানি পর্দায় থাকে। পক্ষান্তরে খালবিলের পানি থাকে উন্মুক্ত।

দেখুন! হরিণ নামক সুন্দর প্রাণীটি থাকে গহীন বনে তথা কঠোর পর্দায়। তাইতো এটিকে দেখার জন্য মানুষ পাগলপারা। চিড়িয়াখানায় গিয়ে টিকেট কেটে মানুষ একে দেখে। এটি যদি বন নামক পর্দায় না থাকত, তবে মানুষ দেখার জন্য পাগল হতো না। ছাগল দেখার জন্য তো কেউ এত পাগল নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.