নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের প্রতিধ্বনি

সত্য ও সুন্দরের পক্ষে আমি।

ফাহিম মুনতাসির

সত্য ও সুন্দরের পক্ষে আমি। সত্য-ই সুন্দর, সুন্দর-ই স্বপ্ন, স্বপ্ন-ই জীবন। ফেইসবুকে আমি http://www.facebook.com/fmjewel

ফাহিম মুনতাসির › বিস্তারিত পোস্টঃ

বৈজ্ঞানিক দৃষ্টিতে পর্দা (পর্ব-৩)

২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

এখন আমি জীব বিজ্ঞানে আলোক পর্দা প্রথা নিয়ে আলোচনা করার চেষ্টা করব । চলুন তাহলে শুরু করি...

ইসলামের দৃষ্টিকোন হতে পরিষ্কার ভাবে বলা যায় -নারীরা পুরুষের চেয়ে কোন অংশেই সামান্য নন। তবে তারা বৈশিষ্ট্যের দিক হতে একটু ভিন্ন প্রকৃতির। মেয়েরা যা পারে পুরুষরা তা এত সহজে পারে না, এটাও সত্য যে আবার মেয়েদের অনেক কাজ পুরুষরাও পারে না। তবে দেহের বিবেচনাই নারীরা একটু দুর্বল। নারীদের দেহ -সংগঠন এমন যে পুরুষ সম্মত আর শক্তি না হলে নারী তার সাথে শারীরিক সম্পর্ক পাতাতে পারে না। কিন্তু উত্তজেতি পুরুষ যে কোন সময় নারীকে তার শিকারে পরিণত করতে পারে। পক্ষান্তরে নারীর তুলনায় পুরুষের শারীরিক গঠন কাঠামো শক্তিশালী। জীব বিজ্ঞান বলছেঃ

১. পুরুষের দেহের গড় ওজন ৪৭ কেজি। পক্ষান্তরে নারীর দৈহিক গড় ওজন সাধারণত ৪২.৫ কেজির ওপরে নয়।

২.পুরুষের দেহের মাংসপেশি ৪১.৫%। নারীর দেহের মাংসপেশি ৩৫%।

৩.পুরুষের দেহের হারের ওজন সাধারণত ৭ সের। নারীর দেহের হারের ওজন সাধারণত ৫ সের।

৪.রক্তের লোহিত কণিকা তুলোনামূলক ভাবে নারীর চেয়ে পুরুষের বেশি।

৫.পুরুষের মগজের সর্বনিম্ম ওজন ৩৪ আউন্স আর সর্বোচ্চ ৬৫ আউন্স। নারীদের সর্বনিম্ন ৩১ এবং সর্বোচ্চ ৫৪ আউন্স।

৬.পুরুষের হৃদপিণ্ডের ওজন নারীর হৃদপিণ্ডের চেয়ে ৬০ গ্রাম বেশি।

এইসব কারণে নারীরা দেহের বিবেচনাই একটু দুর্বল। ইংরেজি ভাষার শ্রেষ্ঠ কবি William Shakespeare তার 'Hamlet ' নাটকে নারী সম্পর্কে উক্তি করে বলেছেন এইভাবে "Frailty, thy name is woman! " অর্থাৎ দুর্বলতার নামই হচ্ছে নারী। ইসলাম তাই পুরুষকে নির্দেশ দিয়েছে ভালোবাসা দিয়ে, শক্তি দিয়ে নারীর দুর্বল অস্তিত্বকে রক্ষা করতে। তাই দেহটাই যেহেতু দুর্বল ও আকর্ষণীয় করা হয়েছে, সেহেতু তাদের আপাদমস্তক পর্দার স্থান।

কবি গুরু রবীন্দ্রনাথ সত্যি বলেছেন, "বিধাতার দোষ দিই না, তিনি মেয়ে পুরুষকে যথেষ্ট ভিন্ন করিয়াই সৃষ্টি করিয়াছেন। কিন্তু সভ্যতায় সে ভেদ আর থাকে না। এখন মেয়েও পুরুষ হইতেছে, পুরুষও মেয়ে হইতেছে, সুতরাং ঘরের শান্তি বিদায় লইল" (ঘরে-বাইরে' উপন্যাস)

ধরুন! সাইকেল বা রিক্সার টিউব যদি টায়ার কে বলে তুমি তো বাইরে থেকে অনেক কষ্ট করছ, ঘাতপ্রতিঘাত সহ্য করছ, তোমার আর দরকার নেই আমি এখন তোমার (টায়ারের) ভূমিকা পালন করব। টিউব এসব বলতে পারে টায়ারকে, বাস্তবে তা কিছুতেই সম্ভব নয়! কারণ টিউব হালকা হওয়ার দরুণ সহজেই তা ফেটে যাবে। নারী পুরুষের অবস্থাও ঠিক অনুরূপ। টায়ারের বাহিরে আসলে টিউবের যেমন ক্ষতি নিশ্চিত, পর্দার বাহিরে আসলে নারীর ক্ষতিও তেমন নিশ্চিত।

যারা পর্দাকে ধর্মান্ধতা মনে করেন, যারা নারী পুরুষের ভেদাভেদ মানেন না, তাদের কাছে আমার প্রশ্ন কেন আমেরিকা বা রাশিয়ায় আজ পর্যন্ত কোন নারী রাষ্ট্র প্রধান হয়নি? সেনাবাহিনীর সর্বাধিনায়ক কেন হয়নি? সমগ্র বিশ্ব একজন ফিল্ড মার্শালও নারী হয়নি কেন?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

মাহিরাহি বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

উমাইর চৌধুরী বলেছেন: ধন্যবাদ

৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১২

টাইটান ১ বলেছেন: বুদ্ধিমান রূপসী নারী দশটা পুরুষের চেয়েও শক্তিশালী।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

নতুন বলেছেন: নারীদের দেহ -সংগঠন এমন যে পুরুষ সম্মত আর শক্তি না হলে নারী তার সাথে শারীরিক সম্পর্ক পাতাতে পারে না। কিন্তু উত্তজেতি পুরুষ যে কোন সময় নারীকে তার শিকারে পরিণত করতে পারে।

পুরুষের অন্যায় ঢাকতে নারীকে ঢাইকা রাখতে হইবো??

নিজে কি নারীকে বোরকা ছাড়া দেখলে উত্তেজিত হইয়া যান?

আর আমাদের দেশে নারীরা তো যথেস্ট স্বালীন পোষাখই পরে.... এইটা নিয়াও এতো সমস্যা???

৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

এম আর ইকবাল বলেছেন: নারীর পর্দা সম্পকে অনেকে অনেক কথা বলে । তাদের কথা শুনলে মনে হয় , পুরুযেরা সব হায়নার মত ওত পেতে বসে আছে ঝাপিয়ে পড়ার জন্য । যে েইতর , সে সব সময় ইতর । নিজেকে নিয়ে ভাবুন । আপনি কি তাদের মত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.