![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের পক্ষে আমি। সত্য-ই সুন্দর, সুন্দর-ই স্বপ্ন, স্বপ্ন-ই জীবন। ফেইসবুকে আমি http://www.facebook.com/fmjewel
আজ ইন্টারনেটের সার্ভিস চার্জ কমানোর লক্ষ্যে যথাযোগ্য মর্যাদার সারা দেশে এক যুগে যুব এবং যুবতীশক্তি "মিস্ কল ডে" পালন করেছে। এই লক্ষ্যে বাংলার অনেক যুবক যুবতী আজ সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বিভিন্ন পরিচিত এবং অপরিচিত নাম্বারে অনর্গল মিস্ কল দিতে থাকে!
আজ এই আন্দোলনের প্রতিক্রিয়া জানতে দুই শ্রেণীর মানুষের কাছে যাওয়া হয় ...
১. ফ্লেক্সি লোড শ্রমিক শ্রেণীর কাছে এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানতে চাইলে বলে "যারা এই উদ্যোগ নিয়েছে তারা একটা আবুল কারণ আমরা যখন রাজপথে নেমে ৫ দিন লোড ব্যবসা বন্ধ করে আমাদের কমিশন বৃদ্ধির লক্ষ্যে আন্দোলন করে আমাদের স্বার্থ হাসিল করতে পারিনি আর এই আবুল শ্রেণী কী করে তাদের স্বার্থ উদ্ধার করে তা আমাদের মাথায় আসছে না"
২.এই বিষয়ে বাংলাদেশের বেসরকারি শিক্ষকদের সাথে যোগাযোগ করে তাদের কাছে এই আন্দোলনের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা বলেন "আমরা যখন রাজপথে আমরা এইদেশের জনগণ হয়ে এই দেশেরই সরকারের কাছে দাবি জানিয়ে আমাদের দাবি পূরণ করতে পরিনি বরং সরকারের লাথি পিটুনি খেতে হয়েছে তারপরও দাবি পূরণ হয়নি, আর বিদেশী একটি সংস্থার কাছে এই সমাজের কিছু কুলাঙ্গার ঘরে বসে দাবি আদায় করতে চাই! কী তাজ্জব ব্যপার!!
এই বঙ্গে কোন আন্দোলন রাজপথে না এসে সফল হয়নি। বর্তমান এই কুলাঙ্গার সন্তানদের জন্য হয়ত কবি বলেছিলেন
"বাঙ্গালী মোরা ভদ্র অতি পোষমানা এই প্রাণ
বোতল আটা জামার নিচে শান্তিতে শয়ান"
সত্যি এই বর্তমান যামানায় আমাদের মত এই যুবশক্তিকে দেখলে কাজী নজরুল, রবিন্দ্রনাথ, ডাঃ লুৎফর আমাদের ঠাট্টা বিদ্রুপ ছাড়া আর কিছুই উপহার দিতেন না।
২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
নাহিদ বলেছেন: চলেন রাস্তায় নামি।
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
কস্কি বলেছেন: ১ জিবি ৫০ টাকায় করার দাবি না জানিয়ে, সরাসরি ১ টাকায় করার দাবি জানালেই তো হয় B:-) । সব ক্যাচাল একেবারে শেষ করাই উত্তম।
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাইরে ...
নতুনরে গ্রহন করেন
সবেতো নতুনই খুজেন নাকি????
কনসেপ্ট টা নতুন; কিভাবে কার্যকরি করা যায় তা আপগ্রেড করুন্
আর রাজপথের বিষয়টা যতটা আবেগ বলা যায়; বাস্তবতা বহু রুঢ়!!
জেল, জুলুম, নিগ্রহের ভয়ে নয়- তারপরও যে দাবী পূরণ হবে তার নিশ্চয়তা কোথায়?
এই যে আপনার পোষ্টে কমেন্ট পেতে প্রহসনের শিরোনাম দিয়েছেন- এটা কি খুব ন্যায্য!!!
অথচ আরেকটা ক্রিয়েটিভ ভাবনাকে কটাক্ষ করতেই এই চতুরতার আশ্রয় নিলেন।
রাজপথে নামিয়ে যে এমন চতুরতা করবেন না নিশ্চয়তা কি?
আমার এক ফ্রেন্ড অনশনে বসেছিল। এই বসা টুকু নিয়েও অনেকে বানিজ্য করেছে!!!!! আর বড় দাবী দাওয়াতো বিশাল ব্যাপার!!!
৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
ashik বলেছেন: আবালে কয় কি! পুরা লেখা(ইভেন্ট) না পইরা পটকা ফাডাও,
৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
আশীষ কুমার বলেছেন: আমি শুরু থেকেই এই পদ্ধতির বিরোধী ছিলাম। কিছু নির্দিষ্ট ঘণ্টা মোবাইল ব্যবহার না করে আন্দোলন করার পক্ষে...
৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
নীলসমুদ্র বলেছেন: শিরোনামের সাথে পোস্টের বিষয়বস্তুর মিল কই!!! সহজে লোক আকৃষ্ট করার জন্য প্রতারনা...
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
বাবা নুড়া বলেছেন: হ বাই ঠিক কইছেন ০ কিন্তু হাবা গুরা বোজেনা..