নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের প্রতিধ্বনি

সত্য ও সুন্দরের পক্ষে আমি।

ফাহিম মুনতাসির

সত্য ও সুন্দরের পক্ষে আমি। সত্য-ই সুন্দর, সুন্দর-ই স্বপ্ন, স্বপ্ন-ই জীবন। ফেইসবুকে আমি http://www.facebook.com/fmjewel

ফাহিম মুনতাসির › বিস্তারিত পোস্টঃ

এই তরুণদের কে শেখাবে সঠিক ইতিহাস?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

কাদের সিদ্দিকী মহীউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে সাক্ষী দেবেন কারণ সে ৭১ এ পাকিস্তান সরকারের সরকারি কর্মকর্তা ছিল।

পত্রিকা, ফেইসবুকে আসার পর কাদের সিদ্দিকীকে রাজাকার বলেতে শুনি শুধু তাই নয় ফেইসবুকে অনেক কমেন্ট আসে শহীদ জিয়ার ব্যপারে তিনিও পাকিস্তানের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, তাহলে সেও দেশদ্রোহী এবং রাজাকার! আজ আমরা তরুণরা কোন পথে ইতিহাসের সত্য কি তাহলে যুগে যুগে পাল্টাতে থাকবে? যারা এই রকম কমেন্ট করে এই সকল তরুণই একদিন হয়তো দেশ পরিচালনা করবেন, এবং অবশ্যই সে জিয়ার কবর একটি নিদৃষ্ট দেশে চালান করে দেবে কারণ সে জানে জিয়া রাজাকার! ক্ষমতার পালাবদলে আবার ভিন্নাদর্শী এক তরুণ হয়ত প্রশ্ন তুলবে যে লোকের পক্ষে একজন রাজাকার কাজকরে তার লিডলারও একজন রাজাকার। ৭১ জিয়া একজন কোন "সন্দেহ " ছাড়া নেতারা নাম এবং পক্ষ নিয়ে স্বাধীনতা ঘোষণা করে তাহলে তার নেতাও কি রাজাকার? তরুণ প্রজন্ম এবং আমরা কি শিখছি? বা ইতিহাসবিদেরা আমাদের কি শিখাচ্ছে? সঠিক তথ্যই বা কে দেবে?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২

টাইটান ১ বলেছেন: সহমত।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

টয় বয় বলেছেন: -

দাড়ান, দাড়ান........!!

বাংলাদেশে মনের মাধুরী মিশিয়ে ইতিহাস লিখা হয় আর মগজহীন কিছু পুলাপান সেইটাই ধ্রুব সত্য মনে কইরা সারা জীবন কাটাইয়া দেয়!!!

আপনার নিজের বিচার বুদ্বি খাটিয়ে, নিজে বিবেচনা করুন কোনটা সত্য আর কোনটা মিথ্যা|


এই বার আপনার ম.খা আলমগীর আর জিয়া নিয়া যেই প্রশ্ন সেইটা একটু ক্লীয়ার করি|

জিয়াও সরকারী চাকুরীজিবি, ম.খা ও সরকারী চাকুরীজিবি ছিল|

জিয়া নিজের কমান্ডিং অফিসারকে খুন কইরা স্বাধীনতার ঘোষনা দিয়া নিজের জান কোরবানী কইরা যুদ্বে ঝাপাইয়া পড়ছে|

আর ম.খা???????????? যুদ্বের পুরাটা সময় পাকিস্হানীদের অধীনে চাকুরী করছে, রাজাকার নিয়োগ করছে, সপ্তাহ শেষে রাজাকারদের বেতন দিছে, সারা জেলার মুক্তিযোদ্বাদের লিস্ট করছে, সেই লিস্ট রাজাকার ও পাকিদের হাতে তুইলা দিছে ............।

তো আপনার নিজের ব্রেন খাটাইয়া বলেন কে রাজাকার আর কে মুক্তিযোদ্বা???????????????????????






৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

দূরবী৩২১ বলেছেন: দাড়ান, দাড়ান........!!

জিয়াও সরকারী চাকুরীজিবি, ম.খা ও সরকারী চাকুরীজিবি ছিল|

জিয়া নিজের কমান্ডিং অফিসারকে খুন কইরা স্বাধীনতার ঘোষনা দিয়া নিজের জান কোরবানী কইরা যুদ্বে ঝাপাইয়া পড়ছে|

আর ম.খা???????????? যুদ্বের পুরাটা সময় পাকিস্হানীদের অধীনে চাকুরী করছে, রাজাকার নিয়োগ করছে, সপ্তাহ শেষে রাজাকারদের বেতন দিছে, সারা জেলার মুক্তিযোদ্বাদের লিস্ট করছে, সেই লিস্ট রাজাকার ও পাকিদের হাতে তুইলা দিছে ............।

তো আপনার নিজের ব্রেন খাটাইয়া বলেন কে রাজাকার আর কে মুক্তিযোদ্বা???????????????????????

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

খুব সাধারন একজন বলেছেন: জীবনে সঠিক তথ্য পাইবেন না।
কেউ শিখাইব না। ঠাডা পড়ছে সঠিক তখ্যের উপর।


আর লন, হিগায়া দিলাম।
কমেন্টের জবাব যদি না দেহি তাইলে সমস্যা আছে। বুঝছেন?


১. বঙ্গবন্ধু, জিয়া, কাদের সিদ্দিকী সবাই রাজাকারের সেটা ভাঙসে। বুঝছেন?

২. রাজাকার হইল গোয়া থেইকা শুরু কইরা ছাকা পন্ত, বুঝছেন?



সঠিক ইতিহাস তরুণ প্রজন্মরে হিগাইতে পারছি?
জবাব দিও, পাঁচ মিনিট টাইম। নাইলে টাইম রিলেটেড শমন জারি করুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.