নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের প্রতিধ্বনি

সত্য ও সুন্দরের পক্ষে আমি।

ফাহিম মুনতাসির

সত্য ও সুন্দরের পক্ষে আমি। সত্য-ই সুন্দর, সুন্দর-ই স্বপ্ন, স্বপ্ন-ই জীবন। ফেইসবুকে আমি http://www.facebook.com/fmjewel

ফাহিম মুনতাসির › বিস্তারিত পোস্টঃ

১৯ জন ব্লগারের নিরাপত্তা নিশ্চিত হলো!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

মাননীয় সরকার প্রধানগণ নতুন নতুন নাটকের আর কত স্কিপ তৈরি করবেন? সাংবাদিক দম্পতি যখন খুন হয় তখন আপনারই বলেন কারও ঘর পাহারা দেওয়া সরকারের দ্বায়িত্ব নয়! আর আজ আপনি নির্দেশ দিলেন ১৯ জন ব্লগারের নাম উল্লেখ করে তাদের সার্বিক নিরাপত্তার ব্যাপারে পুলিশ যেন করা নজর রাখে!!

১৯ ব্লগার হলেন: ডা. ইমরান সরকার,

অমি রহমান পিয়াল, আরিফ জেবতিক, প্রীতম আহমেদ, আসিফ

মহিউদ্দিন, কামাল পাশা চৌধুরী, মাহবুব রশিদ, লাকি আক্তার,

মুক্তা বাড়ৈ, শাকিল আহমেদ অরণ্য, মাহমুদুল হক মুন্সী,

আলামিন বাবু, গোলাম রসুল মারুফ, কানিস আলমাস

সুলতানা কিনু, জাকির আহমেদ রনি, মোরসালিন মিজান, ডা.

রাশেদুল হাসান, পলাশ আহমেদ ও রাকিবুল বাশার রাকিব।



কেন? কোন স্বার্থে??

ঐ সাংবাদিকের কি অপরাধ ছিলো আপনাদের গোপণ তথ্য প্রকাশ করে দেওয়ার নাকি অন্য কিছু?

আর ব্লগারদের নিরাপত্তা দিতে চাচ্ছেন কি এই জন্য যে তারা আপনার স্তুতি কীর্ত্তন করে?



আমি বলছি না তাদের নিরাপত্তা হতে আপনারা বঞ্চিত করুণ, কিন্তু জনমনে খটকা লাগাইলেন এই জন্য যে সাংবাদিকদের নিরাপত্তা দিতে আপনারা আপত্তি তোলেন কিন্তু ব্লগারদের বেলায় .........!



বিস্তারিত : Click This Link

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

বিডি বন্ড বলেছেন: দেরি হয়ে গেল।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

ঘুড্ডির-পাইলট বলেছেন:
আরে ভাই আমার কি হইবো ? হুমকি তো আমারেও দিছে ! আমার নিরাপত্তা নিয়া সরকার টেনশুন করে না কেন ?

কিছু পোষ্টও আছে হুমকি নিয়া !

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

ফজলে রাব্বী চিৎকার বলেছেন: আপনার এত আপত্যি কেন ভাই???!!!

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০

টাইটান ১ বলেছেন: ব্লগারদের সংখ্যা নির্দিষ্ট করে দেয়া হয়ছে। বাহ! কী নীতি!

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

shfikul বলেছেন: কি বলা উচিৎ বুঝতে পারতেছিনা।চুপ মাইরা থাকনই মনে হয় ভালা।নিরাপত্তা দেবে কেডায়!!!

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১

২০১৩ বলেছেন: ইনিই তিনি যিনি বলে ছিলেন বেডরুমের নিরাপত্তা দেয়া সম্ভব নয়।

তিনাকে আমি একখান ভাল বুদ্ধু দেয়, ১৯ জন রেখে বাকি দেশবাসিকে মেরে ফেলুন তবে উনাদেরকে কেউ মারতে পারবেনা।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩০

রাফা বলেছেন: নিরাপত্তা না দিলে আবার আপনিই অন্য শিরোনামে পোস্ট লিখতেন।

আপনাদের মত লোকদের চরিত্রই এটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.