![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের পক্ষে আমি। সত্য-ই সুন্দর, সুন্দর-ই স্বপ্ন, স্বপ্ন-ই জীবন। ফেইসবুকে আমি http://www.facebook.com/fmjewel
মানুষের চিন্তাভাবনা এখন তার ব্যক্তিগত স্বার্থসিদ্ধির সঙ্গে জড়িত। এইদেশ নিজের এই অনুভূতি যখন মানুষের নেই তখন সমাজিক ব্যবস্থার পরিবর্তন কি করে আশা করা যায়! রাজনৈতিক দলগুলো তাদের বিশেষ বিশেষ চশমা দিয়ে সমস্যাগুলো দেখে।
১. পরিমল জয়ধর এখন কোথায়? তারমামলাটা কী অবস্থায় আছে? কয় বছর সাজা হয়েছে তার?
২. ঝালকাঠির লিমন হোসেনের মামলা কি এখনও আছে? সে কেমন আছে, কোথায় আছে? নাকি সে তার পা ফিরে পেয়ে গেছে!
৩. আমিনবাজারে ছয় ছাত্রের হত্যাকারীদের খবর কী? কেউ কি গ্রেপ্তার হয়েছিল?
৪. কেমন আছে মেঘ সারোয়ার? সাগর-রুনি হত্যামামলাটা বেঁচে আছে? সাহারা খাতুনের আটচল্লিশ ঘণ্টা পার হয়েছে? সাগর-রুনির হত্যার বিচারের দাবিতে শুরু হওয়া সাংবাদিকদের আন্দোলন কী অবস্থায় আছে?
৫. পুলিশের উপস্থিতিতে নোয়াখালী লক্ষ্মীপুরে প্রকাশ্য
গণপিটুনিতে শামসুদ্দিনহত্যায় কেউ কি শাস্তি পেয়েছিল?
৬. পুরান ঢাকার ভস্মীভূত এলাকা নিমতলি থেকে রাসায়নিক দ্রব্যের গুদামগুলো সরানো হয়েছে?
৭. চাঁপা রানিকে মোটর সাইকেল-চাপা দিয়ে হত্যা করা বখাটেরা কই আছে? মামলাটার কী খবর?
৮. কেমন আছেন কানিজ আলমাস খান? কেমন চলছে তার ব্যবসাপাতি? এখন কে কে আসেন তার ওখানে 'সেবা' নিতে?
৯. কী শাস্তি হয়েছে তারেক মাসুদের হত্যাকারী বাসচালক
কিংবা মিরসরাইয়ে অর্ধশত ছাত্রছাত্রীর হত্যাকারী ট্রাকচালকের?
১০. তাজরিন গার্মেন্টেসের অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল
বলে প্রতিবেদনে জানিয়েছে তদন্ত কমিটি, কে বা কারা করেছিল সেই পরিকল্পনা? গার্মেন্টসের মালিককে গ্রেপ্তার
করা হয়নি কেন? কী অবস্থায় আছে ঘটনাটা?
১১. বহদ্দারহাট উড়ালসেতুর প্রকৌশলীদের বা ঠিকাদারপ্রতিষ্ঠানের কাউকে গ্রেপ্তার করা হয়েছে? সর্বশেষ কী খবর ঐ ঘটনার?
১২. প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার বাবা-মাকে হত্যা করা গুলশানের সেই বখাটেদ্বয়ের খবর কী?
১৩. কী খবর পরকীয়ার স্বার্থে নিজের শিশুপুত্রকে হত্যা করা আদাবরের সেই মায়ের?
১৪. সেনাসদস্য মার্টিন সরকারকে খুন করা স্ত্রী-কন্যারা কই আছে এখন? বিচার-টিচার কিছু হয়েছিল?
১৫. সারা বাংলাদেশে শ্রেষ্ঠ মেয়র হিসেবে স্বর্ণ পদক প্রাপ্ত পৌর মেয়র লোকমান হত্যার অন্যতম আসামি মন্ত্রী রাজুর ভাই কে কেন আইনে আওতায় আনা হচ্ছে না?
১৬. বিশ্বজিত্-হত্যামামলারই বা সর্বশেষ খবর কী?
আমি জানি আপনারা অনেক সচেতন, স্বার্থহীন কতটা সচেতন তা একবার ভেবে দেখবেন।
২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৩১
সুলাইমান হাসান বলেছেন: জাতি সব জানবার চায়।
৩| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৫
তানজিদ_রূপক বলেছেন: উত্তর নাই, প্রশ্ন ক্রমেই বাড়তে থাকবে।
৪| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৮
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: কি সব পুরোনো কাসুন্দি ঘাটেন, জাতি এইসব ভুলতে চায়, ভুলতে দেন... রাজনীতির কারনে লাগলে কোন কোনটা আবার খুঁড়ে বের করা হবে নচেত এইসব ঘটনা চিরতরে চাপা পড়েছে...
৫| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৯
আন্দোলন বলেছেন: এমন দুর্ভাগ্য আমাদের যে এই প্রশ্নের লিস্ট বড় এ হতে থাকবে আর আমরা উত্তর না জানা এ থাকব; আর কত না জানা থাকব উত্তর চাই !!!
৬| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৪
নিকষ বলেছেন: বাংলা রৌপ্য যুগ পার হয়ে স্বর্ণযুগে আছে - অতএব অনর্থক প্রশ্ন করিবেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করিবেন না।
৭| ২২ শে মার্চ, ২০১৩ রাত ২:০৭
নীলতিমি বলেছেন: উত্তর নাই, কারণ সবই দক্ষিণে বঙ্গোপসাগরে চলছে...
৮| ২২ শে মার্চ, ২০১৩ রাত ২:২২
কাজী মামুনহোসেন বলেছেন: নীলতিমি বলেছেন: উত্তর নাই, কারণ সবই দক্ষিণে বঙ্গোপসাগরে চলছে... /
৯| ২২ শে মার্চ, ২০১৩ রাত ২:২৪
কে এম শিহাব উদ্দিন বলেছেন: উত্তর নাই ভাই
১০| ২২ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৪
সোহেল কারি বলেছেন: আমরা এমন এক দেশে আছি ভাই,যে কোন হত্যার বিচার হবে না।আমাদের সবার প্রশ্ন লিস্ট বড় হতে থাকবে উত্তর কোন দিন পাব মনে হয় না।
১১| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৯
নতুন বলেছেন: এই প্রশ্ন গুলির ভুলে গেলে চলবেনা....
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৩ রাত ১:২৯
মো:ফয়সাল আবেদিন বলেছেন: আমারো মনে একই প্রশ্ন ?