![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ও সুন্দরের পক্ষে আমি। সত্য-ই সুন্দর, সুন্দর-ই স্বপ্ন, স্বপ্ন-ই জীবন। ফেইসবুকে আমি http://www.facebook.com/fmjewel
বর্তমানে স্মার্টফোনের বদৌলতে এখন অনেকেই মোবাইলের ব্লগিং করে, কিন্তু এই সামু ব্লগে স্মার্টফোনে ব্লগিংয়েরও একটা মারাত্মক সমস্যা রয়ে গেছে সেটি হচ্ছে কোন কমেন্টের প্রতিউত্তর দিতে গেছে সেটা আলাদা একটি কমেন্ট হয়ে যায়। তার জন্য আমার মত যারা মোবাইলে ব্লগিং করে তারা ব্লগিংয়ের পূর্ণ স্বাদ পায় না।
তাই সামু ব্লগের মডুর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এই সমস্যাটি দ্রুত সমাধান করে আমার মত যারা মোবাইলে ব্লগিং করে তাদের ইকটু স্বস্তি দেবেন। তা ছাড়া মোবাইলে ব্লগিং এ যদিও আরও সমস্যা আছে তথাপি এই সমস্যাটিই আমার কাছে মারাত্মক বলে আপাতত দৃষ্টিতে মনে হয়েছে।
২| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০২
পিওর গাধা বলেছেন: ভাই মুবাইলের প্রায় সব ব্রাউজারেই ডেস্কটপ মুড করা যায়। তারপরেও m.somewhereinblog.net এ কমেন্টের রিপলে দেবার ব্যবস্হা করা হলে খুব ভাল হত। আরো একটা প্রব্লেম হল মোবাইল ভার্সনে পোষ্টের ছবি দেখা যায় না।
৩| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮
মিত্রাক্ষর বলেছেন: মোবাইল দিয়ে আইডি লগইন করা যায়না। বলে ইউসার নেম অর পাস ভুল।
৪| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৬
আমিনুর রহমান বলেছেন: মডুর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩
মদন বলেছেন: +