নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের প্রতিধ্বনি

সত্য ও সুন্দরের পক্ষে আমি।

ফাহিম মুনতাসির

সত্য ও সুন্দরের পক্ষে আমি। সত্য-ই সুন্দর, সুন্দর-ই স্বপ্ন, স্বপ্ন-ই জীবন। ফেইসবুকে আমি http://www.facebook.com/fmjewel

ফাহিম মুনতাসির › বিস্তারিত পোস্টঃ

রবীন্দ্রনাথ ঠাকুর জালালুদ্দীন রুমীর কবিতা নকল করেছেন!!

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৬

রবীন্দ্রনাথ বড় মাপের একজন কবি সাহিত্যক তা আমাদের সকলের জানা কিন্তু তার জীবনে যে কত কলংকজনক অধ্যায় আছে তার খবর আমরা কজন জানি? এখন আমি রবীন্দ্রনাথের একটি নকলের ইতিহাস আপনাদের কাছে তুলে ধরছি, রবীন্দ্র গবেষকদের বক্তব্য এই যে, রবীন্দ্রনাথের "ভারততীর্থ" কবিতাটি মধ্যযুগের কবি মাওলানা জালালুদ্দীন রুমীর কবিতার নকল। যেটি পরে প্রমাণিত হয়েছে। যথা:



"বায্ আঁ, বায্ আঁ

হর আঁচে হাস্তী বায্ আঁ।

গর কাফির গর গবর ওয়া

বোত পরস্তী বায্ আঁ।

ইদরগাহে মা দরগাহে

না উম্মীত নীস্ত।

শতবার গর তাওবাহ শিকস্তী বায্ আঁ।"



রবীন্দ্রনাথ লিখেছেন-

"এসো হে আর্য, এসো অনার্য

হিন্দু মুসলমান,

এসো এসো আজ তুমি ইংরাজ

এসো এসো খ্রিস্টান।

মা'র অভিষেক এসো এসো ত্বরা

মঙ্গলঘট হয়নি যে ভরা

সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে

এই ভারতের মহামানবের সাগরতীরে।"



(যা পরে দৈনিক বাংলাবাজার, তাং ১/৫/১৯৯৭ইং পত্রিকায় প্রকাশ পায়)



এমন আরও বেশ কিছু রবি ঠাকুরের কবিতা, উপন্যাস আছে যা তিনি অনেক সময় নকল করেছেন কিংবা........!!!!!

এই সকল তথ্য জেনে সত্যি মনটা বেশ খারাপ হয়ে গেলো!

দেখি যদি সময় হাহাকার করে কাঁদছে তাহলে তা নিয়ে কোন একদিন হাজির হব।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৭

শেলী বলেছেন: এখনো পচা কথা শুনেননি।এদেশের সুশীল মানুষের কাছে রবীন্দ্রনাথ দেবতা।

২| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:১৫

আহমেদ রিজভী বলেছেন: ঐটা একটা অত্যাচরী জমিদার ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুধীতা করেছিল । অথচ পরিহাস হচ্ছে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই মূলত রবিন্দ্র পূজারীরা জন্ম নিয়েছে ও নিচ্ছে ।

৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:২০

আফজালনবীনগর বলেছেন: আহমেদ রিজভী বলেছেন: ঐটা একটা অত্যাচরী জমিদার ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুধীতা করেছিল । অথচ পরিহাস হচ্ছে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই মূলত রবিন্দ্র পূজারীরা জন্ম নিয়েছে ও নিচ্ছে ।

৪| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৪

নীল_সুপ্ত বলেছেন: আমি এরকম আরও কিছু পড়েছিলাম... লিঙ্কগুলো পেলে দিয়ে দিবো ইন শা আল্লাহ্‌

৫| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন: =p~ =p~ =p~ =p~

ব্যাপারটা কি সত্যি সত্যি ...
রবীন্দ্রনাথও কপি পেস্ট করতো !!!! :#>


সত্যি হলে,
আফসোস আমি সে সময় জন্ম নিলামনা কেন। :(
কপি পেস্ট মাইরা আমিও নোবেল পাইতাম। :P

৬| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: বড় প্রতিভার কোণ সাহিত্যিক নকল করেনা
বরং পরবর্তীতে তার লেখাই ভণ্ড দের
খপ্পরে নকল হয়ে যায় । সঠিক ভাবে জানা চাই নয়ত
এ কথা সবারই অজানাই থেকে যাবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.