নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের প্রতিধ্বনি

সত্য ও সুন্দরের পক্ষে আমি।

ফাহিম মুনতাসির

সত্য ও সুন্দরের পক্ষে আমি। সত্য-ই সুন্দর, সুন্দর-ই স্বপ্ন, স্বপ্ন-ই জীবন। ফেইসবুকে আমি http://www.facebook.com/fmjewel

ফাহিম মুনতাসির › বিস্তারিত পোস্টঃ

আপানার ইউস করা সিমটি যে কারণে আপনার বিপদের কারণ হতে পারে!

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১

!!!সতর্কীকরণ বিজ্ঞপ্তি!!!

সাবধান হন এখনি। আপনিও হতে পারেন সিম ক্লোনের

শিকার।

হাঁ ভয়ানক এই তথ্যটি জানতে পারি একুশে টিভির এক

বন্ধুর মাধ্যমে। পরে বিষয়টি সম্পর্কে আরও স্পষ্ট

ধারনা পেতে একুশে টিভির নিউজ দেখে শিওর হলাম

মাত্র।

১. সিম ক্লোন কি? একটি সিম

যেটি আপনি ব্যবহার করছেন সেই সিম টি যদি অন্য

কেউ

ব্যবহার করে কিংবা এক নাম্বার

যদি দেখেন এক সাথে দুইজন ব্যবহার করে কিংবা হঠাৎ

করে যদি দেখেন আপনার সেল ফোনের কানেকশন

নাম্বার

থেকে ব্যালান্স কোন কারন

ছাড়া কমে যাচ্ছে তবে আপনি সিম ক্লোনের শিকার।

২. কিভাবে শিকার হবেন সিম

ক্লোনের? আপনি যদি অপরিচিত কোন নাম্বার

থেকে মিসড কল পান এবং সেটাতে যদি কল ব্যাক

করেন তবে আপনি সিম ক্লোনিং এর শিকারে পরিনত

হতে পারেন। দুষ্কৃতকারীরা বিশেষ

একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনার নাম্বার

টি ক্লোনিং করে।

অর্থাৎ আপনি যখন মিসড কল নাম্বারে কল ব্যাক

করবেন তখন একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনার

নাম্বার টি ক্লোন

হতে পারে। সিম ক্লোনিং হলে আপনার

সিমে রাখা ডাটা ক্লোন

নাম্বারে চলে যাবে। এবং আপনার

প্রাইভেসি ক্ষুণ্ণ হবে।

৩. যে সমস্যায় আপনি পড়তে পারেন সিম

ক্লোনিং হয়ে গেলে?

সাধারনত জঙ্গি কিংবা দুষ্কৃতিকারীরা আপনার

নাম্বার টি ব্যবহার করে আপনার

জীবন বিপন্ন করতে পারে।

অর্থাৎ ওই নাম্বার দিয়ে কেউ

কাউকে মৃত্যুর হুমকি,

চাঁদাবাজি কিংবা জঙ্গি কানেকশন

করলে আপাত দায়ভার আপনার উপর বর্তাবে। কাজেই

আপনি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধৃত হবেন।

পরবর্তীতে আরও নানাবিধ সমস্যায় পড়তে পারেন।

»লক্ষ্য করুন --------

ভারতে সম্প্রতি একলাখ সিম ও রিম কার্ড

ক্লোনিং হয়েছে।

✽সকলে সতর্ক হন। অন্যকে বিষয়টি জানান।

পারলে কথা গুলো শেয়ার করুন।



(সংগৃহীত ফেইসবুক হতে)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৩

একাকী বালক বলেছেন: ছাগলের জিনিস।

২| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২০

অন্য পুরুষ বলেছেন: এইডা কি?? :-P :-P :-P


এইডাও কি সম্ভব? তাইলে তো আর কলই দিমু না, কেউ অপর দিকে মইরা গেলেও না।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৯

কস্কি বলেছেন: এগো মাথায় খালি এগুলাই ঘুরে ........;)

@বস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.