![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Loading... 99.9%...please wait
আজ একটা নতুন শব্দ শিখলাম।
"আইস(ICE)।"
কোন জিনিশ অপচয় করা ভালো না।ইয়াবা সেবনকারী ভালোই বুঝতে পারে হয়ত।তাই তারা "আইস"খায়
হয়ত অনেকেই ভাবছেন এর অর্থ "বরফ"সবাই জানে।কিন্তু এর বাইরেও তো অর্থ থাকতে পারে তা নয় কি???
বিশ্বে যত মাদকদ্রব্য রয়েছে আমার জানামতে তার মধ্যে সবচাইতে বেশি আসক্তি জাগায়"ইয়াবা"।
যার আঞ্চলিক নাম-:গুটি,বাবা।ইত্যাদি।
সেই ইয়াবা পুড়ে যেই পাউডার সৃষ্টি হয় তাই "আইস"নামে পরিচিত।
বাহ,আমি আজ নতুন কিছু জানলাম।কিন্তু দুঃখ হচ্ছে সেই কারণে যে আমাকে এর মানে বুঝিয়ে দিল,আমার অন্যতম এক বন্ধু।আজই আমি জানলাম সে ইয়াবা আসক্ত।নিজের কানকে বিশ্বাস করতে পারি নি।
ক্লাশ টেনে পড়া ছাত্র ইয়াবা আসক্ত???!!!!!
কিন্তু তাকে দোষ দিয়ে কি লাভ???
খোঁজখবর নিয়ে দেখি আমাদের এলাকার প্রায় অনেক ছেলেরই এই অবস্থা।
তার থেকেই জানলাম:প্রতি পিচ ইয়াবা ১০০-১২০টাকা।এবং সে সপ্তাহে কমপক্ষে ৩-৪ টা সেবন করে।প্রতি সপ্তাহে ছয়-সাতশ টাকা নেশার পেছনে খরচ করা আমার ধারনার বাইরে ছিল।তাও, আবার দশম শ্রেণীর ছাত্র।
যেই ছেলের সাথে আমার দিনরাত উঠাবসা ছিল সেই ছেলে আজ ইয়াবা খোর।শুধু ইয়াবা কেনো?এহেন কোন মাদক নেই যা তারা সেবন করে নাই।
আমি চাইলেই আজ নেশার সাগরে ডুবতে পারি।তবুও সংযত যতটা সসম্ভব সংযত রাখা চেষ্টা করছি।জানি না,শেষ পর্যন্ত আমিই নাকি সেই "আইসখোর"দের তালিকা ভুক্ত হই।
তখন সবাই বলবে:-সঙ্গ দোষে, ফয়েজ ভাসে।
২৩ শে মার্চ, ২০১৭ রাত ১১:১৮
দ্যা ফয়েজ ভাই বলেছেন: পস্তাইতে চাই না।তাই খাইয়া টেষ্ট করার ইচ্ছা নাই।তবুও মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ২:৩৬
সচেতনহ্যাপী বলেছেন: না ভাই, এটাই স্বাভাবিক।। কথায় আছে না, নেশার টাকা ভুতে যোগায়!! কিন্তু কি ভাবে, তা জানলেও বলবো না।।
২৪ শে মার্চ, ২০১৭ রাত ৩:৩৩
দ্যা ফয়েজ ভাই বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবাদ।বলা না বলা আপনার ব্যাপার।
৩| ২৪ শে মার্চ, ২০১৭ ভোর ৪:০৫
বর্ষন হোমস বলেছেন:
ভাই আপনি এত গভীর ডিটেইলস জানলেন কিভাবে????
২৪ শে মার্চ, ২০১৭ সকাল ৯:০৯
দ্যা ফয়েজ ভাই বলেছেন: [/s]কিন্তু দুঃখ হচ্ছে সেই কারণে যে আমাকে এর মানে বুঝিয়ে দিল,আমার অন্যতম এক বন্ধু।আজই আমি জানলাম সে ইয়াবা আসক্ত।নিজের কানকে বিশ্বাস করতে পারি নি।
ক্লাশ টেনে পড়া ছাত্র ইয়াবা আসক্ত???!!!!!
কিন্তু তাকে দোষ দিয়ে কি লাভ???
খোঁজখবর নিয়ে দেখি আমাদের এলাকার প্রায় অনেক ছেলেরই এই অবস্থা।
সম্ভবত এই লাইনগুলো আপনার চোখ এড়িয়ে গেছে।বন্ধুরা/খুব কাছের কেউ নেশাগ্রস্থ হলে এসব জানা কঠিন কিছু কি?
৪| ২৪ শে মার্চ, ২০১৭ ভোর ৫:১৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: নিজেই নিজেকে নিয়ে টেনশানের মধ্যে পড়ার দরকার নেই। এখনই তার কাছ থেকে দূরে সরে যান...
২৪ শে মার্চ, ২০১৭ সকাল ৯:১২
দ্যা ফয়েজ ভাই বলেছেন: অনেক পুরোন বন্ধু।ছোটবেলায় সময় কাটানোর অন্যতম মাধ্যম ছিলো সে।সাথেএ সাথেই তাই সরে আসা একটু কষ্টকর।তাই আস্তে আস্তে তার কাছ থেকে দূরে সরে যাচ্ছি।
মন্তব্য ও উপদেশের জন্য ধন্যবাদ।
৫| ২৪ শে মার্চ, ২০১৭ ভোর ৬:১৫
রিফাত হোসেন বলেছেন: আমার কেন জানি নেশা জাতীয় দ্রব্যে নেশা ধরে না। ভবিষ্যত ভয়ের কারনে না যে মারা যাব দ্রুত বা নপুংসক হয়ে যাব এমন। ব্যাপারটা হল এগুলো হল আমার কাছে মনে হয় ঘুমের ড্রাগ বা ঔষধ এমন কিছু। পান করে বা গ্রহন কর, এরপর ঝিমাতে ঝিমাতে চুপচাপ ঘুমিয়ে যাও!
এইটা কি হইল নাকি??? এইটাকে যদি কেউ নেশা বলে, তাহলে পিলিজ লাগে , কেউ আমারে মাইরালা!
এসব পান করে মনযোগ নষ্ট হয়, তাল থাকে না, তাহলে লাভটা হইল কি?
২-১ দিন না ঘুমালে এমনিতেই এই সব নেশার মত হয়ে যায় যে ঘুমাতে ইচ্ছে করে ঝিমাতে ঝিমাতে আর কাজ করতে পারি না!
আমি হয়ত এই কারনেই এই নেশার দুনিয়াতে থেকেও এই নেশা থেকে দূরে থাকার সৌভাগ্য পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া।
২৪ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২০
দ্যা ফয়েজ ভাই বলেছেন: হুম,হতে পারে আপনার কথাগুলোও সত্য।তবে মজার ব্যাপার হলো আমার জানামতে আপনার বলা কথাগুলোর সাথে ইয়াবার চরিত্র একদম ভিন্ন।
কারণ এই যে আপনি বললেন,এগুলা শুধুই ঘুমের ঔষুধের মত।কিন্তু ইয়াবা খেলে নাকি ঘুমই উধাও হয়ে যায়।
আরেকটা ব্যাপার শুনেছিলাম অবাক করার মত সেটা হচ্ছে,ইয়াবা নাকি মনোযোগ নষ্ট করে না,উল্টো একটি কাজের দিকে একান্ত মনোযোগ ধরে রাখে।
আবার,এটা জানা কথা যে,ইয়াবা খেলে টাল হয় না।
যাই হোক,মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।
৬| ২৪ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৪৮
সিনবাদ জাহাজি বলেছেন: দেশে এখন প্রয়জনীয় দ্রব্যের চেয়ে মাদক বেশি সহজলভ্য
২৪ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২২
দ্যা ফয়েজ ভাই বলেছেন: এমন ধারণা আগে না থাকলেও বর্তমানে জন্মাতে শুরু করেছে।
৭| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪২
সালমান মাহফুজ বলেছেন: জীবনে মাঝে মাঝে ভিন্ন স্বাদের জন্য মাদক নেওয়া দোষের কিছু নয় । কিন্তু আসক্ত হয়ে গেলেই সর্বনাশ ।
২৪ শে মার্চ, ২০১৭ রাত ১১:০৫
দ্যা ফয়েজ ভাই বলেছেন: সেটাই,আসক্ত হয়ে পড়ছে দেশের অধিকাংশ ছাত্রসমাজ
৮| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ১১:১৩
গেম চেঞ্জার বলেছেন: এই ব্যাপারে কিউরিসিটি থাকা খুব ভয়ানক! যদি থাকে তবে এটা নিবৃত্ত কর। কারণ জীবন যতটা সুন্দর ততটা আবিস্কার করতে পেরেছে খুব কম মানুষ! আশা করছি তুমি সেটা পারবে।
২৪ শে মার্চ, ২০১৭ রাত ১১:১৭
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভাই, আল্লাহ মাফ করুক।যাতে কিউরিসিটি না থাকে।অন্তত লেখার শেষ ভাগে সেটাই বোঝাতে চেয়েছি।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
৯| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৮
খায়রুল আহসান বলেছেন: ইয়াবা, ফেন্সিডিল এবং অন্যান্য মাদকদ্রব্য সমাজের ভিত নড়বড়ে করে দিয়ে যাচ্ছে। সময় থাকতে সবার সচেতন হওয়া প্রয়োজন। এ ব্যাপারে সচেতনতামূলক পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ।
এখানে প্রকাশিত আপনার প্রথম লেখাটি দিয়েই আপনার ব্লগ পড়া শুরু করলাম। বাংলা ব্লগের এ আসরে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক, ফলপ্রসূ হোক!
১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
দ্যা ফয়েজ ভাই বলেছেন: চমৎকার এবং গঠনমূলক মন্তব্যের জন্য প্রথমেই ধন্যবাদ।
অবশ্যই,বর্তমানে বড় একটা অংশ নষ্ট হয়ে যাচ্ছে,এই মাদকের আক্রমণে।এর প্রতি পৃষ্ঠপোষকতা খুবই জরুরী।সাধারণ মানুষ যদি এগিয়ে আসে তাহলে কাজটা অনেক সহজ হবে।স্বাগতম জানানোয়,আবারো ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৭ রাত ১১:০৩
শেয়াল বলেছেন: একদিন পস্তাইতে চাইলে খাইয়াই দেখ বেটা
দুনিয়াডা মস্ত বড়া
খা দা উড়া
আর ল যা খড়খড়া