![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Loading... 99.9%...please wait
জীবনে তো ছবির ডায়ালগ কতই মুখস্থ করলেন।তবে ভেবে দেখেছেন কি,আপনার আশেপাশের মানুষগুলো সারাদিন কি ডায়ালগ ছাড়ে?চলুন,দেখে নিই,আশেপাশে থাকা কিছু মানুষের ডায়ালগ -----
মা:জীবনের সবচেয়ে আপনজন।ছোট বেলা হতে যার কাছে অ,আ শেখা,তার কাছেই শিখে নিই মজার কিছু ডায়ালগ যেমন:
১/পড়তে বসলে:পড়ালেখা তো করস না,শুধু শুধু বই নিয়া বইসা আছীস।(সত্যটা জানিলো কেমতে?)
২/খাইতে বসলে:কিরে,দিন দিন খাওয়া কমাইয়া দিতেছোস কেন?(আপনে চার প্লেট খাইলেও একই কথা)
৩/বাহির হইতে গেলে:আজকে বাহির হইলে আর ঘরে ঢুকতে দিমু না।(প্রত্যেকদিন একই কথা)
৪/মোবাইল হাতে থাকলে:মোবাইলের ভিত্রে ঢুইকা যাহ।(আম্মারে কেমনে বুঝাইতাম সম্ভব হইলে তাই করতাম)
৫/বাহির থেকে দেরীতে আসলে:এত তাড়াতাড়ি আসার কি দরকার ছিল?(ক্ষিদা লাগছে তাই)
৬/অনিচ্ছা সত্ত্বেও কিছু করাইতে গেলে:বাবা,তুই না আমার ভালো ছেলে?(আহা,)
৭/কেউ বিচার নিয়া আসলে:আমার ছেলে এরকম না(আসলেই,সত্য কথা)
৮/বিয়ের বয়স হইলে:বয়স তো কম হইলো না,বিয়েটা করে ফেল(মানা করছে কে?)
৯/ডাক্তারের কাছে গেলে:আমার ছেলেটা কিছুই খায় না।(তাহলে,বাঁইচ্চা আছি কেমনে?)
১০/মন খারাপ থাকলে:কিরে,কার সাথে ঝগড়া হইছে(গার্লফ্রেন্ড)
বাবা,এই মানুষটা সবসময় দূর থেকে পাশে থাকে।।তবে এই বাবার দায়িত্বটা পালন করতে গিয়ে শুনাতে হয় কিছু নিত্য বাণী।
১/পরীক্ষায় ফেল করলে:বেড়িয়ে যা আমার ঘর থেকে।(সামনের বার ভালো হবে এই।প্রতিশ্রুতি দিয়ে প্রত্যেক বার বেঁচে যাই।)
২/বাইরের কেউ বিচার দিলে:মা কে বলবে,তোমার ছেলের নামে অন্য লোক আমার কাছে বিচার দেয়।আমার মাথা হেট করে দিল তোমার ছেলে।(আমি বুঝি না আমি কি দোষ করলে শুধুই আমার মায়ের ছেলেই হয়ে যাই?)
৩/ভালো কিছু করলে:দেখতে হবে না,আমার ছেলে।(এইবার মনে হয় বাবা আসলেই স্বার্থপর।)
৪/খেলতে যাওয়ার জন্য রেডি হইতে গেলে:খেলাধুলার কথা ঠিকই মনে থাকে।প্রাইভেটের কথা তো মনেই থাকে না।(প্রাইভেটের কিথা মনে থাকবো কেমনে?)
৫/বেকার থাকলে:কাম-কাজ নাই।বাপের হোটেলে আর কতদিন?(যতদিন কোন কিছু না করতে পারি ততদিন)
৬/বাবা আমি বিয়ে করবো এই কথা বললে:ঠাস ঠাস ঠাস(গাল ডলতে ডলতে ঘর থেকে বাহির হওয়ার ইমু)
বড় ভাই:বড় ভাই জিনিষটা খুবই কনফিউজড।ক্ষতি করবো করবো কইরাও করে না।করতাম না করতাম না কইরাও কইরা ফেলে।তার কমন ডায়ালগ
১/মোবাইল হাতে থাকলে:সারাদিন মোবাইলে কি?দেখি,তোর প্যাটার্ন লক খোল।(সুবোধ বালকের মত খুইলা দিই।)
২/বাইরে দেখলে:এখন বাসার বাইরে কি?যাহ,বাসায় যা।(নিজে বাসার বাইরে বইয়া আছে হেই খবর নাই,আমারে নিয়া টানাটানি)
৩/মারামারি করলে:কার সাথে মারামারি করছোস?নাম ঠিকানা বল।(এইগুলা নিয়া আসলে করেটা কি?)
৪/বাসায় থাকলে:আমার এটা আইনা দে,ওইটা আইনা দে।(নিজের কামের চাকর পাইছে)
৫/ভাই মোবাইলে কথা বলার সময়:বিরক্ত করিস না তো।এখান থেকে যা।(বুঝি,বুঝি,সব বুঝি।)
বড় বোন:এই মেয়ে গুলারে দিয়া কোন কামই হয় না।কেবল ভেজাল লাগানোর তালে থাকে।তার কিছু আবালীয় ডায়ালগ।
১/বাসায় থাকলে:ঘুরাঘুরি করস কেন?যাহ,পড়তে বয়।(নিজের খবর নাই)
২/মোবাইল হাতে থাকলে:আম্মুউউউউউউউউউউউ(কিছু কওয়ার নাই।)
৩/বাসা থেকে আসলে:আসছে তোমার আদরের ছেলে,আম্মুরে শুনাইয়া।(আম্মু কি তোরে কম আদর করে?)
৪/কিছু আনতে রাজী না হইলে:আরেহ,যাস না।দুই টাকা দিমু।(এই এমাউন্ট একটু বাড়ানো যায় না?)
৫/বাইরে বাহির হইতে গেলে:কিরে,এত পাংকু কইরা কার কাছে যাস?(তোর ভাই বড় হইছে এইটা তো বুঝার দরকার আছে)
স্কুল শিক্ষক:এই মানুষগুলোর সাথে কাটানো মুহূর্ত সত্যিই চমৎকার।তাদের বেতের বাড়ির ভয়,আর সন্তানের মত আদরের সাথে এই ডায়ালগ গুলো থাকেই।
ক্লাশে গোলমাল হলে:আরেহ,সবাই চুপ।এটা কি মাছ বাজার পাইছো নাকি?(মাছ বাজার হইলে আমরা কি মাছ বেপারি?)
২/নতুন স্যার আসলে:আজকে পড়া হবে না,সবার সাথে পরিচিত হব।(এর থেকে খুশির খবর আর আছে নাকি?)
৩/রেগে গেলে:ক্যাপ্টেন,আমার ড্রয়ার থেকে বেত টা নিয়ে আসো তো।(খাইছে রে)
৪/অসন্তুষ্ট হলে:এবারের রেসাল্ট সবচাইতে খারাপ হবে।তোরা জীবনে কিছুই করতে পারবি না।(বড় ভাইদের থেকে শুনছি,আপনে তাদেরকেও একই কথাই বলছেন।কিন্তু তারা ভালো পজশনে আছে)
৫/নাম ডাকার আগে:একবার হাজিরা মিস হইলে আর হাজিরা দিব না।(গপ মারেন কেন,)
মুরুব্বি:এলাকার মুরুব্বিরা কখনো কাউকে খারাপ উপদেশ দেয়।আমার বিশ্বাস হয় না।তাদের কিছু উপদেশ বাক্য
১/দেখা হইলে:কেমন আছো?পড়ালেখা কেমন চলছে?(জ্বী,ভাল।সংক্ষেপে উত্তর দিয়া।পালাতে পারলেই বাঁচি।)
২/নামাজের টাইমে:আসো,মসজিদে আসো।(জ্বী,আসতেছি,এই কথা বলেই চম্পট)
৩/খারাপ কিছু নজরে পড়লে:তোমার পরিবারে সবাই ভালো,তুমি এইগুলা কি করতেছো?(আমি তো ভালো ছেলে,কিছুই করি নাই)
৪/মুরুব্বীর অবসর সময় থাকলে:দুনিয়ার কোন কথাই আর বাদ রাখতো না।(আমি শুধু এই কান দিয়া ঢুকাই,আরেক কান দিয়া বাহির করি।)
এলাকার বড় ভাই:এই বাদাইম্মাগুলা কোন কাম করে না।সারাদিন টোঁ টোঁ করাই তাদের কাম।তাদের ডায়ালগ গুলাই আমার সবচেয়ে পছন্দ।
১/ক্রিকেট খেলার সময়:ম্যাচ জিততে হইবো।আমি আগে নামি।পরেরবার তুই আগে নামিস(জন্মের পর থেইক্কা একই কথা শুনে আসতেছি)
২/এলাকায় কোন মাইয়া আইলে:ছোড ভাই,মাইয়াডারে চিনো?(চিনলেও কইতাম না,এইডা শুধুই আমার)
৩/কেউ মারলে:কে তোরে মারছে,একবার বল।ফাটাইয়া ফালামু।(ফাটাইতে গিয়া নিজেই বেশিরভাগ সময় ফাইট্টা আসে)
৪/কোন কাম না থাকলে:ছোড ভাই,গিয়া একটা সিগারেট নিয়া আসো।(ধুর শ্লা,দূরে যাই মর)
৫/মারামারি লাগলে:আমি গেলে মারামারি থাইম্মা যাইবো।আগে দুই একটা মর।এরপর গিয়া থামামু।(চাপা আর কারে বলে)
বন্ধু:এই গুলার জন্যই তো জীবন এত সুন্দর।তারা না থাকলে জীবনটাই থেমে যেত।তাদের ডায়ালগ কি বলে শেষ করার মত?তবুও যা মনে আসেসে,তাই বলছি।
১/পরিক্ষার হলে:দোস্ত কিছুই পারি না।শুধু পাস করাইয়া দে।(আমি নিজেও তো তোর আশাতেই আসছি)
২/মাইয়া দেখলে:দোস্ত,তোগো নতুন ভাবী।(গাছে কাঠাল গোফে তেল দিলেও মানা করতাম না,কিন্তু তুই স্লা তো গাছ না লাগাইয়াই গোফে তেল দিতেছোস।)
৩/পকেটে টাকা আছে বুঝতে পারলে:ছিড়া পকেট নিয়া বাসায় যাইতে হয়।(কি আর কইতাম?)
৪/নতুন কিছু কিনলে: jo tera hein,wo mera hei।এই ডায়ালগ দিয়া সব হাতাইয়া নেয়।(কিছু কইতাম না)।
৫/ফুসকা দোকানে:নিজের টা সাবাড় কইরা, আমি আর তুইই একই তো।এই কথা কইয়া গপাগপ গিলতে থাকে।(ফইন্নির পুতেরা খাস নাই জীবনে)?
৬/প্রেমিকার সামনে:দোস্ত,এই মেয়েটা কালকের টার থেকেও চুন্দ্রী।(হ্লার পুত)
৭/আম্মার কাছে:আন্টি,ফয়েজ তো পড়ালেখা করেই না,সারাদিন টোঁ টোঁ করে।(আম্মায়ায়া,আমি ভ্লা পুলা)
৮/বাড়ির কাজ না নিলে:দোস্ত,আমার জন্য একদিন মাইর খাইতে পারবি না?(তুই শ্লা কবে খাইছোস?)
৯/মোবাইলে কল কইরা:টাকা নাই,ব্যাক কর।(আমি টাকার বস্তা নিয়া বইসা আছি)
১০/মাইর খাইয়া আসলে:কোন__________________,তোরে মারছে?মাইরাই ফেলুম।(এই না হলে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল???)
লেখকের কথা:
লেখকের যা মনে এসেছে তাই লিখেছে,কারো সঙ্গে মিলে গেলে আমি জানি না।
০৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনারে ডাবল মাইনাস দিলাম।
২| ০৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
ফকির আবদুল মালেক বলেছেন: ৫/মারামারি লাগলে:আমি গেলে মারামারি থাইম্মা যাইবো।আগে দুই একটা মর।এরপর গিয়া থামামু।(চাপা আর কারে বলে
বেশ মজার!
০৫ ই জুন, ২০১৭ রাত ৮:১৬
দ্যা ফয়েজ ভাই বলেছেন: মজা দিতে পেরে আনন্দিত।কথা হইলো রেডিওতে দেখাইছে আপনিও নাকি এই ডায়ালগের মালিক ছিলেন।ঘটনা কি সইত্য???
৩| ০৫ ই জুন, ২০১৭ রাত ৮:১১
ধ্রুবক আলো বলেছেন: লেখকের যা মনে এসেছে তাই লিখেছে,কারো সঙ্গে মিলে গেলে আমি জানি না।
অনেক কিছুই মিলছে এবার চা দেন
০৫ ই জুন, ২০১৭ রাত ৮:২৩
দ্যা ফয়েজ ভাই বলেছেন: বল্টুর দোকান থেকে আমার নাম দিয়ে খেয়ে আসেন।বিলের কথা জিগ্যেস করলে বলবেন "ফয়েজ" দিবে।তাকে মানাইতে পারলে সমস্যা নাই।
৪| ০৫ ই জুন, ২০১৭ রাত ৯:৫৩
সত্যের ছায়া বলেছেন: এত উক্তি মনে রাখব ক্যামতে?
০৫ ই জুন, ২০১৭ রাত ১১:০৪
দ্যা ফয়েজ ভাই বলেছেন: কি করবেন আর।এটাকে প্রিন্ট করে পড়ার টেবিলের সামনে লটকাইয়া রাখেন।আর নিয়ম করে পড়বেন।
৫| ০৫ ই জুন, ২০১৭ রাত ১০:০৭
শাহরিয়ার কবীর বলেছেন:
পড়ে ভালো লেগেছে ভাই !
০৫ ই জুন, ২০১৭ রাত ১১:০৬
দ্যা ফয়েজ ভাই বলেছেন: পড়ছেন ভালো কথা।এবার ট্যাক্স দেন।ভালো লাগছে,তাহলে তো ১৫০%ট্যাক্স।
পড়ায় এবং মন্তব্য করায় ধন্যবাদ।
৬| ০৫ ই জুন, ২০১৭ রাত ১০:১০
MD FAISAL HOSSEN বলেছেন: বাণীর সমারোহ পোষ্টে +
০৫ ই জুন, ২০১৭ রাত ১১:১০
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ধন্যবাদ। + এ কৃতজ্ঞ
৭| ০৫ ই জুন, ২০১৭ রাত ১০:৩২
কানিজ রিনা বলেছেন: যাহা বলিয়াছেন সত্য বলিয়াছেন, সত্য বৈ
মিথ্যা না। ঘটন অঘটন পটিয়সী। বেশ ভাল
লাগল। ধন্যবাদ।
০৫ ই জুন, ২০১৭ রাত ১১:১২
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ঘটন অঘটন পটিয়সী
পড়ায় এবং মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
৮| ০৫ ই জুন, ২০১৭ রাত ১১:৫৭
শাহরিয়ার কবীর বলেছেন:
ভাইরে ভাই ! এমনিতেই টাকার অভাবে বিয়া করতে পারছি না, তারপরে আবার ১৫০%ট্যাক্স । আই মরি যাব ।
০৬ ই জুন, ২০১৭ রাত ১২:১০
দ্যা ফয়েজ ভাই বলেছেন: টাকার অভাবে বিয়া করতে পারেন না কেন???বিয়া তে কি ১৫০০০%ভ্যাট???
তয় ভাই,মরার আগে ঠিকানা দিলে ভালো হইতো,
ইয়ে মানে ফ্রী তে চল্লিশা টা খাওয়া হইতো এই আর কি।
৯| ০৬ ই জুন, ২০১৭ রাত ১২:১৮
শাহরিয়ার কবীর বলেছেন:
কি আর কমু ভাই, আছি জ্বালায়। আপনি কোন দেশে থাকেন ? আপনাদের ওখানে কি বিয়ে করতে টাকা লাগে না । এখানে শুধূমাত্র যদি ভ্যাট না দেওয়া লাগতো, তাইলে ফাইনাল।
০৬ ই জুন, ২০১৭ রাত ১২:২৩
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আমি ১৫০% থুক্কু ১৫% ওয়ালা দেশেই আছি।
তয়,আমার বিয়ার বয়স আইতে আইতে আপনার বাচ্চা-কাচ্চার বিয়ের বয়স চইলা আসতে পারে।
তাই,আমার এত্ত টেনশন নাই।যখন টেনশন করার দরকার করমু নে।
বিঃদ্র:ব্লগ আবার গরম হইতেছে মনে হয়,সুতরাং শান্ত হোন,আর চারিদিক পর্যবেক্ষণ করুন।
১০| ০৬ ই জুন, ২০১৭ রাত ১২:৩০
শাহরিয়ার কবীর বলেছেন:
ঠিক আছে ! কোনটা মাল্টি নিক না, ব্লগার’স ।
০৬ ই জুন, ২০১৭ রাত ১২:৫০
দ্যা ফয়েজ ভাই বলেছেন: হাহাহা।উপভোগ করুন।
১১| ০৬ ই জুন, ২০১৭ রাত ১:৩৯
বর্ষন হোমস বলেছেন: বেশিরভাগই মিলে গেছে।আমি রাজী নাই,আমার মনে হয় ফয়েজ আমার সাথে থেকে আমার আশেপাশের মানুষের ডায়ালগ নকল করছে।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পোষ্টে +
০৬ ই জুন, ২০১৭ রাত ১:৫৪
দ্যা ফয়েজ ভাই বলেছেন: এহহহ,আইসে।নিজে আমার সাথে থাইক্যা এগুলা শুনছে।এখন উলটা কয়।
প্লাসে ধন্যবাদ।
১২| ০৬ ই জুন, ২০১৭ রাত ৩:৫১
সাংবাদিক জুলহাস বলেছেন: সবই মিলে যায় আর এই মিলে যাওয়াটাই লেখকের স্বার্থকথা। সত্যিই খুব ভাল লিখছেন।
০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:৫১
দ্যা ফয়েজ ভাই বলেছেন: সত্যিই প্রেরণামূলক মন্তব্যে উৎসাহ পেলাম।
পড়ায় এবং মন্তব্য করায় কৃতজ্ঞতা জানবেন
১৩| ০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:৩৪
রক বেনন বলেছেন: কোন কথা হবে না শুধু +++++++++++
০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৩
দ্যা ফয়েজ ভাই বলেছেন: এই কমেন্টেও কোন কথা হবে না,কেবল জোড়সংখ্যাক ----------
ধন্যবাদ,ভাই।লেখার উৎসাহ পেলাম।
১৪| ০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: দারুন লেখা ।+++
০৬ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৩
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ধন্যবাদ,আপনাকে।আশা রাখি আপনাদের ভালো কিছুই দিতে পারবো
১৫| ০৬ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: শৈশবের অনেক কথায় মনে পড়ে গেল। ধন্যবাদ ফয়েজ ভাই।
০৬ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৫
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।আপনাকে শৈশবের কথা মনে করাতে নিজের ভালো লাগলো।
১৬| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ১২:০১
নতুন নকিব বলেছেন:
অনেক ভাল লাগা।
০৬ ই জুন, ২০১৭ দুপুর ১২:০৬
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনাকে ভালো রাখতে পেরে নিজেরও ভালো লাগছে।
১৭| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৩
কানিজ ফাতেমা বলেছেন: ১৭নং মন্তব্যের সাথে কন্ঠ মিলিয়ে বলতে হয় পুরানো অনেক কথাই মনে পড়ে গেল । শৈশবে আমার জন্য সবচেয়ে ভীতিকর ছিল ট্রান্সশ্লেসন আর বিদঘুটে ইংরেজী বানানের পরীক্ষা , জীবন অতিষ্ট হয়ে গিয়েছিল । আরো কত কি?
পোস্টে ++++++++++++
০৬ ই জুন, ২০১৭ দুপুর ১:০৩
দ্যা ফয়েজ ভাই বলেছেন: পুরানো কথা মনে পড়ে যে সময় টাতে তখন কিছুক্ষণের জন্য হলেও আমরা সে দিনগুলোতে ফিরে যাই।আপনাকে সেখানে নিয়ে যেতে পেরে আমিই আনন্দিত।
অফটপিক:পোষ্টে + পড়ে নাই।সেটা সমস্যা নাহ।মন্তব্যে লিখেছেন তাই বললাম।
১৮| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ২:২২
ভ্রমরের ডানা বলেছেন: ভাল লাগল!
০৬ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৮
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ধন্যবাদ।
১৯| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৬
কাছের-মানুষ বলেছেন: হা হা , চমৎকার
দারুন সব বচন!
প্লাস ++++++++++
০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৭
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনাকেও পড়ার জন্য ধন্যবাদ।
২০| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৬
অপ্সরা বলেছেন: ১/পড়তে বসলে:পড়ালেখা তো করস না,শুধু শুধু বই নিয়া বইসা আছীস।(সত্যটা জানিলো কেমতে?)
২/খাইতে বসলে:কিরে,দিন দিন খাওয়া কমাইয়া দিতেছোস কেন?(আপনে চার প্লেট খাইলেও একই কথা)
৩/বাহির হইতে গেলে:আজকে বাহির হইলে আর ঘরে ঢুকতে দিমু না।(প্রত্যেকদিন একই কথা)
৪/মোবাইল হাতে থাকলে:মোবাইলের ভিত্রে ঢুইকা যাহ।(আম্মারে কেমনে বুঝাইতাম সম্ভব হইলে তাই করতাম)
৫/বাহির থেকে দেরীতে আসলে:এত তাড়াতাড়ি আসার কি দরকার ছিল?(ক্ষিদা লাগছে তাই)
৬/অনিচ্ছা সত্ত্বেও কিছু করাইতে গেলে:বাবা,তুই না আমার ভালো ছেলে?(আহা,)
৭/কেউ বিচার নিয়া আসলে:আমার ছেলে এরকম না(আসলেই,সত্য কথা)
৮/বিয়ের বয়স হইলে:বয়স তো কম হইলো না,বিয়েটা করে ফেল(মানা করছে কে?)
৯/ডাক্তারের কাছে গেলে:আমার ছেলেটা কিছুই খায় না।(তাহলে,বাঁইচ্চা আছি কেমনে?)
১০/মন খারাপ থাকলে:কিরে,কার সাথে ঝগড়া হইছে(গার্লফ্রেন্ড)
হা হা হা হা হাসতে হাসতে মরলাম ভাইয়ু!!!!!!!!
আসলেও আজ দুপুর থেকেই হাসছি!!!!!!!
০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৮
দ্যা ফয়েজ ভাই বলেছেন: হাসা ভালো।তয়,বেশি হাসা ভালো নাহ।বিপদ আসতে পারে।
২১| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৮
অপ্সরা বলেছেন: ৬/প্রেমিকার সামনে:দোস্ত,এই মেয়েটা কালকের টার থেকেও চুন্দ্রী।(হ্লার পুত)
হা হা হা তোমার এমন হইসিলো নাকি !!!!!!!!!!!!!!!!!!!!
০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩০
দ্যা ফয়েজ ভাই বলেছেন: না রে আপু,আমার বন্ধুদের এই বচন বলার সুযোগ হয় নাই।কারণ,গার্লফ্রেন্ডই নাই।
২২| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৭
লিযেন বলেছেন: খ্রাপ না।
০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩১
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ধন্যবাদ,খ্রাপ না বলাতে।
২৩| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:১০
মনিরা সুলতানা বলেছেন: সব সত্য বচন !!
০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩১
দ্যা ফয়েজ ভাই বলেছেন: সদা সইত্য কথা বলি।আমি ভালো মানুষ।
২৪| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৪
অপ্সরা বলেছেন: ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৮ ০
লেখক বলেছেন: হাসা ভালো।তয়,বেশি হাসা ভালো নাহ।বিপদ আসতে পারে।
ফুহ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
পিত্তু ভাইয়ু!!!!!!!!!!!!!
নাহ আর পারা গেলোনা !!!!!!!!
হাসতেও ভুই পাও!!!!!!!!!!!!!!
০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৯
দ্যা ফয়েজ ভাই বলেছেন: হাসতে ভয় নাই।হাসুন হাসুন।স্বাস্থ্যের জন্য উপকারী।আমি হাসতে ভয় পাই না কিন্তু,আমি আনন্দপ্রিয় মানুষ।হাসাহাসি সারাদিনই করি।
২৫| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪৬
অপ্সরা বলেছেন:
০৬ ই জুন, ২০১৭ রাত ১০:০৪
দ্যা ফয়েজ ভাই বলেছেন: জিহবা বের করে লাভ নাই।হাসাতংক রোগের ভাইরাস ছড়ান পারলে।
২৬| ০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
গেম চেঞ্জার বলেছেন: এই মনমরা দিনে হাসানোর জন্য তোমাকে অনেক থ্যাঙ্কস!!
০৬ ই জুন, ২০১৭ রাত ১০:০৬
দ্যা ফয়েজ ভাই বলেছেন: অনেক থ্যাঙ্কস।
আপনাকেও ধন্যবাদ,কষ্ট করে পড়ার জন্য।
২৭| ০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন:
০৬ ই জুন, ২০১৭ রাত ১০:০৭
দ্যা ফয়েজ ভাই বলেছেন: উপরের দিকে তাকাইয়া হাসিয়েন নাহ।
বর্তমান পক্ষীকূল খুব একটা সুবিধার নাহ কিন্তু।
২৮| ০৬ ই জুন, ২০১৭ রাত ৮:৫৮
চাঁদগাজী বলেছেন:
বেশ বড় কালেকশন
০৬ ই জুন, ২০১৭ রাত ১০:০৯
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ধন্যবাদ,কেমন লাগলো তা জানালেন নাহ।
সমস্যা নেই।আপনি আমাকে টেকনোলজি নিয়ে লিখতে বলেছিলেন।দুঃখিত অনেক ভেবেও কূল করতে পারছি নাহ।যদি কখনো লিখি,আপনাকে উৎসর্গ করবো।
ভালো থাকবেন।
২৯| ০৬ ই জুন, ২০১৭ রাত ৯:০৪
আরইউ বলেছেন:
হা হা! দেশ-কাল-সমাজ ভেদে বক্তব্য বদলায় কিন্তু।
ভালো থাকুন ফয়েজ।
০৬ ই জুন, ২০১৭ রাত ১০:১০
দ্যা ফয়েজ ভাই বলেছেন: এটি আপনি যথার্থ বলেছেন।কিন্তু আমাদের জেনারেশনে এমন বক্তব্য শুনে নাই,এমনটা হয়ত খুবই কম আছে।
৩০| ০৬ ই জুন, ২০১৭ রাত ৯:২২
সামু পাগলা০০৭ বলেছেন: অসাধারণ পোস্ট! সবাই কোন না কোনটা জীবনে শুনেছে! রিলেট করতে পারার মতো পোস্ট!
অনেক ধন্যবাদ!
শুভকামনা!
০৬ ই জুন, ২০১৭ রাত ১০:১৪
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।কিছু সময়ের জন্য অতীতে ফিরিয়ে নিতে পেরে আনন্দিত।ভালো থাকবেন।
৩১| ০৭ ই জুন, ২০১৭ সকাল ৮:৪৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: হা হা হা
অনিন্দ্য
০৭ ই জুন, ২০১৭ সকাল ৮:৫৫
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
৩২| ১৩ ই জুন, ২০১৭ রাত ১২:৫১
শায়মা বলেছেন: তুমি কোথায় হারিয়ে গেছো ভাইয়ু??
১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
দ্যা ফয়েজ ভাই বলেছেন: যদি এই কমেন্টের রিপ্লে পেয়ে থাকেন তাহলে মনে করবেন লেখক হারিয়ে গিয়েছি,আর না পেলে সহীহ সালামতে আছে।
৩৩| ১৩ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
শায়মা বলেছেন: আসলেই ভেবেছিলাম হারিয়েই গেলে!
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
সুমন কর বলেছেন: দিলাম +।