নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাড়ে সাংঘাতিক এই পিচ্চি সম্পর্কে জেনে কোন লাভ নাই।সুতরাং \"দুরে গিয়া বাঁচেন\"

দ্যা ফয়েজ ভাই

Loading... 99.9%...please wait

দ্যা ফয়েজ ভাই › বিস্তারিত পোস্টঃ

সামুতে ফয়েজ ভাইয়ের ১ বছর ১ দিন(বর্ষপূর্তি পোষ্ট) :) :)

১৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

এক বছর,প্রেক্ষাপট অনুসারে অনেক লম্বা সময় আবার হয়ত অনেক কম সময়।দেখতে দেখতে ব্লগে ১বছর কাটিয়ে দেয়া একটু কমই হয়ত।
আমার আজো মনে পড়ে,হয়ত ৩ বছর আগেও আমি আমার আপুকে জিগ্যেস করেছিলাম,ব্লগ কি?
সে ধোঁয়াশামাখা একটি উত্তর দিয়েছিলো।তখন আমার কাছে ব্লগ মানেই ছিলো এমন একটা জায়গা যেখানে মানুষ ধর্মের বিরুদ্ধে এবং সরকারের বিপক্ষে লিখে। =p~
সে যাই হোক,এই ব্লগের সন্ধান পেয়েছিলাম একটু অদ্ভুত ভাবেই।ব্লগার অপু তানভীর এর লেখা একটা গল্প পড়েছিলাম।গল্প শেষে মানুষের কমেন্ট দেখলাম,তো ভাবলাম আমিও একটা কমেন্ট করি।এরপর দেখি লেখা উঠে
"আপনাকে প্রথমে লগিন করতে হবে"এইডা আবার কি???ভাবলাম /:) /:) ,ঘর দুইটা তে ইমেইল আর পাসওয়ার্ড বসালেই লগিন হয়ে যাবে।ওমা,এ কি কারবার।আমার নামে কোন আইডি নাই।ভীত B:-) হয়ে ইমেইল আইডি চেক করলাম,এখানে তো ঠিকই আছে।বুঝলাম,এখানেও আলাদা আইডি খুলতে হয়।খুললাম নাহ,তবে অপু তানভীর এর গল্প প্রায় সবগুলো পড়ে শেষ করলাম।
এরপর আমি খাই-দাই,ঘুরি-ফিরি।এরপর কয়েকদিন যাবৎ একটা জিনিষ লক্ষ্য করলাম,গুগলে কোন কিছু জানতে চাইলে বেশিরভাগ সময়ই সামহোয়ারইনব্লগের একটা পোষ্ট শো করবেই।এরপর ইচ্ছে হলো,এত গুনী মানুষদের কিছুটা নিকটে আসতে।তাই একটা আইডি খুলেই ফেললাম। :)
আমার মনে পড়ে,সেদিন রোজা ছিলো,রোজা রেখে ক্ষুধার্ত পেট নিয়ে মনের ক্ষুধা মিটিয়েছিলাম এই ব্লগ আইডি খুলে।
যাই হোক,খোলার পর থেকে তো আমি ব্যাপক উৎসাহ নিয়ে সব ঘাটাঘাটি করছি।মডারেশন স্ট্যাটাস টার দিকে অনেক্ষণ তাকিয়ে এর মর্ম উদ্ধার করেছিলাম।কিছু লেখা দরকার।তাই এক বড় ভাইয়ের একটা পোষ্ট নিজের মত করে লিখে প্রথম পোষ্ট করলাম।মোট ছয়দিন হয়ে গেলো,পাঁচটি পোষ্ট করলাম,স্ট্যাটাস পালটে নাহ। /:)
বুঝলাম,আমার পোষ্ট আবুল মার্কাই হয়,কিন্তু সপ্তম দিনেই আমি প্রথম পাতায় লেখার সুযোগ পাই। :-B
এরপর মানুষের ব্লগে কমেন্ট করি,দেখলাম আমার ব্লগেও কেউ একজন কমেন্ট করেছে,আমিও কমেন্ট করলাম,কিন্তু অবাক হলাম অন্য জায়গায় পোষ্টদাতা কমেন্টের রিপ্লে দেয় :|| ।কিন্তু আমি তখনও বুঝে উঠতে পারি নি যে,ডান পাশের সবুজ বাটন টাই রিপ্লে বাটন।
আস্তে আস্তে নতুন সমস্যা গুলো কাটিয়ে উঠলাম।তেমন কোন সমস্যা হয়ে ওঠেনি এই এক বছরে।তবে,ব্লগার সাহসী সন্তান থেকে একটা ঝাড়ি খেয়েছিলাম উলটাপালটা কমেন্টের জন্য এইই যা।

মাঝখানে হঠাৎ বিরাট গ্যাপ।প্রায় ছয় মাসের মত সকল প্রকার ভার্চুয়াল জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম আমার মেট্টিক/এসএসসি পরীক্ষার জন্য(আল্লাহর রহমতে কুমিল্লা বোর্ড এত খারাপ রেসাল্ট করাতেও আশানুরুপ A+ পেয়েছি)যাই হোক,১২মাসের মাঝে ৬মাসই একেবারে বিচ্ছিন্ন।তাই সবার সাথে হয়ত নিয়মিত যোগাযোগ হয়ে ওঠেনি।তবুও সহব্লগারদের কাছ থেকে ভালোকিছুই পেয়েছি।মাঝে মাঝে কিছু পোষ্টে মনের মতো করে ভালো মন্তব্য করতে ইচ্ছে করে।তবে,একটা কথা কি,মোবাইল থেকে সাধারণ ব্লগিং কষ্টকর হয়ে পড়ে,বিশাল মন্তব্য তো........

সবশেষ একটি কথা:আমার নিক "দ্যা ফয়েজ ভাই" হলেও,এটা শুধু নামেই কাজে নয়। হতে পারে এই ব্লগের আমি একজন অন্যতম কনিষ্ঠ ব্লগার। কোন ভূল যদি করে থাকি ছোট ভাই হিসেবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
:) :)
আমার পরিসংখ্যান:---
পোষ্ট করেছি:৬টি
মন্তব্য করেছি:১০৪৩টি
মন্তব্য পেয়েছি:২৫৬টি
ব্লগ লিখছি:১বছর ১দিন
অনুসরণ করছি:০জন
অনুসরণ করছে:১৫জন

ব্লগটি ১২২৫৯বার দেখা হয়েছে
নোট:আমার ব্লগ দেখার সংখ্যা ১২হাজার ছাড়িয়েছে।যা বর্তমান সময়ে ৬টি পোষ্ট করে প্রায় অসম্ভব।এনিয়ে অনেকের সংশয় থাকতে পারে।তাদের উদ্দেশ্যে,আমি আমার আগের লেখাগুলো ডিলেট করে দিয়েছি(প্রায় ১০টা)।
এর মধ্যে একটি পোষ্ট ৫হাজারের বেশি হিট পেয়েছে।এটাই কারণ।
(আগের লেখাগুলো রিপোষ্ট করেছি কয়েকটা,আর দুইটা আছে।রিপোষ্টের জন্য আগেই ক্ষমা চাচ্ছি)

ভালো থাকবেন,সুস্থ থাকবেন।অবসর সময়ে আমাদের কিছু জানার সুযোগ করে দিবেন।
.......ইতি.......
ফয়েজ দ্যা ছোট ভাই। ;)

মন্তব্য ৬০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৭ রাত ৮:০২

শায়মা বলেছেন: আচ্ছা ভালো থাকবো পিচ্চি!

তুমিও ভালো থেকো!!!!!!

১৬ ই জুন, ২০১৭ রাত ৮:৫৭

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আমি বরাবরের মতই ভালো থাকি। :)
মন্তব্যে ধন্যবাদ,আপু। :)

২| ১৬ ই জুন, ২০১৭ রাত ৮:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিখে যান অবিরাম। বর্ষপুর্তির শুভেচ্ছা।

১৬ ই জুন, ২০১৭ রাত ৮:৫৮

দ্যা ফয়েজ ভাই বলেছেন: মন্তব্যে ধন্যবাদ।আপনাকেও শুভেচ্ছা। :)

৩| ১৬ ই জুন, ২০১৭ রাত ৮:২১

গেম চেঞ্জার বলেছেন: ভালোই চলছে তোমার ব্লগিং!! চালায় যাও!!!!!!!!!!! B-)

১৬ ই জুন, ২০১৭ রাত ৯:০০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনাদের সংস্পর্শে ভালোই চলছে।চালিয়ে যাবার অনুপ্রেরণায় অসংখ্য ধন্যবাদ। :)

৪| ১৬ ই জুন, ২০১৭ রাত ৮:২৩

আহমেদ জী এস বলেছেন: দ্যা ফয়েজ ভাই ,




শুরুটা চমৎকার । অনেকের অভিজ্ঞতাই আপনার মতো ।

বছর পূর্তিতে শুভেচ্ছা । সামুর মায়াতে আটকে থাকুন জীবনভর ।

১৬ ই জুন, ২০১৭ রাত ৯:০১

দ্যা ফয়েজ ভাই বলেছেন: বরাবরের মতই চমৎকার মন্তব্য।সামুর মায়ায় আটকে পড়েছি হয়ত।দোয়া করবেন যাতে ভালো কিছুই করতে পারি। :)

৫| ১৬ ই জুন, ২০১৭ রাত ৯:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বর্ষপূর্তি উপলক্ষে আপনাকে অভিনন্দন।

১৬ ই জুন, ২০১৭ রাত ১০:৫২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: কৃতজ্ঞতা প্রিয় ব্লগার।আপনাকেও অসংখ্য ধন্যবাদ। :)

৬| ১৬ ই জুন, ২০১৭ রাত ৯:৫৯

কানিজ রিনা বলেছেন: বর্ষপূর্তিতে শুভেচ্ছা পুচকে মেধাবী দীর্ঘ জীবন
কামনা তোমাকে। শুভকামনা।

১৬ ই জুন, ২০১৭ রাত ১০:৫৬

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনাকে ধন্যবাদ শুভকামনা জানানোর জন্য।
অফটপিক:বাংলাদেশ সরকারের নামে মামলা করমু,কি নিয়ম বানাইছে,১৮বছরের নিচে সবাই শিশু।তাই আমাকে আজ সবাই পুচকে বলে,এ কেমন বিচার??? :((

৭| ১৬ ই জুন, ২০১৭ রাত ১০:১৭

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা দ্যা ফয়েজ ভাই !

১৬ ই জুন, ২০১৭ রাত ১০:৫৯

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ধন্যবাদ,আপু।আপনাদের শুভকামনাই আমার কাম্য। :)

৮| ১৬ ই জুন, ২০১৭ রাত ১০:৩৩

ধ্রুবক আলো বলেছেন: অনেক শুভ কামনা জানাই, লিখে যান, ব্লগিং চলুক অবিরত।

১৬ ই জুন, ২০১৭ রাত ১১:০০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ব্লগিং চালিয়েই যেতে চাই।আশা রাখি আপনাদের সহ্যোগিতায় তা অবশ্যই সম্ভব।মন্তব্যে ধন্যবাদ। :)

৯| ১৬ ই জুন, ২০১৭ রাত ১০:৪৯

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। !:#P

১৬ ই জুন, ২০১৭ রাত ১১:০১

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ধন্যবাদ,জানাই। :)
আপনার মন্তব্যে অনুপ্রেরণা পাই

১০| ১৬ ই জুন, ২০১৭ রাত ১০:৫৪

আমি চির-দুরন্ত বলেছেন: শুভকামনা রইল ভাইয়া তোমার প্রতি। একসময় সারা বাংলা তোমার লেখার অপেক্ষায় থাকবে।
যদিও আমি নতুন মাল। এখনো প্রথম পাতায় অনুমতি পায়নি। তুমি বললাম কারন আমি একটু বড় সড়ক তোমার চাইতে :> :(

১৬ ই জুন, ২০১৭ রাত ১১:০৪

দ্যা ফয়েজ ভাই বলেছেন: সারা বাংলা আমার লেখার অপেক্ষায়। :-B
যে কারো দ্বারাই হয়ত সম্ভব।মন্তব্যে ধন্যবাদ।
নতুন মাল হইলেও নতুন বোতলে পুরান জিনিশ মনে হইতেছে। ;)
অফটপিক:সামুর এই তিনদিনের অপেক্ষা কার কতদিনে শেষ হয় আল্লাহই ভালো জানে।এই ব্যাপারটা খতিয়ে দেখা দরকার।

১১| ১৬ ই জুন, ২০১৭ রাত ১১:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
হায়,হায়.. এক বছর হয়ে গেল, অথচ আপনাকে কোন র‌্যাগ দেওয়া হল না। =p~



বর্ষপূর্তিতে শুভেচ্ছা....

১৬ ই জুন, ২০১৭ রাত ১১:০৭

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আমার সাথে হচ্ছেটা কি??? X(
বুঝছি,সিএনজির পিছে যেমন লেখা থাকে:-"আমি ছোট,আমাকে মারবেন না"তেমনটা আমাকেও করতে হবে। =p~
মন্তব্য করায় অসংখ্য ধন্যবাদ,আপনাকে প্রায় সবসমই পাশে দেখি। :)

১২| ১৬ ই জুন, ২০১৭ রাত ১১:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: মিঃ দ্যা ফয়েজ ভাইয়ের জন্য একটা র‌্যাগ ডে এর ব্যবস্থা করা হোক ।। =p~

১৬ ই জুন, ২০১৭ রাত ১১:৪২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: সকল দায়দায়িত্ব আপনাদের নিতে হবে।আমি প্রধান অতিথি। B-))
রাজী হলে,রাজী আছি।;)

১৩| ১৬ ই জুন, ২০১৭ রাত ১১:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: কোন সমস্যা নেই।

একটু বিচিত্রাআনুষ্ঠানও হপে কিন্তু :-P

১৬ ই জুন, ২০১৭ রাত ১১:৫২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: সেই বিচিত্রানুষ্ঠানে আপনি সঙ সেজে নাচতে হপে কিন্তু। :P

১৪| ১৭ ই জুন, ২০১৭ রাত ১২:২৩

তোমার জন্য মিনতি বলেছেন: অভিনন্দন

১৭ ই জুন, ২০১৭ রাত ৩:৪১

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ধন্যবাদ। :)

১৫| ১৭ ই জুন, ২০১৭ রাত ১২:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন অভিনন্দন অভিনন্দন ফয়েজ ভাই ।

আপনার মন্তব্য কম পাওয়ার কারণও মনে হচ্ছে ডিলিট।
ডিলিট কেন করতে হলো, সেটা বুঝলাম না।

১৭ ই জুন, ২০১৭ রাত ৩:৪৩

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনাকে ধন্যবাদ।ভালোবাসা জানবেন।

আসলে ৬-৭মাসের গ্যাপ পড়ে যাওয়ার পরে,চিন্তা করলাম নিজের ব্লগটাকে একটু পরিবর্তন আনি।তাই আগের সব লেখাগুলো মুছে দিয়ে নতুনভাবে ব্লগিং শুরু করলাম এইই যা। :)
মন্তব্যের জন্য মন থেকে ভালোবাসা। :)

১৬| ১৭ ই জুন, ২০১৭ রাত ১২:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:


অভিনন্দন ও শুভকামনা!!!

বেশি বেশি লিখুন!

১৭ ই জুন, ২০১৭ রাত ৩:৪৫

দ্যা ফয়েজ ভাই বলেছেন: বাহ,চমৎকারভাবে অনুপ্রেরণা জোগালেন।চেষ্টা করবো আপনার অনুরোধ রাখতে।ধন্যবাদ। :)

১৭| ১৭ ই জুন, ২০১৭ রাত ১:১৯

শূন্যনীড় বলেছেন: অভিনন্দন ফয়েজ ভাই

১৭ ই জুন, ২০১৭ রাত ৩:৪৬

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনাকে ধন্যবাদ।শুন্যনীড়।
(নিকটা সুন্দর) :)

১৮| ১৭ ই জুন, ২০১৭ রাত ২:০০

ওমেরা বলেছেন: ছোট্ট একটা ভাইয়া --- তবু ব্লগে আপনি আমার সিনিয়র অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা ।ছোট্ট একটা ভাইয়া --- তবু ব্লগে আপনি আমার সিনিয়র অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা ।

১৭ ই জুন, ২০১৭ রাত ৩:৫০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: সিনিয়র-জুনিয়র সকল ব্লগার একে-অপরের প্রতি এভাবে ভালোবাসা জানালে ব্লগ পরিবেশ হয়ত অনেক ভালো থাকবে।
ছোট্ট একটা ভাইয়ার কাছ থেকে মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানবেন। :)

১৯| ১৭ ই জুন, ২০১৭ রাত ২:১১

উম্মে সায়মা বলেছেন: বর্ষপূর্তিতে শুভেচ্ছা দ্যা ফয়েজ ভাই।

১৭ ই জুন, ২০১৭ রাত ৩:৫১

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনাকে ধন্যবাদ জানাই উম্মে সায়মা আপু। :)

২০| ১৭ ই জুন, ২০১৭ রাত ২:৪৭

কাছের-মানুষ বলেছেন: দ্যা ফয়েজ ভাই আপনাকে অভিনন্দন এক বছর পূর্তিতে । বাস্তব এবং ভার্চুয়াল জীবনের মাঝে ব্যালেন্স করে এভাবেই চলতে থাকুক ব্লগিং যুগ যুগ ধরে।

শুভেচ্ছা রইল।


১৭ ই জুন, ২০১৭ রাত ৩:৫৩

দ্যা ফয়েজ ভাই বলেছেন: চমৎকার মন্তব্য।জীবন টা অনেক বাকী।তাই ভার্চুয়াল এবং বাস্তবে ব্যালেন্স করা সত্যিই জরুরী।
মন্তব্যে ভালোবাসা রইলো।:)

২১| ১৭ ই জুন, ২০১৭ সকাল ৮:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: শুভ কামনা রইল । ভাল থাকুন নিরন্তন।

১৭ ই জুন, ২০১৭ সকাল ১০:১৮

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ধন্যবাদ,মোস্তফা সোহেল ভাই। :)

২২| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১০:০৪

শাহ্জাদা আল- হাবীব বলেছেন: শুভকামনা।।

১৭ ই জুন, ২০১৭ সকাল ১০:২২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ধন্যবাদ। :)

২৩| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১০:০৭

নাগরিক কবি বলেছেন: শুভকামনা ফয়েজ B-) তা এক বছর উপলক্ষে হালকা পাতলা নাস্তা পানির দরকার ছিলো ব্লগে ;)

১৭ ই জুন, ২০১৭ সকাল ১০:২৯

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। :)
হালকা পাতলা নাস্তা পানির ব্যবস্থা করা আছে তো কবি সাহেব।
বল্টুর দোকানে গিয়ে আমার নাম বলে খেয়ে নিবেন,নিজ দায়িত্বে। B-))

২৪| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১০:২০

নতুন নকিব বলেছেন:



নট অনলি ফয়েজ ভাই। 'দ্যা' বলে একটা কথা। হেভিওয়্টে বুঝাই যায়।

বর্ষপূর্তিতে মিষ্টি ছাড়াই দোআ নিতে এই আয়োজন? তাহলে কিন্তু হবে না!

ভাল থাকুন।

১৭ ই জুন, ২০১৭ সকাল ১০:৩৫

দ্যা ফয়েজ ভাই বলেছেন: হেভীওয়েট। =p~ :-B
পোষ্টেই বলা আছে"ফয়েজ দ্যা ছোট ভাই" B-)
মিষ্টি ছাড়া আয়োজন করি নাই।আপনার বাড়ির পাশের দোকানে বলা আছে,সেখানে গিয়ে আমার নাম করে খেয়ে নিবেন। ;)
সুন্দর মন্তব্যে ধন্যবাদ।:)

২৫| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: কুনু সমস্যা নেই সব হপে !!

নাচুম =p~

১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৪১

দ্যা ফয়েজ ভাই বলেছেন: মারহাবা,আগেই নাচ সম্পর্কে মন্তব্য কইরা ফেললাম। B-))

২৬| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৭

নতুন নকিব বলেছেন:



আমার বাড়ির পাশের দোকানে বলা আছে? এখনতো রমাদান মাস চলছে। তা, মিষ্টি চাইতে কি দিনে যাব, না রাতে? দোকানীর তাড়া খাওয়ার ভয় নেই তো?

ধন্যবাদ আবারও।

১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:০৩

দ্যা ফয়েজ ভাই বলেছেন: রোজা না থাকলে দিনেই পর্দাওয়ালা দোকানে গিয়ে খেয়ে নিবেন।আর রোজা থাকলে রাতে।
আরেহ,আমি থাকতে আপনার চিন্তার কোন অভাবই হবে না থুক্কু,চিন্তার কোন দরকারই হবে না।তাড়া খাইলে *********** এই নাম্বারে কল দিবেন।এটা পাখা ছাড়া হেলিকপ্টার সরবরাহ করে।তারা আপনাকে নিরাপদ স্থানে নিয়ে যাবে। ;)

২৭| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:২২

শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা............নাচো গো খঞ্জনা, নাচো গো খঞ্জনা =p~

১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:২৫

দ্যা ফয়েজ ভাই বলেছেন: যত পারেন আমার র‍্যাগ ডে এর বিচিত্রানুষ্ঠানে নেচে নিন।আপনার বিয়েতে কিন্তু আমি নেচে স্টেজ ভেঙে ফেলবো। B-))

২৮| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ২:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: বান্দরের গলায় কি আর মুক্তার মালা মানায় ? আমার আবার বিয়ে !!! হুমম , যদি কখনো করি,তবে অবশ্যই নাচবেন ।


আমার দেখুন ....................

১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনি নাচলেন,চিটিয়া কালাইয়া।সুন্দর হইছে।তয়,আমি আপনার বিয়েতে গান গাইবোএইটা
আর নাচবোএই নাচ
তয়,নাচার সময় বৃদ্ধার মত একলা থাকমু নাহ,ভাবী সাথে থাকতে হইবেক। ;)

২৯| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩৮

ইয়াশফিশামসইকবাল বলেছেন: আমাকে ব্যান কোরা হোক...

১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভাই,আপনার আবার কি হইলো???

৩০| ১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, আপনি খুবই আগ্রহী ব্লগার, এবং ১ বছরে অনেক অবদান রেখেছেন; অভিনন্দন।

১৭ ই জুন, ২০১৭ রাত ৮:৫৭

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আগ্রহী।হুম,তা অবশ্য খারাপ বলেন নি।গুণী মানুষদের সান্নিধ্য কে না চায়।আমি নিজের অজান্তে কোন অবদান রেখেছি কিনা সঠিক জানি নাহ।
মন্তব্যে ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.