নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাড়ে সাংঘাতিক এই পিচ্চি সম্পর্কে জেনে কোন লাভ নাই।সুতরাং \"দুরে গিয়া বাঁচেন\"

দ্যা ফয়েজ ভাই

Loading... 99.9%...please wait

দ্যা ফয়েজ ভাই › বিস্তারিত পোস্টঃ

বাবা কথন অথবা আমার বাবার মৃত্যু দিনের বর্ণনা ও আমার কিছু একান্ত অনুভূতি।

১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

সবসময় একটা বটগাছ ছায়া দিত রোদের সময়,বৃষ্টির সময় বৃষ্টির ফোঁটার হাত থেকে বাঁচাত।রাতের বেলা আকাশের তারা গোণা হতো এই বটগাছের ছায়ায় বসে।
হঠাৎ বটগাছটা বাতাসে মিলিয়ে যায়,মিলিয়ে যাওয়ার আগ পর্যন্ত বুঝিনি,এর মর্ম কি।আজ বুঝি।

ওহ হ্যা,বাবার কথা বলছিলাম আর কি।

"বাবা"এই চরিত্রটা একটু অদ্ভুত।কখনো হয়ত খুব কাছ থেকে আপনি তাকে পাবেন না।তবে,দূরে গেলেই হয়ত বুঝতে পারবেন বাবা নামক এই মানুশটি আপনার কত কাছে ছিলো।প্রত্যেক বাবার কাছেই তার মেয়ে রাজকন্যা এবং তার ছেলে রাজপুত্র।এই বাবা তার সন্তানের জন্য কতটা ছাড় দিয়ে থাকেন তা হয়ত একটা ছেলে বাবা হওয়ার আগে টের পায় না।

জানেন,আমাদের দেশের মায়েরা সন্তানদের সারাদিনই বকাবকি করে,আর সে সময়টাতে সন্তানের আশ্রয়স্থল থাকে বাবা।মায়ের বকাবাদ্য হয়ত বাবার কোল পর্যন্ত শোনা যায় না।তাই পরম শান্তিতে বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়া যায়।তবে,বাবারাও হয়ত রাগে।সে সময়টাতে হয়ত মায়ের কোল পর্যন্ত গিয়েও সন্তানের নিস্তার হয় না।
একটা কথা শুনেছিলাম,একটা মেয়ে তখনই মা হয় যখন সে জানতে পারে সে মা হতে চলেছে।আর একটা ছেলে তখনি বাবা হয় যখন সে তার নিজ সন্তানকে কোলে নিয়ে দুচোখ ভরে দেখতে পারে।

আমার বাবাটাও না,ঠিক একই রকম ছিলো,বাবা ব্যাবসার কাজে চট্টগ্রাম থাকতো।সপ্তাহে/দুসপ্তাহে হয়ত দু তিনদিনের জন্য আসতো।সে সময়টা যেমন খুশির ছিলো তেমনি ভয়েরও ছিলো এখন না বুঝি বাবা রেগে যায়।বাবার কাছে কখনো আবদার করে হয়ত ঠকিনি।সাধ্যমতো দিয়েছিলেন।তবুও কেনো জানি,দুরুত্ব রয়েই গিয়ে ছিলো।দিনে মোবাইলে এক/দুইবার কল করে কথা বলে কতটুকুই বা কাছে আসা যায়?বাইরে ঘুরে বেড়ানো স্বভাব ছিলো বলেই হয়ত বাবা যে কয়দিন বাসায় থাকতো সে কয়দিনও বাবার কাছে আসতে পারি নি।খুব একটা অবাক ব্যাপার কি জানেন,আমি যখন ক্লাশ ফোরে সোসাইটি বৃত্তি পেয়েছিলাম তখন মা খুশি হয়ে বাবাকে বলে ছিলো।বাবা নির্বিকার ভাবে মাকে জিগ্যেস করেছিলো হৃদয়(আমার ডাকনাম)এবার থ্রি তে বৃত্তি পাইছে না?খুব হেসেছিলাম,আর বাবাকে রাগিয়েছিলাম,এই কথা বলে যে তুমি জানোই না আমি কোন ক্লাশে পড়ি,হুহ।বাবা হাসতো,খুব অদ্ভুত একটা হাসি।হয়ত বুঝি নি,সেই হাসিটাতে ছিলো শত ব্যস্ততা আমাকে মানুষ করার জন্য শত প্রচেষ্টা।আমার বাবাটা হয়ত খুব স্বার্থপর ছিলো,তাই যখনই কোন ভালো কাজ করতাম তখনই বলে উঠতো:-
আমার ছেলে।
আর খারাপ কাজ করলেই হয়ে যেতাম মায়ের ছেলে।এটাই হয়ত প্রত্যেক বাবার রীতি।

সেই বাবাটা আজ নেই।হারিয়ে গেছে সেই বটগাছটার মত।আজ বুঝি,এই বাবাটা আমার কত কাছে ছিলো।আমার আজোও মনে পড়ে বাবার সাথে আমার শেষ কথাগুলো,হয়ত এমনই ছিলো,মোবাইলে কল করে বলেছিলাম:-
আব্বু,আসসালামু আলাইকুম।কেমন আছো?
আব্বু:ভালো,তুমি?
আমি:ভালো,আব্বু।আম্মু মোবাইলে টাকা শেষ,টাকা ফ্লেক্সি করে দাও।
আব্বু:এখন তো দোকান সব বন্ধ।আজান দিয়ে দিছে।দোকান খুললে দিবো.(যোহরের আজান)
আমি:আচ্ছা,ভাত খেয়ে ফোন দিও।
আব্বু:আচ্ছা,ঠিকাছে।রাখি।

হুম,আমি ভাত খেয়ে শুয়ে পড়ার পর কল এসেছিলো ঠিকই,আব্বুর নাম্বার থেকেই।তবে,কল করে ছিলো আব্বুর ব্যবসার ম্যানেজার।জানিয়েছিলো,আব্বু ভাত খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে।আমরা ভাবলাম,হয়ত ডায়াবেটিস বেড়ে/কমে গিয়েছে।(আব্বুর ডায়াবেটিস অতিরিক্ত ছিলো,নিয়মিত ইনসুলিন নিত)।কিন্তু ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে গেলো,যখন কল করে বললো আব্বু এখন আইসিউতে।আমরা বুঝলাম,অবস্থা শোচনীয়।নাহলে আইসিউতে কেনো।সাথে সাথে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিলাম।৪/৪:৩০এর ট্রেনে উঠে পড়লাম।আমি,আম্মু আর কাকা।প্রায় ১০ টা বেজেছিলো চট্টগ্রামে গিয়ে হাসপাতাল পৌছাতে।আমরা যাওয়ার পরপরই বাবাকে ঢাকায় পিজি হাসপাতালে পাঠানোর জন্য এ্যাম্বুলেন্সে বাবাকে উঠানো হয়।উঠানোর পর আমরা বাবার রুমে গিয়ে বসেছিলাম।কিন্তু রাত প্রায় ২ টার দিকে আমাদের সামনে গাড়ি এসে দাড়ালো।আব্বুর ব্যাবসায়িক কলিগ সহ সবাই ছিলো সেখানে।আমাদের উঠতে বলা হলো।রোবটের মত উঠে পড়েছিলাম।গাড়িটি লাকসামের(আমাদের বাসস্থান) উদ্দেশ্যে রওয়ানা দিলো।পথেই জেনেছিলাম,বাবা আর নেই।আমি কান্না করিনি।কেনো জানি ভূলে গিয়েছিলাম,কান্না করতে।

পরিশিষ্ট:আমরা যখন এলাকায় আসি তখন ভোর প্রায় ৫ টা।আমি এসেই শুনছিলাম মাইকে ভেসে আসছে
"একটি শোক সংবাদ,পশ্চিমগাঁও,বাগিচাপাড়া নিবাসী চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী,জনাব মোঃ আমিনউল্যাহ তালুকদার আজ রাত আনুমানিক ২ টার সময় চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ইন্তেকাল করিয়াছেন।ইন্নালিল্লাহির.........রাজীউন।মরহুমের জানাযার নামাজের সময় জানিয়ে দেয়া হবে"

সময়টা ২০১২সালের ২নভেম্বর দিবাগত রাত ১টা ৩৩ মিনিট।তখন আমি কান্না করিনি।হয়ত বুঝিনি ছোট ছিলাম বলে কি হারিয়েছি।তখন আমি ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।আজও কান্না করি না,শুধু মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে জ্বলজ্বল করা তারাগুলোর মাঝে বাবাকে খুঁজি।হয়ত একদিন খুঁজে পাবো বাবাকে ওই দূর আকাশে,যে আমায় দেখে হাসছে আর দোয়া করছে।

ভালো থাকুক,সকল বাবা রা।এপারের অথবা ওপারের। :) :)

মন্তব্য ৪০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:


সব সন্তানকে একদিন মা-বাবা হতে হয়, এটাই প্রকৃতি

১৮ ই জুন, ২০১৭ রাত ৮:১৫

দ্যা ফয়েজ ভাই বলেছেন: তা তো প্রকৃতির নিয়ম,হতে হয় হয়ত।আদর্শ বাবা-মা হওয়াটাই সকলের কাম্য।

২| ১৮ ই জুন, ২০১৭ রাত ৮:০৩

ওমেরা বলেছেন: বাবা, মা হারানোর কষ্ট কতটা তীব্র সেটা যাদের মা, বাবা মারা গিয়েছে শুধু তারাই বুঝবে । আমার বাবা আছে , মা মারা গি্যেছে ৪ বছর আগে এখন ও রাতে যখন ঘুমাইতে যাই খুব বেশি মনে পড়ে মা্যের কথা ।

আল্লাহ আপনার আব্বাকে জান্নাতবাসী করুন । আমীন ।

ছোট্ট ভাইয়া মন খারাপ করিয়েন না একদিন আমরা সবাই চলে যাব এই দুনিয়া থেকে । বেশী বেশী ভাল কাজ করেন বাবা মায়ের জন্য দুয়া করেন যাতে আবার জান্নাতে বাবা মায়ের সাথে েকত্রে থাকতে পারি ।

১৮ ই জুন, ২০১৭ রাত ৮:১৮

দ্যা ফয়েজ ভাই বলেছেন: বাবা তো দূর থেকে ভালোবাসে,কিন্তু মা সে তো একেবারে কাছে।তাকে হারানোর যন্ত্রণা কতটা তীব্র,তা যারা হারিয়েছে তারাই জানে।
মন্তব্য ভালো লাগলো।
জ্বী,বাবা হারানোর কষ্টটা কাটিয়ে উঠেছি।দোয়া করি তার জন্য।
দোয়া প্রার্থী আপনাদের কাছে।:)

৩| ১৮ ই জুন, ২০১৭ রাত ৮:০৪

শায়মা বলেছেন: বাবা ভালো থাকুন না ফেরার দেশে!

১৮ ই জুন, ২০১৭ রাত ৮:১৯

দ্যা ফয়েজ ভাই বলেছেন: সেটাই কামনা করি।দোয়া করবেন।মন্তব্যে ধন্যবাদ। :)

৪| ১৮ ই জুন, ২০১৭ রাত ৮:২৮

নাগরিক কবি বলেছেন: পৃথিবীর সব বাবারা ভাল থাকুক।

১৮ ই জুন, ২০১৭ রাত ১১:৪০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভালো থাকুক,সবাই।যারা এপারে আছে তারাও আবার যারা ওপারে আছে তারাও। :(

৫| ১৮ ই জুন, ২০১৭ রাত ৯:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রাব্বিরহাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা।

১৮ ই জুন, ২০১৭ রাত ১১:৪২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: এই দোয়াই করি।আল্লাহ যাতে আমার বাবাকে জান্নাত দান করে।সাথে সব বাবাদের প্রতি শ্রদ্ধা।ভালো থাকবেন,লিটন ভাই। :)

৬| ১৮ ই জুন, ২০১৭ রাত ৯:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক বেদনাবোধ থেকে লিখা স্মৃতিটুকু।
খুব সুন্দর লিখেছেন।

আপনার বাবা'র আত্মা'র শান্তি হোক কামনা স্রষ্টা'য়

১৮ ই জুন, ২০১৭ রাত ১১:৪৫

দ্যা ফয়েজ ভাই বলেছেন: খুব সুন্দর কিনা জানি না,তবে খুব বেদনাদায়ক।তা তো অবশ্যই।বিদায়বেলা সে তো সবসমই বেদনাদায়ক।চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ। :)
ভালো থাকবেন।

৭| ১৮ ই জুন, ২০১৭ রাত ৯:৩১

রাজীব নুর বলেছেন: ৃথিবীর সব বাবা ভালো থাকুক।

১৮ ই জুন, ২০১৭ রাত ১১:৪৬

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আমীন।আল্লাহ যাতে সকল মানুষকেই ভালো রাখে।মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ১৮ ই জুন, ২০১৭ রাত ১০:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: আপানার বাবা না ফেরার দেশে ভালো থাকুক ।

১৮ ই জুন, ২০১৭ রাত ১১:৫০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: জানি না কেমন আছেন তিনি না ফেরার দেশে।তবুও দোয়া করি আল্লাহ তাকে ভালোই রাখেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।দোয়া করবেন।

৯| ১৮ ই জুন, ২০১৭ রাত ১০:৪৪

উম্মে সায়মা বলেছেন: :| অনেক আগেই পোস্টটি দেখেছি। কিন্তু পড়ছিলামনামন খারাপ হয়ে যাবে বলে। আল্লাহ আপনার বাবাকে জান্নাত দান করুন। আমীন।

১৮ ই জুন, ২০১৭ রাত ১১:৫৩

দ্যা ফয়েজ ভাই বলেছেন: মন খারাপ হওয়ার মতই পোষ্ট হয়ত।দ্বিধাদ্বন্দ ফেলে মন খারাপ কে উপেক্ষা করে পড়তে এসেছেন জেনে ভালো লাগলো।
আল্লাহ যাতে আমার বাবাকে জান্নাত দান করে,সাথে সকল বাবাকে যাতে ভালো রাখে।আমীন।

১০| ১৮ ই জুন, ২০১৭ রাত ১১:০৫

মনিরা সুলতানা বলেছেন: চোখে পানি এনে দিলা ফয়েজ ;
রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা”
-হে আমার প্রতিপালক! আমার পিতা-মাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।
[সূরা বনী-ইসরাঈলঃ২৪]

১৮ ই জুন, ২০১৭ রাত ১১:৫৫

দ্যা ফয়েজ ভাই বলেছেন: হয়ত,পানি এসে যাওয়ার মতই কিছু একটা ছিলো।কিন্তু অবেলায় কারো চোখে পানি আনতে চাই নি।শুধু বাবাকে একটু স্মরণ করতে চেয়েছিলাম।
আপনার দেয়া দোয়াটা সবসময় করার চেষ্টা করি।
সুন্দর মন্তব্যে ধন্যবাদ জানবেন।

১১| ১৮ ই জুন, ২০১৭ রাত ১১:৩৪

সুমন কর বলেছেন: লেখা মন ছুঁয়ে গেল। বাবা ছাড়া পৃথিবী অন্ধকার মনে হয় !!
+।

১৮ ই জুন, ২০১৭ রাত ১১:৫৯

দ্যা ফয়েজ ভাই বলেছেন: লেখা মন ছুয়েছে জেনে ভালো লাগলো।বাবা হারানোর পরে বুঝেছি বাবা কি জিনিশ।সত্যিই মাঝে মাঝে মনে হয় বাবা ছাড়া পৃথিবী অন্ধকার। :(

১২| ১৯ শে জুন, ২০১৭ রাত ৩:২৪

অর্ক বলেছেন: লেখা খুব ভাল লাগলো। আপনার লেখাটা পড়ে আমি বেশ উদাস হয়ে উঠলাম। আমার বাবার কথা মনে পড়ে গেল! আপনার আদর্শ পিতা বেঁচে থাক আপনার মাঝে। এই শুভকামনা করি।

১৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:১২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: উদাস হয়ে পড়েছেন!উদাসী ভাব সবসময় হয়ত থাকা ভালো না।লেখা ভালো লেগেছে জেনে খুশি হলাম।
শুভকামনার জন্য ধন্যবাদ। :)

১৩| ১৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: রাব্বিরহাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা।

না হারালো আসলেই বোঝা যায় না!!!!!! আমি হারিয়েছীলাম এসএসিসর সময়।

সকলের জন্য দোয়া

১৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৯

দ্যা ফয়েজ ভাই বলেছেন: হুম,সেটাই।মানুষ কখন চলে তা হয়ত বলা যায় না।কারোর তো জন্মের আগেই বাবা মারা যায়,কিন্তু নিয়তি তাদেরও নিয়ে চলে।
ভালো থাকুক,সকল বাবা রা। :)

১৪| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:২৫

মোস্তফা সোহেল বলেছেন: বাবাকে নিয়ে আপনার লেখাটি পড়ে কিছুটা মন খারাপ হল। বাবার কথা মনে পড়ল। আমার বাবাও চট্টগ্রামে থাকতেন।
আমি ছোটবেলায় বাবাকে কাছে কম পেয়েছি। বাবা চট্টগ্রামে আর আমরা থাকতাম যশোরে।
অপেক্ষা করে থাকতাম বাবা কখন আসবে।

১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: মিল যথেষ্ট।আসলে,সকল বাবা হয়ত একরকমই।তারা থাকতে বোঝা যায় না,কত কাছে ছিলো,তবে হারালেই বোঝা যায় তারা কতটা কাছে ছিলো।

১৫| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩২

ধ্রুবক আলো বলেছেন: বাবা হলো সত্যিকারের সুপারহিরো।

আপনার বাবার জন্য দোয়া করি, আল্লাহ্ উনাকে জান্নাত বাসী করুক। আমিন।

১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১১

দ্যা ফয়েজ ভাই বলেছেন: তা তো সত্যিই,বাবা সুপারহিরো।আল্লাহ সকল বাবাকে ভালো রাখুক,আমীন

১৬| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বাবা হলো সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে বড় বটবৃক্ষ।

১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

দ্যা ফয়েজ ভাই বলেছেন: একটা চিরন্তন সত্য কথা।মন্তব্যে ধন্যবাদ। :(

১৭| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫৭

বিজন রয় বলেছেন: সমব্যথী।
+++++

১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

দ্যা ফয়েজ ভাই বলেছেন: :( :( :(

১৮| ২২ শে জুন, ২০১৭ সকাল ১০:৫২

বর্ষন হোমস বলেছেন:

সমবেদনা রইলো।আল্লাহ যেন ওনাকে বেহেস্ত নসিব করেন।আমিন।

২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আমীন।

১৯| ২৪ শে জুন, ২০১৭ রাত ১:২০

চানাচুর বলেছেন: লেখাটা অফলাইনে পড়েছিলাম। সান্ত্বণার ভাষা নেই। যেখানেই থাকুক, ভাল থাকুক আমাদের মা-বাবারা।

২৪ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৩

দ্যা ফয়েজ ভাই বলেছেন: এসব মূহুর্তে স্বান্তণার ভাষা থাকেও না হয়ত।যেখানেই থাকুক ভালো থাকুক।
মন্তব্যের জন্য ধন্যবাদ

২০| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১২

খায়রুল আহসান বলেছেন: আপনার লেখাটা পড়ে বেদনা ভারাক্রান্ত হ'লাম। দোয়া করি, আল্লাহ রাব্বুল 'আ-লামীন আপনার বাবাকে ক্ষমা করে দিন, জান্নাত নসীব করুন!

১২ ই জুলাই, ২০১৭ রাত ১০:২০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আল্লাহ যাতে উনাকে ক্ষমা করেন।আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.