![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Loading... 99.9%...please wait
ব্লগ কেনো সরগরম নয়।এ নিয়ে আমাদের সকলেরই আক্ষেপ।ঠিক কি করলে এ থেকে উত্তরণ হতে পারি তা অনেকের মতো আমার নিজেরও অজানা।নিজ ভাষায় কিছু লিখছি।
ব্লগে প্রায় প্রতিদিন নতুন নতুন ব্লগার যুক্ত হয়।তাদের কথা কজনে জানে?একটিভ ব্লগারের তালিকায় তারা নিচের সারিতে পড়ে থাকে।
তারা ব্লগে অনেকটা নিষ্ক্রয় ভূমিকা পালন করে।
কিন্তু কেনো???
আমার নিজ অভিজ্ঞতা থেকে বলি,আমি যখন ব্লগে আসি তখন আমার বয়স ১৬(এখন ১৮ছুঁই ছুঁই)।আমি জানি না,আমার সমবয়সী এখন কেউ এই ব্লগে রয়েছে কিনা।এসেই অস্বস্তি তে।কারো পোষ্টে মন্তব্য করতেও ভয়,কি বলতে কি বলে ফেলি।পোষ্ট করতেও ভয়,কি পোষ্ট করতে কি করে ফেলি।এইসব দ্বিধা নিয়েও আস্তে আস্তে মন্তব্য পোষ্ট শুরু করলাম প্রথমে স্বাভাবিকত সাড়া পাই নি।পঠিত পোষ্ট ১০পার হতো নাহ।জোঁকের মতো লেগে থেকেই কিছুটা সাড়া পেয়েছি।
এবার আসি যাদের নিয়ে বলতে চেয়েছিলাম।দেখুন,যারা ব্লগে নতুন আসে তাদের মধ্যে অবশ্যই কিছু মেধাবী রয়েছে।যারা এই ব্লগে জানতে আসে,আর জানাতে আসে।
যে কেউ প্রথম প্রথম তার সেরাটা দেয়ার চেষ্টা করে।নতুন ব্লগার থেকে অনেক ভালো পোষ্ট পাওয়া যায়।
এবারই হচ্ছে আসল প্রশ্ন,নতুনদের এই চেষ্টাকে আমরা সাধুবাদ জানাই কজনে?কজন ব্লগার গিয়ে তাদের পোষ্টে অনুপ্রেরণা দেয়?
অনুপ্রেরণা পায় না সেটাও নাহ,পায়।কারা পায় জানেন?
যারা সারাদিন অন্যের ব্লগে গিয়ে কমেন্ট করে আসে।সিনিয়র ব্লগার দের ব্লগে যেইসব নতুন ব্লগারের পদচারণ বেশি তারা পোষ্ট করলেই অনেকটা সাড়া পায়।
আর একজন মেধাবী যে,কাউকে চিনেও নাহ তেমন অথবা পোষ্টে কমেন্টও করে না তারা শত ভালো পোষ্ট করলেও উৎসাহ পাবে না।
হুম,আমি এটা বলছি না যে শুরুতেই কেউ সাড়া জাগাতে পারে নাহ।ধৈর্য্যের প্রয়োজন হয়,কঠোর পরিশ্রম করতে হয়।কিন্তু একটা কথা কোন সহব্লগার যদি তাকে একটু উৎসাহ দেয় তার পোষ্টে গঠনমূলক একটা মন্তব্য করে,তাহলে কি তার পরিশ্রম ত্বরান্বিত হয় নাহ?
সহব্লগার,তরুণ ব্লগার তাদেরকে প্রেরণা দেয়ার গুরুদায়িত্ব কজনে নিই?স্বীকার করতেই হবে,আমি নিজেও হয়ত করি নাহ।তাহলে এবার বলেন,যেখানে ১০জন তরুণ ব্লগার পাওয়ার কথা সেখানে আমার আপনার কারণে,তারা পিছটান দিচ্ছে।
আমি আর আপনি তো পড়ে আছি,কিছু গুটিকয়েক ব্লগার নিয়ে।তারা পোষ্ট করলেই কমেন্টের ঝুড়ি।সে যে পোষ্টই হোক না কেনো।
এবার বলবেন,এর সঙে ব্লগ ঠান্ডা থাকার কারণ কি?
কিছু ব্লগার"ক" লিখে পোষ্ট করলেও সেটা আলোচিত ব্লগ হবে গ্যারান্টি।
সাধারণ যেই পাঠক তাদের প্রধান আকর্ষণ থাকে আলোচিত ব্লগ।তারা যদি "ক"লেখা পোষ্ট দেখে দ্বিতীয়বার নিশ্চয় আসবে নাহ।এভাবে সামু হয়ত বিশাল একটা পাঠকশ্রেণী হারায়।
যেমন আমি হলফ করে বলতে পারি,পোষ্টদাতার নাম যদি দেখা না যেত তাহলে ব্লগে প্রতিটা পোষ্ট সমান মর্যাদা পেত।
এখন কি পায়?অথবা আপনি কি সব পোষ্ট সমান চোখে দেখেন?নিজেকে প্রশ্ন করুন।
এরপর,আসুন।আমি আপনার ব্লগে মন্তব্য করলাম।একপ্রকার ফরজ হয়ে যায়,আপনিও আমার পোষ্ট দেখলেই মন্তব্য করা।
এটা,একপ্রকার ফেসবুকের লাইকখোড় দের মতো কাহিনী।
কমেন্ট করে গেলাম বন্ধু।পাশে থাকলে পাশে পাবেন।এইরকম বিজ্ঞাপনের ইঙ্গিতবাহী একটা কাজ করি ব্লগে।
অনেকে আমাকে বলে ব্লগের হোমপেজ দেখাতে, ব্লগ সম্পর্কে কিছু বলতে।আমি স্বর্ণযুগের কথা বলে চালিয়ে নিই।এরপর,আমি চুপ থাকি।এটি কার ব্যর্থতা?ব্লগের নাকি আমাদের???
ব্লগ থেকে কিছু স্বর্ণ হারিয়ে যাচ্ছে।তারা কেনো হারাচ্ছে তা জানি না।যারা সত্যিই ব্লগটাকে ধরে রেখেছিলো।যারা চলে গেছে তাদের ধরে রাখতে কে কিভাবে ধরে রাখি?কিন্তু ব্লগের ঐতিহ্য তো ধরে রাখতে পারি। অনেকে ব্লগটাকে সরগরম রাখতে চায়।কিন্তু পথ পায় নাহ।এসময় সিনিয়র ব্লগারদের পথ দেখানোর অনুরোধ করছি।
আমি জানি নাহ,সামুর স্বর্ণযুগে সামু ব্লগারদের মনমানষিকতা কেমন ছিলো।কিন্তু আমরা যেভাবে এগুচ্ছি এতে সামু দিনদিন আরো নিষ্ক্রিয় হয়ে পড়বে।
লেখাকে মূল্যায়ন করুন।তার এক্টিভিটিকে নয়।কে আপনার ব্লগে কমেন্ট করেছে তা না দেখে দেখুন কে ভালো লিখছে।সিনিয়র ব্লগার দের সাথে তাল না মেলানোর চাইতে নতুনদের উৎসাহ দিন।
এতে কি হবে?আমি আপনি একদিন থাকবো না,কিন্তু আমি আপনি যাদের উৎসাহ দিয়ে যাবো তারা থাকবে।তারা আবার চলে যাওয়ার আগে আরো কয়েকজন নতুনদের উৎসাহ দিয়ে বাঘা বাঘা ব্লগারদের উঠিয়ে আনবে।
অনেকে ব্লগ আর ফেসবুককে একই সুতোয় বেঁধে ফেলে।নতুনদের মাঝে এই প্রভাব বেশি,আমার নিজের মাঝেও প্রথম প্রথম ছিলো।পুরোপুরি শুধরাতে পেরেছি কিনা জানি না।সেইসব নতুন ব্লগারের জন্য ব্লগের মান ক্ষুণ্ণ হচ্ছে।তাদেরকে বোঝানোর উদ্যোগ নেয়া প্রয়োজন।
হিটখোর না হই।হিটখোর ফেসবুকার হয়ত নিজের মানসম্মান ডুবায়,কিন্তু হিটখোর ব্লগার ব্লগের পরিবেশ নষ্ট করে
এডমিন সমীপে
আড্ডা পোষ্ট,সাধারণ ভাবেই সাড়া জাগাতে পারে।কিন্তু এই আড্ডা পোষ্ট সাধারণ পাঠকদের জন্য নয়।তাই আমার মনে হয়,আমরা কেউ আড্ডা পোষ্ট না দিয়ে এডমিন কর্তৃক একটা আড্ডা পোষ্ট দেয়ার চেষ্টা করতে পারি যা আলোচিত পাতায় আসবে না।
আপনারা বিষয়ভিত্তিকএই অপশনটায় জোর দিন।কারণ,সবার সব কিছুতে ইন্টারেস্ট থাকে না।শিরোনামের পাশেই বিষয় লেখা থাকলে কারো অপছন্দের বিষয়ে পড়তে যেতে হবে না।ফলে,বিরক্তি কম আসবে।যেমন মনে করেন আমি সাইন্টিফিক পছন্দ করি না কিন্তু হোমপেজের ৫টা পোষ্টই সাইন্টিফিক।আমি বারবার গিয়ে সাইন্টিফিক দেখলে আমি সাধারণই বিরক্ত হবো
নির্বাচিত ব্লগ নিয়ে অনেকেই অনেক কথা বলে,এ নিয়ে আমি তেমন কিছুই জানি না।তবে,এটা করা যায়।মাস শেষে/সপ্তাহে শেষে সেরা পাঁচটি/দশটি পোষ্টের তালিকা প্রকাশ করতে পারেন।সেরা পোষ্ট গুলো হিট,কমেন্ট অথবা লাইক অনুসারে না হয়ে গঠনমূলক কিনা সেই অনুসারে হবে।কতটা উপকারী সেই অনুসারে হবে।এতে গঠনমূলক লেখকদের স্পৃহা বাড়বে।
শুধু জানার জন্য, এমন একটা নিয়ম করা যায় কি?যে,একজন কমেন্টকারী একটা পোষ্টে যতগুলোই কমেন্টই করুক একটা কমেন্টই কাউন্ট করা হবে?কারণ,মাঝে মাঝে যেকোন কারণে একেক জনকে কয়েকটা কমেন্ট করতে হয়।এতে একটা ভালো পোষ্ট হয়ত আলোচিত ব্লগ এ আসতে পারে না।
আপনারা কয়েকটা আইডি খুলতে পারেন।একটা আইডি নির্দিষ্ট একটা কাজ করবে।আমরা শুধু নোটিশবোর্ড আইডি ছাড়া আর কিছু দেখি না।আর মাঝেমাঝে কাভা ভাই কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেন।কিন্তু কয়েকটা থাকলে আমার যে বিষয়ে জানা দরকার আমি সে বিষয়ে যেই নিক লেখে তার আইডিতে গেলেই হবে।এতে নতুনদের জন্য ব্লগ চালনা সহজ হবে,যা তাদের গতি বাড়াবে।
সর্বশেষ:আমরা দেখি যে,ব্লগে কারো সম্পর্কে কোন সাধারণ তথ্য দেয়ারও সুযোগ নেই।জানি না,কেনো।সবাই পরিচয় দিতে চায় না,আবার সবাই পরিচয় গোপনও করতে চায় না।যারা দিতে চায় তাদের জন্য এই অপশন গুলো অপশনাল হিসেবে রাখতে পারেন।আমার মনে হয়,সাধারণ তথ্য দেয়ার সুযোগটা থাকলে ব্লগাররা একে অপরের সাথে সহজেই পরিচিত হতে পারবে।এতে ব্লগ পরিবেশ সৌহার্দ্যপূর্ণ হবে।
ব্লগ প্রাণোচ্ছল রাখতে,সুন্দর রাখতে যা দরকার করুন।তাহলে হয়ত শত ব্যস্ততার মাঝে একদিন প্রিয় ব্লগে ঢুকে মুখে একচিলতে হাসি ফুটিয়ে মনে মনে বলবেন
"ব্লগটা এখন আগের থেকে বেশি প্রাণোচ্ছল"
নিজের বক্তব্য তুলে ধরলাম।ভূল হলে ছোটভাই হিসেবে বুঝিয়ে বলবেন।শুধরানোর চেষ্টা করবো।
ধন্যবাদ।
২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
দ্যা ফয়েজ ভাই বলেছেন: এটা আমার অভ্যাস ভাই।আমি হুটহাট করে উধাও হই।
ভাগ্যিস,ব্লগ আইডি ডিলেট করা যায় না।গেলেও এর নিয়ম জানা নেই।নাহলে,আইডি সহ পগারপার হতাম।ফেসবুকেও একই হাল।এক আইডি দুইদিন চালাই এরপর ডিলেট।
গত ছয়মাসেও আমি পোষ্ট করা তো দূরের কথা গত ১বছরেও হয়ত করিনি।যা করেছি তা রিপোষ্ট।
সংকেত জানার আশায় রইলাম
২| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
গোলাম রাব্বি রকি বলেছেন: ভাই ভালো বলেছেন । আচ্ছা প্রথম পাতায় লেখা প্রকাশ হওয়ার জন্য কি কোন শর্ত আছে ?
২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
দ্যা ফয়েজ ভাই বলেছেন: শর্ত আছে তিনদিনের।আপনাকে এই তিনদিন মডারেটররা পর্যবেক্ষণ করবে।ভালো পোষ্ট,ব্লগ নীতিমালা মেনে চললে প্রথম পাতায় লিখার সুযোগ দিবে।
কিন্তু অনেকের এই তিনদিনের অপেক্ষা তিনমাসেও শেষ হয় নাহ।তার সঠিক কারণ আমি জানি নাহ।ভালো ভালো পোষ্ট করুন।ভালো মন্তব্য করুন,আশা করি আপনি লেখার সুযোগ পেয়ে যাবেন
৩| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
প্রামানিক বলেছেন: অনেক দিন পর পেলাম। নতুনদের উৎসাহ দেয়া দরকার।
২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনারা সিনিয়র।আপনাদের উৎসাহেই লেখার শক্তি পাবে নতুনেরা।
শুভকামনা প্রিয় ব্লগার।
৪| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ৮:১১
তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর পোষ্ট ব্লগে প্রান চাঞ্চল্য ফিরে আসুক এটাই প্রত্যাশা।
২৩ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪০
দ্যা ফয়েজ ভাই বলেছেন: এটা আমার আপনার সবার প্রত্যাশা।শুভকামনা সহব্লগার।
৫| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৬
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টটি খুব মন দিয়ে পড়লাম। পরপর দুইবার পড়লাম।
অন্যের দিকে আঙুল উচা না করে, আপনি নিজেই একজন ভালো ব্লগার হোন আগে।
প্রায় ১০ বছর ব্লগে আছি। অনেক উত্থান পত দেখেছি। ব্লগে জোয়ার ভাটা থাকবেই। ঘাবড়ে গেলে বা হতাশ হলে চলবে না।
আপনার জন্য শুভ কামনা।
২৩ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৩
দ্যা ফয়েজ ভাই বলেছেন: অন্যের দিকে আঙুল উচা করার সাথেই সাথেই কিন্তু নিজের ব্যর্থতাও স্বীকার করেছি।
আমি ভালো ব্লগার হওয়ার চেষ্টা করি না ভাই।আমি ভার্চুয়াল জগতে এতটা পদচারণ রাখতে চাই না।কিন্তু যে সময়টা থাকি,সেসময়টায় ভালো কিছু দেখতে চাই।তাই এই পোষ্ট দেয়া।আপনি ১০বছর ব্লগে,অবশ্যই আমার চেয়ে ভালো বুঝবেন,এসময়ে কি করা যায়।
ধন্যবাদ ভাইয়া।
৬| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হম! কিছু বিষয়ে শতভাগ সহমত। কমেন্টের ব্যাপারটা আর কি। একজনের পোস্টে আপনি কমেন্ট করলে তারও একটা দায় পড়ে যায় আপনার পোস্টে কমেন্ট করার। এভাবেই গিভ অ্যান্ড টেক (যদিও এই বাক্যটা অন্য একটি বিশেষ অর্থে বিশেষ জগতে ব্যবহৃত হয়) সিস্টেমে কমেন্ট হয়ে থাকে। কিন্তু কেউ কেউ আবার এটারও তোয়াক্কা করে না। অন্য কেউ তার পোস্টে কমেন্ট করলেও সে উক্ত ব্লগারের পোস্টে কমেন্ট করে না।
২৩ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৬
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভালো পোষ্টে কমেন্ট না করাটাও ঠিক নাহ।অথবা,সহমত না হলে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেয়া অবশ্যই বুদ্ধিমানের পরিচায়ক।সে যাই হোক,একমত তো বললেন।দ্বিমত যেখানে তাও বলুন।আলোচনা সমালোচনা একটা পোষ্টের পূর্ণতা দেয়।
ধন্যবাদ ভাইয়া।
৭| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৮
চাঁদগাজী বলেছেন:
ব্লগিং'এর শুরুতে যে বিস্ফোরণ ছিল, সেটার কারণ ছিলো: সব বাংগালী জীবনে একবার হলেও কিছু একটা লিখতে চায়, প্রকাশ করতে চায়, অন্যের সাথে শেয়ার করতে চায়; সেই সুযোগ দিয়েছিল ব্লগিং। সেই বিশাল উদ্দীপনা পাহাড়ী পথের পর, এখন সমতলে এসেছে, এখন ভাবার সময়, বুঝার সময়, আবেগের সময় প্রায় শেষ!
যাঁরা ছবি দেখতে চান, দেখাতে চান, এক লাইন লেখে অন্যদের চমকৃত করতে চান, তাঁরা ফেসবুকে চলে গেছেন, সেটাই উনাদের এলাকা।
ব্লগিং হলো ইন্টার-একটিভ লেখকদের এলাকা; এখানে পোষ্ট এলে, পাঠকেরা আপনার লেখা পড়ে, আপনাকে বুঝার চেষ্টা করে, আপনার থেকে জানতে চান, আপনাকে উনাদের মতামত জানাতে চান; লেখকেরা আপনার মতামত জানতে চান, আপনার বুঝার ও ভাবনার স্তরে প্রবেশ করেন।
এখানে ক্রমেই লেখক ও পাঠকদের প্রাকৃতিক একটা "প্রোফাইল" গড়ে উঠে; এবং সেই কারণেই অনেক সময়, অনেক পাঠক ও লেখক পরিচিতদের মন্তব্য পেয়ে থাকেন, এটা স্বাভাবিক। যারা পোষ্টের বাহিরে সম্পর্কের জন্য কমেন্ট করেন, তাঁরা দায়সারা কমেন্ট করেন, বুঝতে কষ্ট হয় না।
২৩ শে মার্চ, ২০১৮ রাত ৯:০২
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনার মন্তব্যের কি উত্তর দিবো তা বুঝতে পারছি না।আমার পোষ্ট থেকেও বেশি গুরুত্ব বহন করছে এই মন্তব্য।
বিশেষ করে প্রথম দিকে খুব সুন্দর বুঝিয়েছেন ব্লগ পরিস্থিতির কারণ,শেষে আমারর পোষ্টের যথার্থ উত্তর।
ধন্যবাদ,এমন সুন্দর মন্তব্যের জন্য।
৮| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৫
সুমন কর বলেছেন: আপনি নিজেই তো অনিয়মিত হয়ে গেছেন.....!! তবে কথাগুলো ভালো বলেছেন। পুরনো সবাই হারিয়ে যাচ্ছে......আমি কবে যে হারাই !!
নতুন'রা মন্তব্য করে না, এটা এক বিরাট সমস্যা। তাই পরিচিত হবার আগেই ব্লগ থেকে হারিয়ে যায়।
ব্লগ কর্তৃপক্ষকে আরো এক্টিভ হতে হবে। দরকার পড়লে টিম মেম্বার বাড়ানো যেতে পারে।
২৩ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৪
দ্যা ফয়েজ ভাই বলেছেন: হারিয়েছি,তা তো ঠিক।যেই অভ্যাস,তল্পিতল্পা নিয়ে হারাই নি তাও ভালো।
সে যাই হোক,নতুনদের মাঝে একটা সঙ্কোচ কাজ করে।তাই তারা দ্বিধায় মন্তব্য করা থেকে হয়ত বিরত থাকে।তবে,ব্লগ কর্তৃপক্ষ আরো একটিভ হতে হবে এটা যথার্থ বলেছেন।
আপনাদের প্রথম থেকেই দেখছি,কয়েকদিন ডুব দিয়ে আবার যখন ফিরে আসি আপনাদের দেখেই ভালো লাগে।
ধন্যবাদ ভাইয়া
৯| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সময়ের প্রয়োজনে সব হয় ।
২৩ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৫
দ্যা ফয়েজ ভাই বলেছেন: তা তো অবশ্যই।পরিস্থিতি কাকে কোথায় নেয় কে তা জানে?
ধন্যবাদ
১০| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১১:২২
রায়হানুল এফ রাজ বলেছেন: আগে সবাই কি সুন্দর গল্প কবিতা দিত। এখন তো ভয় হয়। যে হারে লেখা চোর বেড়েছে। বড়ই মুশকিল।
২৪ শে মার্চ, ২০১৮ রাত ১:০৪
দ্যা ফয়েজ ভাই বলেছেন: চোরে না শুনে ধর্মের কাহিনী।আপনারা আপনাদের লেখা লিখে যান।চোর চোরের কাজ করে যাক।
মৌলিক টা আপনার সেটা আপনি জানেন,এতেই তৃপ্ততা।
১১| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩০
মাআইপা বলেছেন: খুব ভাল হয়েছে। গঠনমূলক পোস্ট।
২৪ শে মার্চ, ২০১৮ রাত ১:০৪
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ধন্যবাদ,সুপ্রিয় ব্লগার।
১২| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৩:৩৮
নতুন বলেছেন: ভালো বিষয়ে লিখলে অবশ্যই সবাই মন্তব্য করে আলোচনা হয়।
দেশে অনেকেই ব্লগে লেখেনা কারন জনগনের মাঝে এখনো গুজব আছে যে ব্লগে নাস্তিকরা লেখে...
২৪ শে মার্চ, ২০১৮ সকাল ৭:০০
দ্যা ফয়েজ ভাই বলেছেন: জনগণ তো দূরে।২০১৩-১৪এর দিকে আমার নিজেরও একই ধারণা ছিলো।
কি করবো বলেন?ব্লগার হত্যা হতে শুরু করে এইসেই আরো কতো কি।কিন্তু বর্তমানে সম্ভবত এই ধারণা কমেছে।
অফটপিক:আপনি পুরানো হবেন কবে??? :p
১৩| ২৪ শে মার্চ, ২০১৮ ভোর ৬:৩০
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আস্তিক, নাস্তিক, গণতন্ত্রমনা, স্বৈরতন্ত্রমনা সবাই লিখুন | তবে সবার উচিত নোংরা কাঁদা ছোড়াছুড়ি না করার চেষ্টা করা |
২৪ শে মার্চ, ২০১৮ সকাল ৭:০২
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভালো বিষয়ে লিখুন,সুন্দরভাবে উপস্থাপন করুন।যুক্তি দিয়ে উপস্থাপন করুন।এবার তা যে বিষয়েই হোক,যার দ্বারাই হোক।
অনেক ধন্যবাদ ভাইয়া।
১৪| ২৪ শে মার্চ, ২০১৮ ভোর ৬:৩৯
ওমেরা বলেছেন: ব্লগ পর্যালাচনা ভাল লাগল ।
২৪ শে মার্চ, ২০১৮ সকাল ৭:০৩
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে হলাম।
১৫| ২৪ শে মার্চ, ২০১৮ ভোর ৬:৪০
কালীদাস বলেছেন: ব্লগের আহামরি নতুন কোন কোয়ালিটির ফল করেনি, স্পেসিফিকালি গত দুই বছরের কথা বললে। মুটামুটি স্ট্যাবলই আছে বিগত ২০১৪ থেকে। ব্লগের কোয়ালিটি ফল করা কমেন্টের রিপ্লাই না দেয়া/স্কিপ করা থেকেই শুরু; যেটা কন্টিনিউ করছে বিগত ৬.৫ বছর ধরে। ইন্টারএকশন নর্মাল থাকলে আজকে নির্বাচিত পাতায় সমাধান খুঁজতে হত না, বিভাগীয় পাতায় খুঁজতে হত না। লোকজন পড়া ছেড়ে দিয়েছে বললেই চলে।
আড্ডাবাজি খারাপ চোখে দেখিনা। এই মুহুর্তের সবচেয়ে জনপ্রিয়, হসজার হাজার কমেন্টওয়ালা আড্ডা পোস্টের মালিক অন্যের পোস্টে কমেন্ট করে না বললেই চলে। এটা কোন ধরণের সামাজিকতা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন আমার কাছে।
২৪ শে মার্চ, ২০১৮ সকাল ৭:০৭
দ্যা ফয়েজ ভাই বলেছেন: হতে পারে।আমি নিজেও দুই বছরই ব্লগিং করি,এই দুই বছরে তেমন কোন পরিবর্তন চোখে পড়ে নি।ব্লগ কর্তৃপক্ষ একটু সদয় হওয়া প্রয়োজন।
আড্ডাবাজী কে খারাপ চোখে দেখে?কিন্তু একজন ব্লগার কর্তৃক আড্ডা পোষ্ট দেয়ার চাইতে একজন এডমিন কর্তৃক আড্ডা পোষ্ট দেয়াটা ভালো মনে হয়।
মন্তব্য কারো করা না করা এটা তার ব্যাপার।আমরা কি করতে পারি???
১৬| ২৪ শে মার্চ, ২০১৮ ভোর ৬:৪৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কালীদাস বলেছেন: "এই মুহুর্তের সবচেয়ে জনপ্রিয়, হসজার হাজার কমেন্টওয়ালা আড্ডা পোস্টের মালিক অন্যের পোস্টে কমেন্ট করে না বললেই চলে। এটা কোন ধরণের সামাজিকতা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন আমার কাছে।"
সহমত |
২৪ শে মার্চ, ২০১৮ সকাল ৭:১০
দ্যা ফয়েজ ভাই বলেছেন: কি করতে পারি?মন্তব্য করা না করা এটা আমি আপনি নিয়ন্ত্রণ করতে পারি নাহ।কারো ইচ্ছা হলে সে মন্তব্য করবে,ইচ্ছা না হলে করবে নাহ।আমি আপনি কি করতে পারি?
১৭| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৩
শিখা রহমান বলেছেন: ভালো লেগেছে কথাগুলো।
২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৯
দ্যা ফয়েজ ভাই বলেছেন: জানতে পেরে খুশি হলাম। ধন্যবাদ জানবেন।
১৮| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ছোট ভাই?
তোমার আসল নাম কি ফয়েজ??
১নং এর উত্তরঃ তোমার পোস্ট কালকে আলোচিত অংশে যাবে।
বোঝা গেল??
২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৩
দ্যা ফয়েজ ভাই বলেছেন: জ্বী,ভাইয়া।
আমার আসল নাম "ফয়েজ"(ডাকনাম হৃদয়
আবু জাফর মোহাম্মদ ফয়েজউল্লাহ তালুকদার হৃদয়।
নাম রাখতে কিপটামি করে নাই আত্মীয় স্বজন।
যাক,আলোচিত ব্লগ এ যাওয়া না যাওয়া কথা না,এডমিন দের সাড়া চাচ্ছিলাম।এডমিন সমীপে যা লিখেছি তা কতটা যৌক্তিক তা জানার জন্য।যৌক্তিকতা থাকলে এগুলো করা সম্ভব কিনা তা জানার ইচ্ছা।
যাই হোক,ভাইয়া।অসংখ্য ধন্যবাদ
১৯| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এক সময় আগুন ঝড়ানো সব ব্লগার ছিলেন। তাদের লেখা পড়ে যে মজা পেয়েছি তা আর কখনো পাবো বলে মনে হয় না। আরো আগুনমুখো ব্লগ চাই।
২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৬
দ্যা ফয়েজ ভাই বলেছেন: কখনো পাবো বলে মনে হয় না।একথা বলবেন না ভাই,সময়ের পরিক্রমায় হয়ত আরো আগুন ঝড়ানো ব্লগার আসবে।ধন্যবাদ
২০| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার মতে, একজন ভালো ব্লগারের বৈশিষ্ট্য হলো অহিংস মনোভাব থাকা, অন্যে কী লিখলে ক'টা/ক হাজার কমেন্ট পান সেটা না দেখা, সবার সাথে নিয়মিত ইন্টার্যাক্ট করা এবং আপন মনে একধ্যানে নিজের লেখালেখি চালিয়ে যাওয়া। ব্লগিঙের জন্য নিজের উদ্দেশ্যটা স্থির করে নেয়া- শুধু ব্লগ পড়বেন আর কমেন্ট করবেন, নাকি শুধু আমার মতো পোস্ট ছেড়ে দিয়ে উধাও হয়ে যাবেন, অন্যের পোস্টে ঢুঁ মারবেন না?
নতুন নতুন সবকিছুতেই আকর্ষণ থাকে। আমি যে-সময়ে এই ব্লগে আসি, তখন ফেইসবুক এতটা প্রাণবন্ত ছিল না (২০০৮)। রাতদিন এই ব্লগেই থাকতাম। এর আগে কবিতামঞ্চ নামক একটা কবিতার ব্লগে ছিলাম ২০০১/২০০২ সাল থেকে, যেখানে ইংরেজি অক্ষরে বাংলা লিখতে হতো। এই ব্লগ পেয়ে মনে হয়েছিল আকাশের চাঁদ হাতে পেয়েছি। এরপর, ফেইসবুকে যখন ডুবে গেলাম তখন ব্লগ সাইডলাইনে চলে গেলো। এখন ফেইসবুক আর ব্লগ দুটোতেই ঝিমিয়ে গিয়ে ইউটিউবে চলে গেছি। এরপর হয়ত অন্য নতুনের দিকে পা বাড়াবো। আমি একটা উদাহরণ মাত্র। এরকমটা সবার ক্ষেত্রেই ঘটছে বলে মনে করি। তবে, যারা ব্লগে নতুন আসছেন, তারা আমার সময়ের মতোই খুব এক্সাইটেড হয়ে থাকবেন বলে আমি মনে করি।
পুরোনোরা চলে যাবে, নতুনরা পুরোনো হবে। আসতে-যেতে-যেতেই এ ব্লগ আরো পরিণত ও উৎকর্ষ লাভ করতে থাকবে।
একটা ব্লগ আলোচনায় আসা বা নির্বাচিত হওয়ার জন্য নিশ্চয়ই কিছু শর্ত থাকবে। সেই শর্তাবলি সংস্কারের জন্য আপনার কোনো প্রস্তাবনা থাকলে সাবমিট করতে পারেন। আমার পোস্টটা যে আলোচনায় আসার যোগ্য, বা আপনারটার চাইতে অনেক উন্নত, তা আমি বললেই হবে না, অন্যদেরও বলতে হবে। সেই অন্যরা আমার মতোই মেধাবী ব্লগার
কেউ ক বললে আলোচিত হবে, বা নির্বাচিত পাতায় যাবে, আমি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বললেও হয়ত পাঠসংখ্যা ১০ পার হবে না। এর জন্য আমার আক্ষেপ করা মোটেও উচিত হবে না। সবার সবকিছু সমান গুরুত্ব পায় না। তবে এতটা ব্যত্যয় ঘটতে ব্লগে দেখেছি বলে মনে পড়ে না।
তো, ১৬-তে ব্লগে ঢুকে থাকলে তো খুব ক্রিটিকাল টাইমে ব্লগিঙে ঢুকেছেন। আপনার এসএসসি/এইচএসসি কতখানি এফেক্টেড হয়েছে তা ভাবছি।
কমেন্ট লম্বা হয়ে গেলো বলে এখানেই শেষ করলাম।
২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২৭
দ্যা ফয়েজ ভাই বলেছেন: অসাধারণ মন্তব্যের জন্য প্রথমেই ধন্যবাদ।
আপনি যে বললেন সবার সাথে ইন্টারেক্টিভ থাকার কথা আমি সেটাই বুঝাতে চেয়েছি।হয়ত ঠিক ভাবে বুঝাতে পারি নি।
ব্লগ আলোচনায় আসার জন্য অবশ্যই শর্ত থাকবে।সুন্দর,সাবলীল,সাম্প্রতিক,বিস্তর আলোচনা আমার কাছে এমনটা কাম্য।এর বাইরে কিছু যেমন হাসি,ঠাট্টা,আড্ডা ইত্যাদিরও অবশ্যই প্রয়োজন রয়েছে।
প্রস্তাবনা কিভাবে সাবমিট করে তা জানি না।আর সিনিয়র ব্লগার দের কমেন্ট অনুসারে বুঝতে পারলাম এডমিনরা হয়ত একটিভ নাহ(আমার পর্যবেক্ষণ নেই এই ব্যাপারে)যদি কখনো মনে হয়,এটা করা দরকার।নিয়ম জেনে কর্তৃপক্ষকে পাঠিয়ে দিবো।
অফটপিক:বলা চলে অনেকটা ক্রিটিক্যাল টাইমেই এসেছি।ক্লাশ টেনের মাঝামাঝি দিকটায়।তবে,তেমন সমস্যা হয় নি,ডুব দেয়ার অভ্যাস ছোট থেকেই।ভাগ্যিস,ব্লগে আইডি ডিলেট করা যায় নাহ।নাহলে আইডি নিয়েই পগারপার হতাম(অভ্যাস)
এতটা ইফেক্ট করে নি,ক্লাশ টেনে আশানুরূপ জিপিএ ৫ পেয়েছি।এখন ইন্টার ফার্স্ট ইয়ার ফাইনালের দিন গুণছি।দোয়া করবেন।
অসাধারণ মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ।
২১| ২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১১
তারেক ফাহিম বলেছেন: অপনার বিশ্রেষনে ভালোলাগা
ব্লগে এখনও নোটির সমস্যা আছে, সমস্যা আছে, প্রতিত্ত্যরের পজিশন না থাকায়।
তারপরও ব্লগে অন্তত দিনে একবার লগইন করি।
২৫ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫২
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ব্লগের প্রতি আপনার ভালোবাসা দেখে সত্যিই ভালো লাগলো।প্রতিউত্তরের সমস্যা বলতে বুঝি নি
২২| ২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৯
ডঃ এম এ আলী বলেছেন: এ পোষ্টে ব্লগের সমসাময়িক প্রাণচাঞ্চল্য ও এর বর্তমান হালচাল নিয়ে বেশ একটি গুরুত্বপুর্ণ আলোচনা দেখা গেল , অনেকের মুল্যবান মন্তব্যগুলিও বেশ প্রনিধানযোগ্য । ইদানিং ব্লগে মেরুকরনের একটি প্রচ্ছন্য দিক প্রকট হয়ে উঠছে বলে অনুভুত হচ্ছে।
এর ফলে অনেকেই নীজকে সাময়িক সময়ের জন্য কিছুটা গুটিয়ে নিচ্ছেন বলেও মনে হচ্ছে । যাহোক,এ পোষ্টে যে সব বিষয়ের অবতারনা করা হয়েছে তা ভেবে দেখার অবকাশ রয়েছে বলে মনে হয়।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
২৫ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৫
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনাকে দেখে সত্যিই অনুপ্রেরণা পাই।আপনাদের মতো ব্লগার রয়েছে ব্লগ এখনো সচল
আপনার মন্তব্যের উত্তর কোনকালেই থাকে না।নিজেই গুছিয়ে সুন্দর করে সব বলে দেন।অন্যকেউ বলার সুযোগ দেন না।ধন্যবাদ দিয়ে ছোট করবো না ভাইয়া
২৩| ২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪১
জাহিদ অনিক বলেছেন:
দ্যা ফয়েজ ভাই,
ব্লগ নিয়ে টেনশন করবেন না।
ব্লগ ঠিক আছে। মার্চ এপ্রিল মাস, ব্লগারদের ব্যস্ততা আছে।
সবাই আবার আসবে জুন জুলাইতে
২৫ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৭
দ্যা ফয়েজ ভাই বলেছেন: নতুন একটা তথ্য জানলাম।প্রথম থেকেই আপনাকে দেখে আসছি,এখনো দেখে আনন্দ পাই।ধন্যবাদ ভাইয়া
২৪| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অন্যের দিকে আঙুল উচা করার সাথেই সাথেই কিন্তু নিজের ব্যর্থতাও স্বীকার করেছি।
আমি ভালো ব্লগার হওয়ার চেষ্টা করি না ভাই।আমি ভার্চুয়াল জগতে এতটা পদচারণ রাখতে চাই না।কিন্তু যে সময়টা থাকি,সেসময়টায় ভালো কিছু দেখতে চাই।তাই এই পোষ্ট দেয়া।আপনি ১০বছর ব্লগে,অবশ্যই আমার চেয়ে ভালো বুঝবেন,এসময়ে কি করা যায়।
ধন্যবাদ। ভালো থাকুন।
২৫ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৮
দ্যা ফয়েজ ভাই বলেছেন: আপনিও ভালো থাকবেন
২৫| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ফয়েজ অনেক সুন্দর করে বর্তমান হালচাল নিয়ে ব্লগের অবস্থা বর্ণনাতে কৃপণতা করেননি। পুরানরা এখন ভাবছে অনেক হয়েছে আর কতো। নতুনদের হিট হওয়ার স্বপ্ন। এই সবমিলিয়েই যাচ্ছে দিন। সবার ইচ্ছার পুনবিচার করা চাই।
২৫ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০০
দ্যা ফয়েজ ভাই বলেছেন: পুরানরা ভাবছে আর কত,নতুনদের হিট হওয়ার স্বপ্ন।সম্ভবত খাঁটি কথা।
অসংখ্য ধন্যবাদ।
২৬| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:০২
ধ্রুবক আলো বলেছেন: দ্যা ফয়েজ ভাই,,,
অনেক ভারী, এবং গুরুত্বপূর্ণই কথা বলেছেন। কিন্তু সব কিছুর সমাধান সম্ভব না। ব্লগে আমি প্রায় দু বছর। আমার এখানে পরিচিত হতে বেশ সময় লেগেছে। বেশি কি আর বলবো!
২৫ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০২
দ্যা ফয়েজ ভাই বলেছেন: সেই প্রথম থেকেই আপনাকে দেখছি।আপনার সহযোগী মনোভাব দেখে আসছি।সব সমাধান সম্ভব নয়।কিছু তো সম্ভব।যদি তাও হয় আর কি।
২৭| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৬
ধ্রুবক আলো বলেছেন: নতুনদের অনুপ্রানিত করা দরকার, কিন্তু নতুনদেরও উচিত সকল ব্লগারদের লেখা পাঠ ও মন্তব্য রাখা।
আর যে সকল উপায় গুলো বললেন, তা সব একসাথে প্রণয়ন করা সম্ভব নয়। একটা একটা করে করা যায়। তবে এখন সামুর অবস্থা টাইট, পাঠক কম, লেখকও কম। সেই স্বর্ণযুগ এখন আর নেই। এর জন্য সামু অনেকটাই দায়ী।
তবুও সামুতে আছি, সামুর জন্য শুভ কামনা রইলো। আপনার জন্য অনেক শুভ কামনা রইলো, লেখালেখিতে সময় দিন।
২৫ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৫
দ্যা ফয়েজ ভাই বলেছেন: সামুর স্বর্ণযুগ নেই।তবে,ফিরিয়ে তো আনা সম্ভব।সেটাই নাহয় চেষ্টা করা হোক।সামু অনেকটাই দায়ী।কথা সত্য।
লেখালেখিতে সময়!যতটা পারি আর কি।হাওয়া লাগা বয়স বুঝনই তো
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ছোটভাই? গত ছয় মাসে তোমার কোন পোস্ট নেই! কেন??
আজকে একটা সংকেত দিচ্ছি,
কালকে এর উত্তর দিবঃ তোপোকাআঅযা।