নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়সাল মাহাদী

♦♦আমি নিরপেক্ষ নই, আমি মেহনতি মানুষের পক্ষে♦♦ ♥♥আমি হয়তো মানুষ নই, তবে কারো কষ্ট,যন্ত্রনা কখনো কখনো আমাকে কাঁদায়, আবার কারো কারো আনন্দ আমাকে সুখের উল্লাসে নাচায় | এটাকে যদি তোমরা মানুষ ভাব তবে আমি "মানুষ "||♣♣

ফয়সাল মাহাদী › বিস্তারিত পোস্টঃ

বিঃদ্রঃকিন্তু হায় প্রভুবক্ত কুকুরদের যুগে কোন বিপ্লবীর জন্ম হবে না

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২০



যখন

উপমহাদেশে ব্রিটিশরা অত্যাচার

করত,চাবুকের আঘাতে জর্জরিত

হতো বাঙালীর জীবন ।

তখন মানবতাকে রক্ষা করতে নজরুল

ক্ষুদিরামদের হয়েছিল।

যখন জিন্নাহরা বাঙালির বাক

স্বাধীনতাকে রূদ্ধ করতে চাইছিল,

তখন প্রতিবাদের আগুন নিয়ে জন্ম

হয়েছিল ধীরন্দ্রনাথ,রফি

ক,শফিক,বরকত জব্বারদের।

যখন আইয়ুব খানরা হিংস্র দানবের

রূপে আবির্ভূত হয়েছিল

জিন্নাহদের উত্তরসূরী হয়ে,

তখন পৃথিবী কাঁপিয়ে জন্ম

হয়েছিল জহির,মুনীর,ওসমা

নী মুজিবদের।

স্বৈরাচারী এরশাদ যখন মানুষের

ইচ্ছা আকাঙ্ক্ষাগুলিকে বুলেট আর

অপশক্তির জোরে বশ

করতে চেয়েছিল তখন তখন আসাদ

নূর হোসেনদের জন্ম হয়েছিল।

কারন তখন তারা ন্যায়ের

মধ্যে দিয়ে নীতির জন্ম দিত।

এখন আবার কেউ আইয়ুবের ভূমিকায়

আবার কেউবা বাংলাভাইদের

ভূমিকায়।

চূশীল সমাজ,নাগরিক সমাজ

তারা দুই মেরুর

তোশামোদকারী বাসীন্দা যারা প্রভুবক্তকুকুরে

র মত ন্যায়হীন

নীতিগুলোকে স্বাগত

জানাতে একটু দিধাবোধ

করে না।

একমেরুর বাসিন্দা যারা ক্ষমতায়

থাকতে বিতর্কিত দূর্নীতি বাজ

শামীম উসমানদের নমোনেশন

দেয় ,অন্য মেরুর

বাসিন্দারা রাজাকারদের মান

রক্ষার জন্য সাধারন

মানুষগুলোকে পুড়িয়ে ক্ষুদিরাম

নুরহোসেন হতে চায়।

বিঃদ্রঃ কিন্তু হায় প্রভুবক্তকুকুদে

র যুগে কোন বিপ্লবীর জন্ম

হবে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.